আর্ট//প্রজাপতি ট্যাটু আর্ট🦋
শুভ রাত্রি
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
ঈদের ছুটিতে গ্ৰামে আসায় বেশ কিছুদিন ধরে এক্টিভ থাকতে পারিনি। যারজন্য কয়েকদিন পোস্ট করা হয়নি। প্রতিদিন কোথাও না কোথাও দাওয়াত রয়েছে। এরমধ্যে আবার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি রয়েছে। সব মিলিয়ে খুব ব্যস্ত সময় পার করছি। আজ সকাল থেকে ভাবছি পোস্ট করবো কিন্তু সময় বের করতে পারছিলাম না। মাত্র একটু সময় পেলাম তাইতো পোস্ট নিয়ে চলে আসলাম। আজ শেয়ার করবো প্রজাপতি ট্যাটু আর্ট। আমি আর্ট করতে খুব পছন্দ করি কিন্তু ট্যাটু কখনও আর্ট করা হয়নি। প্রথমবার ট্যাটু আর্ট করে খুব ভালো লেগেছে। অনেকেই শরীরের বিভিন্ন অংশে ট্যাটু আর্ট করতে পছন্দ করে। তাদের জন্য আমার এই আর্ট খুব কাজে লাগবে। এই ধরনের ট্যাটু আর্ট করলে দেখতে খুব সুন্দর লাগবে। এই আর্ট সম্পূর্ণ হওয়ার পর দেখতে খুব ভালো লেগেছে। বিশেষ করে প্রজাপতির অর্ধেক অংশ দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল।
এবার গ্ৰামে আসার আগে তেমন বেশি পোস্ট রেডি করে নিয়ে আসতে পারিনি। এই আর্ট বেশ কিছুদিন আগে করেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি। আজ চোখে পড়ায় ভাবলাম শেয়ার করে নেই। অনেক সময় সময় ছোট ছোট আর্টগুলোও আকর্ষণীয় হয়ে উঠে। তেমনি আমার এই আর্ট ছোট হলেও দেখতে খুব ভালো লাগে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. আর্ট পেপার
২. রঙিন কলম
৩. কালো কলম
৪. কম্পাস
৫. স্কেল
আর্ট এর ধাপ নিচে দেওয়া হলো----
🍁১ম ধাপ🍁 |
---|
![]() | ![]() |
---|
প্রথমে কম্পাসের সাহায্যে অর্ধ বৃত্ত এঁকে নেবো। এরপর স্কেল ধরে মাঝ বরাবর দাগ টেনে নেবো। তারপর তীর চিহ্নের মত দাগ টেনে নেবো।
🍁২য় ধাপ🍁 |
---|
![]() | ![]() |
---|
এবার তীর চিহ্ন গুলো কে তারার মতো ডিজাইন করে নেবো।
🍁৩য় ধাপ🍁 |
---|
![]() | ![]() |
---|
এরপর দুটি ঘর কালো কালার করে নেবো।
🍁৪র্থ ধাপ🍁 |
---|
![]() | ![]() |
---|
এবার বাকি জায়গা দাগ টেনে কালো করে নেবো।
🍁৫ম ধাপ🍁 |
---|
![]() | ![]() |
---|
এখন অপরপাশে প্রজাপতি এঁকে নেব।
🍁 ৬ষ্ট ধাপ🍁 |
---|
![]() | ![]() |
---|
এরপর প্রজাপতি সুন্দর ভাবে কালার করে নেবো এবং বৃত্তের ভিতরে ছোট ছোট দাগ টেনে নেবো।
🍁 শেষ ধাপ🍁 |
---|
![]() | ![]() |
---|
সবশেষে এবার বৃত্তের উপরে ফোঁটা ফোঁটা দিয়ে মাঝ বরাবর লম্বা দাগকে তীরের মতো ডিজাইন করে নিলাম।
🍁ফাইনাল আউটপুট🍁 |
---|
এবার বিভিন্ন ভাবে এর ফটোগ্রাফি করে নিলাম। বন্ধুরা, আজকে শেয়ার করা প্রজাপতি ট্যাটু আর্ট আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



একেবারেই মনে হচ্ছে না আপনি ছবি এঁকেছেন যদি না ধাপে ধাপে ছবিগুলো দিতেন তাহলে বোঝাই যেত না। একদম মনে হচ্ছে অরিজিনাল ট্যাটু। চমৎকার আপনার আঁকার হাত। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।
খুব সুন্দর একটা ট্যাটুর আর্ট করেছেন আপু। প্রজাপতি এবং স্টার দুটোই আমার খুব পছন্দ। আপনি দুটো একসাথে করে খুব সুন্দর একটা আর্ট করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের আর্ট দেখে। কালার টা খুব চমৎকার ভাবে ফুটে উঠেছে। সুন্দর একটা ড্রইং শেয়ার করার জন্য ধন্যবাদ।
Comment link
Comment link
আমার নিজেরও ট্যাটু করার অনেক শখ ছিল। কিন্তু যেদিন থেকে শুনেছি ট্যাটু করলে কাউকে ব্লাড দেওয়া যায় না। সেদিন থেকে আর ট্যাটু করার ইচ্ছেটা নেই। আপনি তো চমৎকার প্রজাপতি ট্যাটু আর্ট করেছেন। দেখতে চমৎকার হয়েছে আপু। প্রত্যেকটি স্টেপ চমৎকারভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো আপু। আপনাকে ধন্যবাদ।
Congratulations
This post has been curated by
Team #5
@damithudaya
প্রজাপতির অনেক সুন্দর ট্যাটু তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ট্যাটু তৈরি করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো। এই ধরনের ট্যাটু হাতে ব্যবহার করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।
ঠিক বলেছেন আপু অনেকের শরীরে ট্যাটু আর্ট করে। আপনি অনেক দারুন ভাবে প্রজাপতির ট্যাটু আর্ট করেছেন। যারা ট্যাটু আর্ট করে তাদের জন্য এই ডিজাইনটি অনেক ভালো হবে। খুব সুন্দরভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন ধন্যবাদ আপু।
দারুন একটি আর্ট শেয়ার করেছেন আপু আপনি। আর্ট আমার ও করতে খুবই ভালো লাগে। তবে আপনার শেয়ার করা আর্ট গুলো দেখতে দারুন হয়। আজকেও অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপু প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
কালারফুল ভাবে আপনি আজকে অসাধারন একটা আর্ট করেছেন তো। এই ধরনের আর্ট গুলো যত বেশি সময় নিয়ে করা হয়, ততই দেখতে সুন্দর লাগে। আপনি অনেক নিখুঁতভাবে এই আর্ট করেছেন। কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম আর্ট আশা করি সময় আমাদের মাঝে শেয়ার করবেন।