দাঁতের ব্যথায় ভুগছি 😒

in আমার বাংলা ব্লগ5 days ago

1000037007.jpg
সোর্স

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আসলে সত্যি কথা বলতে গেলে শারীরিকভাবে একদমই সুস্থ নেই। হঠাৎ করে এভাবে অসুস্থ হয়ে পড়বো বুঝতেই পারিনি। আজ কদিন থেকে প্রচুর কষ্ট পাচ্ছি কারণটা হচ্ছে আক্কেল দাঁত উঠছে এজন্য মাড়ি অনেকটা ফুলে গেছে। এ যন্ত্রণা বলে শেষ করতে পারবো না। কিছুদিন পরপরই এই ব্যথা শুরু হয়ে যায়।টানা এক সপ্তাহের মতো এ ব্যথা থাকবে তারপর থেমে যাবে আবার দু এক মাস পর শুরু হয়।

আপনাদের ভাইয়া ঔষধ দিয়েছে তারপরও ব্যথা কমছে না। এবং ছোটখাটো একটা অপারেশনের কথা বলেছে কিন্তু আমি তো প্রচুর ভয় পাই তাই রাজি হয়নি। ব্যাস কি আর করার কষ্ট ভোগ করছি। দাঁতের ব্যথায় গায়ে জ্বর এসে গেছে। এবং প্রচুর মাথা ধরেছে। কোনো কিছু খেতেও পারছি না। বেশি কথাও বলতে পারছি না।সত্যি কথা বলতে দুদিন থেকে রোজা রাখতে পারিনি। এত পরিমাণে অসহ্য ব্যথা যার ফলে খুবই অসুস্থ হয়ে পরেছি।

আপনাদের ভাইয়া যখন চেম্বার করতো তখন অনেককেই দেখতাম দাঁতের ব্যথায় কান্নাকাটি করতো চেম্বারে এসে। সত্যি কথা বলতে তখন আমার অনেকটা হাসি পেত যে এত বড় বড় মানুষ কান্নাকাটি কেন করছে। তখন আপনাদের ভাইয়া আমাকে বলতো দাঁতের ব্যথা হলে নাকি অনেক কষ্ট হয়। আর এটা একদমই সহ্য করার মত নয়। আমি সেই কথা গুলো উড়িয়ে দিতাম কারণ কখনো ঐরকম সমস্যা আমার হয়নি।

কিন্তু আজ কদিন থেকে যখন সেই কষ্ট ভোগ করছি তখন বুঝতে পারছি ওই লোকগুলো কেন কান্নাকাটি করতো। আমি আমার জীবনে কখনো এরকম ব্যথা অনুভব করেনি যতটা পীড়া দিচ্ছে আমাকে এই দাঁতের ব্যথা। এই দাঁত যতদিনের না পুরোপুরি উঠবে ততদিন এই ব্যথা হতেই থাকবে। আর আমাকে কষ্ট সেই অব্দি সহ্য করতে হবে কেন না আমি তো সার্জারি করবো না।

যাইহোক সবাই দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি এই কষ্ট থেকে মুক্তি পাই। আর কেউ যেন আমার মত এই কষ্টে শামিল না হয় সেটাই চাওয়া।আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 86046.04
ETH 1918.71
USDT 1.00
SBD 0.79