চুরি বিদ্যায় সিদ্ধহস্ত!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কিছু কিছু ক্লাসমেটকে দেখলে সত্যিই অবাক হয়ে যাই।কারণ তারা এমনভাবে চুরিবিদ্যায় সিদ্ধহস্ত হয় যে, তাদের চুরি করার টেকনিক দেখলে মাঝেমধ্যে নিজের পরীক্ষা না দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকি এক্সাম হলে। কারণ তারা এমনভাবে চুরিটা করে।

আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। তাহলে আসলে বুঝতে পারবেন যে, চুরি বিষয়ে আমার অবস্থা কতোটা করুণ। বেশ কয়েকদিন আগে আমার একটা ল্যাব পরীক্ষাতে সকলেই আমরা পেনড্রাইভ নিয়ে এসেছিলাম। যাতে করে পেনড্রাইভে করে কোড নিয়ে এরপরে দিতে পারি। এখন সকলেই মোটামুটি পেনড্রাইভ কম্পিউটারের সেট করে সকলের কোড কপি করে ফেলেছে। কিন্তু আমার এতোটাই হাত কাঁপছিলো যে আমি পেনড্রাইভটাই ঢুকাতে পারিনি!

এরপরে আমার এক বান্ধবী এসে আমার কাজটা করে দিয়েছিলো। আসলে চিন্তা করুন! কি পরিমান খারাপ অবস্থা হলে এমনটা হয়। তবে যারা চুরিতে পটু, ওদেরকে দেখলে আমার সত্যিই অবাক লাগে। কারণ এই যে তারা যে এভাবে চুরি করতে পারে। তাদের কি একটা বার মনে হয় না যে, ধরা পরলে কি করবে! কারণ ধরা পরার পরে কিন্তু শাস্তিটা মোটেও কম হয় না। শাস্তির পরিমাণটা অনেক অনেক বেশি হয়। তবে মাঝেমধ্যে কিছু কিছু ক্লাসমেটের রেজাল্ট দেখে মনে হয় যে চুরিবিদ্যা কিন্তু সত্যিই ভালো একটা বিদ্যা, হাহাহা। ওই যে কথায় আছে না, চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি না পরো ধরা। আর যদি একবার ধরা পরে যায়। তাহলে তো সেখানেই শেষ!

তবে বেশিরভাগ সময় এই ধরা পরে না। অর্থাৎ আমি যদি আমার ক্লাসমেটদের কথা বলি, তাহলে সেটাই আমি দেখেছি।আর তাই মাঝেমধ্যে একটু অল্প বিস্তর তো হিংসে হয় ই । কারণ এই যে, ওরা এই চুরি কিংবা নকল করে কি পরিমাণ ভালো রেজাল্ট করে। সেটা আপনারা ভাবতেও পারবেন না। তাই মাঝেমধ্যে আসলে বিশাল হিংসে হয়। কিন্তু এসব করার সাহস আর হয় না।
Sort:  
 7 months ago 

চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ো ধরা।আপনার বান্ধবীরা চুরি করে ধরা পরে না জন্য আরো উসাহিত হয় যদি ধরা পরে তাহলে চুরি করার ইচ্ছে জীবন থেকে উঠে যাবে। ধরা না পরুক সেই কামনা করি🙂।বেশ ভালো লাগলো আপনার পোস্ট টি।ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 84554.09
ETH 1868.29
USDT 1.00
SBD 0.74