আর্ট পোস্টঃ- পেন্সিল দিয়ে রমাদানের একটি স্কেচ আর্ট।
আসসালামু আলাইকুম,
আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
সাদা খাতা।
পেন্সিল।
রাবার।
আর্টের এর ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
বন্ধুরা প্রথম ধাপে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়েছি। এরপরে সাদা কাগজের মধ্যে চাঁদের আকৃতি এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপঃ
এই ধাপে দেখতে পাচ্ছেন আমি আরো কিছু অংশ এঁকে নিয়েছি। কিভাবে চাঁদের উপরে মসজিদের মিম্বর এঁকেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে শেয়ার করে নিলাম।
তৃতীয় ধাপঃ
এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আরো কিছুটা অংশ এঁকে নিয়েছি।
চতুর্থ ধাপঃ
আরো কিছুটা অংশ এঁকে নিয়ে আমি পেন্সিল দিয়ে একটু গাঢ় করে নিয়েছি দৃশ্যটি।
পঞ্চম ধাপঃ
এভাবে আমি পুরো আর্ট করা সম্পন্ন করেছি যা আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করে নিয়েছি।
৬ষ্ট ধাপঃ
যখন পুরো আর্ট করা শেষ হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে নিলাম।
আর্টের উপস্থাপনা
অবশেষে বন্ধুরা সেই আর্ট আমি আপনাদের সাথে উপস্থাপন করে নিয়েছি কিভাবে এত সুন্দর একটি চাঁদের আকৃতি সাথে মজিদের দৃশ্য এঁকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এমন সুন্দর আর্ট আমার করতে খুবই ভালো লাগছিল। চেষ্টা করেছি প্রতিটি ধাপ কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করে নিতে। আর বেশিদিন নেই রমজান মাসের আগমনে। সেই সুন্দর একটি দৃশ্য সেই সুন্দর একটি অনুভূতি আর্টের মাধ্যমে আপনাদের সাথে প্রকাশ করে নিলাম। আশা করি বন্ধুরা আমার আজকের আর্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | একটি স্কেচ আর্ট |

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
পোষ্টের মাধ্যমে অসাধারণ একটি রমাদানের ছবি শেয়ার করলেন দেখে ভালো লাগলো আপু। শুধুমাত্র পেন্সিল দিয়ে অসাধারণ ড্রয়িং করেছেন। এমন সুন্দর একটি ছবি ধাপে ধাপে আমাদের সামনে উপস্থাপনা করলেন দেখে ভালো লাগলো।
পেন্সিল দিয়ে আর্ট গুলো করতে অনেক ভালো লাগে দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাহ আপু, বেশ চমৎকার একটি পেন্সিল স্কেচ শেয়ার করেছেন তো। সময় কত তাড়াতাড়ি চলে যায়। দেখতে দেখতে রমযান মাস প্রায় কাছাকাছি চলে এসেছে। দোয়া করি মহান আল্লাহ তায়ালা সবাইকে যেন ৩০ টা রোজা রাখার তৌফিক দান করেন। যাই হোক আপনার এই পেন্সিল স্কেচ খুব সুন্দর হয়েছে। এই ধরনের আর্ট করতে আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
সবার জন্য দোয়া রইল সবাই যেন ভালোভাবে রোজা রাখতে পারেন। আর্ট দেখার জন্য ধন্যবাদ আপু।
ওয়াও পেন্সিল দিয়ে রমাদানের একটি চমৎকার স্কেচ আর্ট শেয়ার করেছেন।ঠিক বলেছেন আপু মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এবং অধিক ইবাদতের মাস হচ্ছে এই রমজান মাস। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন আমাদের সবাইকে ৩০ টা রোজা রাখার তৌফিক দান করেন। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।
সবাইকে ৩০ রোজা রাখার তৌফিক দান করুক। আপনাকে অনেক ধন্যবাদ আর্ট টি দেখে প্রশংসা করার জন্য।
আবার আমাদের মাঝে রমজান মাস চলে আসতে লাগলো।মনে হচ্ছে সেদিনই রমজান মাস শেষ হলো। যাইহোক, আপনি দেখছি আজকে পেন্সিল দিয়ে রমাদানের একটি স্কেচ আর্ট করেছেন। আপনার আর্ট করা রমজানের আর্ট করা দৃশ্য টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।পুরো আর্ট টি খুবই সুন্দর করে সম্পন্ন করেছেন।
আপনার কাছে আর্ট দেখে ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ।
দেখতে দেখতে রমাদান মাসও চলে এল। আগামী ১৪ ই ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ! আল্লাহ তায়ালা যেন রমজানের ত্রিশটা রোযা রাখার তৌফিক দান করেন, আমিন! যাক, রমাদান মাসকে কেন্দ্র চমৎকার একটি পেন্সিল স্কেচ করেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন আপু অসুস্থতা বলে কয়ে আসে না। শত সাবধানতা অবলম্বন করলেও অসুস্থ হওয়ার সময় ঠিকই অসুস্থ হয়ে যায় সবাই। যাই হোক আপু আপনার আজকের রমাদানের পেন্সিল স্কেচটি খুব সুন্দর হয়েছে। ভিতরে হালকা কালার করার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে।
একদম আপু আমরা যতই সাবধানতা অবলম্বন করি না কেন যেকোন সময় অসুস্থ হয়ে পড়ি।
ঠিক বলেছেন আপু মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাস। আপনি রমজান মাস উপলক্ষে দারুন একটি আর্ট করেছেন। আপনার আর্ট দেখে আমার রমজান মাসের সেহরি খাওয়ার কথা মনে পড়ে গেল। খুবই সুন্দর হয়েছে আপু আপনার আর্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ভালো লাগলো আপু আর্টটি দেখে ভালো লাগার জন্য আপনার।
ঠিক বলেছেন আপু আমাদের মুসলমানদের জন্য রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। তবে পেন্সিল আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি পেন্সিল দিয়ে অনেক সুন্দর করে রমাদানের চমৎকার আর্ট করেছেন। তবে আপনার এই আর্ট করতে অনেক সময় লেগেছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি এত অনুপ্রাণিত করলেন আপু ভীষণ ভালো লেগেছে আমার।
আমার আজকের টাস্কঃ-
https://x.com/nahar_hera/status/1878473268824625301?t=lLIuGUcJFx5J-lYK1KAyOA&s=19