সিম্পল একটি মেহেদী ডিজাইন আর্ট

in আমার বাংলা ব্লগ25 days ago

29-01-2025

১৬ মাঘ , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের সাথে সিম্পল একটি মেহেদী ডিজাইন শেয়ার করার জন্য। আশা করছি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20250129_172831.jpg

আর্টটি করতে যা যা লেগেছেঃ-


IMG_20250129_172540.jpg

  • খাতা
  • পেন্সিল
  • রাবার
  • কাটার

আর্টটি সম্পন্ন করার পদ্ধতি নিম্নে দেয়া হলোঃ-


IMG_20250129_172557.jpg

প্রথমে একটি বৃত্তের শেপ দিয়ে দিলাম। তারপর ভিতরে একটি ডিজাইন করে দিলাম।

IMG_20250129_172613.jpg

বড় বৃত্তটির উপরে ফুলের পাপঁড়ি দিয়ে নিলাম। এভাবে আরও দুটি ফুলের ডিজাইন করে দিলাম।

IMG_20250129_172628.jpg

তারপর পাপঁড়ির উপরে বৃত্ত ভরাট করে গোল করে দিলাম।

IMG_20250129_172643.jpg

এবার ছোট দুটি বৃত্তকে কেন্দ্র করে একটি বৃত্তের শেপ দিয়ে নিলাম।

IMG_20250129_172657.jpg

তারপর উপরে পাপঁড়ি একেঁ দিলাম।

IMG_20250129_172716.jpg

উপরে আরও তিনটি ফুলের ডিজাইন করে দিলাম।

IMG_20250129_172731.jpg

এবার তিনটি ফুলের উপরে বৃত্তের মতো শেপ দিয়ে দিলাম এবং পাপঁড়ি একেঁ দিলাম।

IMG_20250129_172757.jpg

তার উপরে আরও তিনটি ফুলের ডিজাইন করে দিলাম।

IMG_20250129_172811.jpg

এবার ফুলের উপরে পাপঁড়ি এর মতো বড় করে একেঁ দিলাম। হয়ে গেল সিম্পল মেহেদী ডিজাইনটি।


DeviceOppo A12
Art by@haideremtiaz
Locationw3w

আশা করছি আজকের সিম্পল মেহেদী ডিজাইন আর্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন আশা করছি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।




10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 25 days ago 

মেহেদী ডিজাইন আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দর ভাবে ডিজাইন করেছেন ডিজাইনটি হাতে অংকন করলে আরো ভালো লাগবে।

 24 days ago 

চেষ্টা করেছি ভাই সুন্দর করে অঙ্কন করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 25 days ago 

আপনার সিম্পল মেহেদী ডিজাইন আর্ট আমার কাছে অসাধারণ মনে হয়েছে। আমরা যদি এভাবে কোন কিছু আর্ট করার চেষ্টা করি এতে অনেক মনোযোগ দিতে হয়। আর সে মনোযোগ দেওয়ার ফলে এমন সুন্দর আর্ট করতে সফল হয় আমরা। দারুন আর্ট করেছেন আপনি।

 24 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 25 days ago 

সিম্পল মেহেদীর ডিজাইন অনেক সুন্দর হয়েছে ভাইয়া।আমি অবশ্য মেহেদীর ডিজাইন পারি না। অনেক সুন্দরভাবে গুছিয়ে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন ভাইয়া আপনি। আপনার করা মেহেদী ডিজাইন দেখে অনেক এ শিখতে পারবে যারা দিতে পারে না। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 24 days ago 

হাহা, মেয়েরা তো মেহেদী ডিজাইন বেশি পারে। আমি তো জাস্ট খাতায়ই ডিজাইন করতে পারি।

 25 days ago 

আজকের এই আর্ট কিন্তু একটা ক্রিয়েটিভ আর্ট। কেননা এই আর্ট গুলো কিন্তু সবাই সচরাচর করতে পারে না। আপনি খুব সুন্দর ভাবে এই আর্ট তৈরির প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 24 days ago 

আমি দাদা শিখছি প্রতিনিয়ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 25 days ago 

আপনি যেভাবে সিম্পল ও সুন্দর মেহেদি ডিজাইন করেছেন, সেটা সত্যিই প্রশংসনীয়। আপনার কাজের প্রতি যত্ন আর ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। এত নিখুঁতভাবে কাজ করতে পারা সত্যিই অসাধারণ। আশা করি, ভবিষ্যতেও আপনার এমন সুন্দর আর্ট দেখতে পাবো, ধন্যবাদ!

 24 days ago 

চেষ্টা করে যাচ্ছি আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 25 days ago 

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও একটা মেহেদী ডিজাইন আর্ট শেয়ার করেছেন দেখছি আপনি। এই ধরনের আর্ট গুলোর ধাপগুলোর বর্ণনা দেয়া আমার কাছে কিছুটা মুশকিল লাগে। আপনি সেটাও বেশ ভালোভাবেই বর্ণনা করেছেন। বরাবরের মতো, আর্ট টি সিম্পল হলেও সুন্দর হয়েছে ভাই।

 24 days ago 

আসলেই আপু, আর্ট বর্ণনা দেয়া কিন্তু একটু মুশকিল। তবে চেষ্টা করেছি যথাযথ বর্ণনা দেয়ার।

 25 days ago 

আপনি অনেক সুন্দর ভাবে সিম্পল আর্ট করেছেন ভাই। আপনার এমন মেহেদি ডিজাইনার আর্ট দেখে খুবই খুশি হলাম আমি। বেশি ধৈর্য সহকারে আপনি আর্ট করতে সক্ষম হয়েছেন। আশা করব এভাবে আপনি সুন্দর সুন্দর আর্ট করে দেখাবেন প্রত্যেক সপ্তাহে।

 24 days ago 

জি আপু চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আর্ট করে যাওয়ার।

 24 days ago 

বরাবরই আপনার মেহেদি ডিজাইনগুলো দেখে থাকি ভীষণ ভালো লাগে। কেননা আপনার মেহেদী ডিজাইনগুলোর মধ্যে সব সময় নতুনত্ব খুঁজে পাই। আজকের ডিজাইনটিও ভীষণ ভালো লাগলো ভাই। সিম্পল হলেও ডিজাইনটি হাতে পরলে দারুন দেখাবে কিন্তু। প্রতিনিয়ত আমাদের মাঝে নিত্য নতুন মেহেদী ডিজাইন গুলি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 24 days ago 

আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96239.49
ETH 2782.12
SBD 0.67