গান-আধেক ঘুমে... (১০% @shy-fox এর জন্য)
তারিখ-০৭.০১.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি।আজকের পোস্টটা আসতে খুবই দেরি হয়ে গেল। তার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যক্তিগত কারণে খুবই ব্যস্ত আছি এবং মানসিকভাবেও যথেষ্ট বিচলিত আছি। সেই কারণে আসতে দেরি হল। তবে আজকে আমি আপনাদের সামনে একটি গান পরিবেশন করেছি। গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এর স্বরলিপি দিয়েছেন দীনেন্দ্রনাথ ঠাকুর। গানটি লেখা হয়েছিল ১৯২৬ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে বসে। আমার খুব পছন্দের গানের মধ্যে একটি।আর এর পেছনে আমার কিছু অপূর্ণ স্মৃতিও রয়ে গেছে।যদিও স্মৃতিগুলো সেই সময় খুব মধুর ছিল।পরবর্তীকালে ভয়াবহ হয়েছে। সেটা আলাদা বিষয়। কিন্তু যেটা ভালো ছিল সেটাকে ভালো বলতেই হয়।একজন পছন্দের মানুষ হঠাৎ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো- তোমার জন্য একটা গান গেয়েছি। পাঠাবো? সত্যি বলতে কোন ছেলে নিজের থেকে অ্যাপ্রোচ করে কখনো গান পাঠায়নি আমাকে এর আগে। সেই কারণে একটু অবাক ভাবেই ভাবলাম কি জানি কেমন হেরে গলায় গান পাঠিয়েছে! কে জানে? তাচ্ছিল্যের স্বরে বলেছিলাম, "হ্যাঁ পাঠাও।"
পাঠালো।
গানটা চালানোর পরে সেই রাতটা আমি ঘুমোতে পারিনি। গানটা এতবার শুনেছি।বলতে পারেন গান শুনেই প্রেমে পড়েছিলাম। ভাবছিলাম একটা মানুষের গলা কি করে এত সুন্দর হতে পারে?অবশ্যই সে অরিজিৎ সিং নয়। তবুও বেশ ভালো ছিল। সে গানটা পাঠিয়ে আমাকে বলেছিল, "আজকের শুভরাত্রি একটু অন্যরকম হোক।" সত্যিই সে রাতটা আমার আলাদাই ছিল।কারণ আমি সে রাতে ঘুমোতে পারিনি গানটা শুনতে শুনতে।
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়॥
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু–
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু–
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়॥
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্ময়ণপটে জাগিল মরীচিকা।
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে–
কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়॥
একজন মানুষ খুব ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়ে, তখন তার মাথায় কেউ যেন ভালোবাসার ছোঁয়া দিয়ে যায়। আলতো চুম্বন করে যায়। আর তাতে তার সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায়। সে নতুন করে সজাগ ও সতেজ হয়ে ওঠে। স্বপ্নচারিনী তাকে ভালোবাসার ছোঁয়ায় যেন মৃদু কিন্তু মিষ্টি একটা বাতাসের দোল দিয়ে যায়। তখন হয়তো সেই পরিশ্রান্ত যুবকের মনের মধ্যে বা স্বপ্নে অনেক কল্পনার মায়াজাল তৈরি হয়। তারপরেই যখন তার চোখ খোলে, সে অনুভব করে পুরোটাই হয়তো তার স্বপ্ন ছিল। যেন তপ্ত মরুভূমিতে মরীচিকার মতো সবটাই মিথ্যে। কিন্তু এই ভালোবাসার ছোঁয়া যেন চৈত্রের তপ্ত বেলায় কেউ সবুজ ঘাসের কোমল আঁচল বিছিয়ে দিয়ে শান্তি প্রদান করছে। চাতক পাখি গরমে একটু জলের জন্য যেমন হাহাকার করে ওঠে, স্বপ্নচারিনী সে ছোঁয়া যেন তপ্ত গরমে হঠাৎ করে আসার বৃষ্টির মত শরীর এবং মন দুইই শান্ত করে দেয়। ঠান্ডা করে দেয়। ভালোবাসার মানুষের ধ্বনি অনেকটা পাখির মধুর স্বরের মত। যা ষপ্রিয়জনের কানে যতই আসুক তবুও চির নূতন মনে হয়।
আমার গাওয়া গানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন উপস্থাপনা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।
🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸
পরিচিতি
আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।
আপনি বেশ সুন্দর একটি গান করেছেন গানটি আমার শুনতে অনেক ভালো লেগেছে।আপনার ভাগ্য অনেক ভালো এমন সুন্দর একজন মনের মানুষ পেয়েছেন যে কিনা নিজের থেকে গান গেয়ে আপনাকে পাঠাই দিয়েছেন শোনার জন্য।তবে আমি প্রত্যাশা করি আপনি যেন সম্পর্ককে সুন্দরভাবে ধরে রাখেন। আমি আবারও বলছি আপনি গানটি অনেক সুন্দর গেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি গান কভার করার জন্য।
অনেক ধন্যবাদ দিদি। ❤
দারুন একটি গানের সাথে সুন্দর একটি স্মৃতিও জানতে পারলাম।প্রিয়জনের সব কিছুই সুন্দর হয়।আর তার উপর যদি কেউ এত সুন্দর গান গেয়ে পাঠায় তবে তো ঘুম উড়ে যাবেই। তোমার কণ্ঠেও অনেক সুন্দর হয়েছে গানটি। কানে যেন কেউ মধুবর্ষণ করছিল।ধন্যবাদ দিদি সুন্দর গানটি শেয়ার করার জন্য।
ভাই যে স্মৃতি অতীতে মধুর, তা বর্তমানে হন্টেড। ধন্যবাদ ভাই। 💕
অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সাথে পোস্ট শেয়ার করেছেন জেনে ভাল লাগল । অনেক সুন্দর একটি গান মিষ্টি কণ্ঠে গেয়ে কাভার করেছেন। গানের কথাগুলো সুন্দর। তার উপর আপনার কণ্ঠেও খুব ভাল লাগছিল শুনতে । অনেক আবেগ দিয়ে গেয়েছেন । গানের যাবতীয় তথ্য আপনার পোস্টের মাধ্যমে জানতে পেরেছি। ধন্যবাদ দিদি।
অনেক ধন্যবাদ দাদা। আসলে সামনেই কাজন ভাই এর অপারেশন। সেই নিয়ে ভীষণ চাপে আছি।
আপনার অসাধারণ কণ্ঠে এরকম গানগুলো শুনতে একটু বেশি ভালো লাগে। আপনি বেশিরভাগ সময় নিজের কন্ঠে খুবই সুন্দর কবিতা আবৃতি এবং গান পরিবেশন করেন যেগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকেও দেখছি খুবই সুন্দর একটি গান পরিবেশন করেছেন যা শুনে মনটা ভরে গেল। আপনার পছন্দের মানুষ আপনার জন্য গান পাঠিয়েছে এটা অবশ্যই আপনার প্রিয় হবে। আপনি সেই রাতে গানটি শুনতে শুনতে ঘুমাননি এটা শুনেই বোঝা যাচ্ছে একটু বেশি দারুন ছিল আপনার প্রিয় মানুষের কন্ঠ এবং তার সাথে এই গান। যাইহোক অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর মন্তব্যের জন্য।
দিদি এই শীতে কেমন আছেন, আশাকরি ভাল আছেন।আপনার প্রিয় মানুষ এই গানটি আপনাকে দিল আর আপনি গানটি শুনতে শুনতে আর রাতে ঘুমাতে পারেননি।তাই আজ নিজের কন্ঠে গানটি গেয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন, খুব ভাল লাগলো শুনে।অনেক ধন্যবাদ দিদি। অনেক অভিনন্দন আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে।