বাবুর অসুস্থতা।
আমি @rahimakhatun
from Bangladesh
১২ই ফেব্রুয়ারি ২০২৫
কয়েকদিন খাওয়ার পর ভালোই হয়েছিলো।কিন্তু আবার দুইদিনের মাথায় আবার শুরু হলো।মাঝখানে আমাদের একটা দাওয়াত ছিলো,সেখানে যেয়ে আবার ঠান্ডা লেগে যায়।আসলে কোথায় গেলে বাচ্চা দের তেমন যত্ন নেওয়া যায় না।তারপর সাধারণ ঔষধ টোফেন শুরু করলাম।এখন আবার আজ থেকে দেখি বেশ কান্না কাটি করছে।
কোথা থেকে ও যে খুঁজে বের করে।কাল দেখি আমার বড় বাচ্চাটা ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানিয়েছিলো সেগুলো মুখে দিয়ে বসে আছে।তার জন্য হয়তো এই অবস্থা। আজকে আমার গলাটাও ব্যথা ব্যথা।আসলে ওয়েদার টা এমনি।যেমন আজকে সকালে অনেক কু্য়াশা পড়েছে।আর দেরি করে রোদ উঠেছে।আমার নিজের শরীরটাও ম্যাজম্যাজ করছে আর মেয়েটাও বেশ দুর্বল হয়ে গিয়েছে।
একটু পর পর পেট মনে হয় ব্যথা করে,বলতে তো আর পারে না,তবে একটু পর পর পায়খানা আর বমি করছে।আসলে বাচ্চাদের মনে হয় একটার পর একটা লেগে থাকে যার জন্য মা ছাড়া এটা আর কেউ বুঝে না।বাচ্চার যত্ন থেকে শুরু করে পরিষ্কার ও মায়ের করা লাগে।আর এই বাচ্চাটা কারো কাছে তেমন যেতে চায় না সারাক্ষণ আমার সাথেই থাকবে।আর অসুস্থ হলে তো আর কথায় নেই। ওয়াশরুম অব্দি যেতে দেয় না।যার জন্য নিজের সব কাজ রেখে দেওয়া লাগছে।কাল থেকে সারাদিন একটু একটু করে লিখতে লিখতে আজ পোস্ট করার মত হয়েছে।
আজ থেকে দেখছি একটু ঠান্ডায় পরছে যার জন্য মনে হচ্ছে আবার না জানি কি হয়।আমার মনে হয় একটু বেশি ঠান্ডা পরলে হয়তোবাচ্চাদের পেট খারাপ হয়।সকাল থেকে প্রায় তিন চার বার পায়খানা আর একবার বমি করে ফেলেছে। একগাদা কাপড় আর জিনিস পএ ময়লা করেছে।অসুস্থ হলে একটার পর একটা লেগে থাকে।এমনি ওজন বাড়ে না। এখন আরো কমে গিয়েছে। বয়স অনুপাতে ওজন অনেক কম।এমনি খায় না আর অসুস্থ হলে আর কি করার।
আপনারা যে যার জায়গা থেকে আমার বেবি টার জন্য দোয়া করবেন ,তাকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
শীতের সময় বাচ্চাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে। শীত আসলে আবহাওয়া পরিবর্তন হয়। আবার শীত চলে যাওয়ার সময় আবহাওয়া পরিবর্তন হয়। এইজন্য বাচ্চাদের সমস্যা টা বেশি হয়। দোয়া করি আপনার বাবুর জন্য।
আপনার বাবুর জন্য দোয়া রইলো আপু।আসলে বাচ্চারা অসুস্থ হলে মায়েদের বেশ ভোগান্তি পোহাতে হয়। আর মা, মেয়ে একসাথে অসুস্থ হলে একটু বেশী ই ঝামেলা হয়ে যায়। আশাকরি আপনি ও আপনার বাবু দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
শীতের সময়ে বাচ্চারা খুব বেশি অসুস্থ হয়ে যায়। গরম ঠান্ডা দুটো একসাথে লেগে যায়। কারণ বাচ্চারা অতিরিক্ত ঘামে। এজন্যই মূলত ওদের সমস্যা হয়ে যায়। একবার যদি ঠান্ডা লাগে তাহলে তো আর কথাই নেই। বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম টা অনেক দুর্বল।এর জন্যই তারা বারবার অসুস্থ হয়ে যায়। আর বাচ্চার অসুস্থতা থেকে শুরু করে সব বিষয়েই মায়েদের সব সময় টেক কেয়ার করতে হয়। আপনার বাবুর জন্য অনেক অনেক দোয়া রইল যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।
যাইহোক শুরুতেই আপনার এবং আপনার পরিবার এবং ছেলেমেয়েদের জন্য অনেক অনেক দোয়া রইলো আপু। আসলে কখন অসুস্থ মানুষ হয়ে পড়ে এটা কিন্তু বলা মুশকিল।তবে ছোট বাচ্চাদের যত্ন করা এটা হচ্ছে মায়েদের দায়িত্ব। বাইরে গেছেন ঠিক মতো যত্ন না নেওয়াতে হয়তো আবার জ্বর চলে আসলো। যাইহোক সবার সুস্বাস্থ্য কামনা করছি।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।