অনু গল্প: কয়েকটি শিক্ষা মুলক অনু গল্প
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ১০ ই এপ্রিল ২০২৫ ইং
অনু গল্প -১:
এক শিক্ষক ছাত্রদের একটি পুরনো ঘড়ি দেখিয়ে বললেন, এটা আমার কাকার, এটা বিক্রি করে নিয়ে এসো।ছাত্রটি প্রথমে এক বাজারে যায় , একজন লোক বললেন, ১০০ টাকা।অন্য জায়গায় আরেকটি জায়গায় যান, সে বললেন ৫০ টাকা।শেষে সে ঘড়িটা একটি ঘড়ি সংগ্রাহকের কাছে নিয়ে যায় সে বলল, এটা বিরল! আমি ৫০০০০ টাকা দিতে পারি।ছাত্রটি অবাক।শিক্ষক বললেন, মূল্য সঠিক জায়গাতেই বোঝা যায়।
শিক্ষা: এই গল্প থেকে বোঝা যাচ্ছে যে কোন জিনিসের মূল্য সঠিক জায়গায় ঠিকঠাক রয়েছে, কিন্তু সঠিক জায়গা ব্যতীত অন্য জায়গায় কোন মূল্য নেই।
অনু গল্প -২:
একজন বৃদ্ধ মানুষ প্রতিদিন তার অসুস্থ স্ত্রীর জন্য হাসপাতালে আসতেন। একদিন নার্স তাকে জিজ্ঞেস করলো, আপনি কি জানেন উনি আপনাকে চিনতে পারেন না?
বৃদ্ধ বললেন, হয়তো পারেন না, কিন্তু আমি তো তাকে চিনতে পারি।
শিক্ষা: এরকম হাজারো ছেলে মেয়ে রয়েছে, যারা তাদের বাবা কে সামান্য সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করতে চান না। কিন্তু বাবা মা ঠিকই তাদের ছেলে মেয়েদের কে অনেক অনেক বেশি ভালোবাসেন।
অনু গল্প -৩:
একবার এক দরবেশ গ্রামের দরিদ্রদের সাহায্য করতে আসেন। একজন গরীব নারী এক মুষ্টি চাল এনে বললো, আমার আর কিছু নেই। দরবেশ সেই চাল নিয়ে চলে গেলেন।
পরদিন সেই চাল সোনা হয়ে ফিরে এলো।
নারী কাঁদতে কাঁদতে বললো, ইস! যদি আরও দিতাম।
শিক্ষা: আসলে এই ধরনের ছোট ছোট দান গুলো এক সময় আমাদের কে অনেক বড় ধরনের সহযোগিতা করে থাকে। আসলে দান সদকা করলে কখনো আমাদের সম্পদ শেষ হয়ে যায় না। কিন্তু দান করলে সম্পদ বাড়ে।
অনু গল্প -৪:
রিফাত যখন ক্লাস ফাইভে, প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে এক ভিক্ষুক তার পাশে বসে থাকতরিফাত একদিন তাকে একটা পাউরুটি দেয়।বছর পনেরো পর রিফাত সড়ক দুর্ঘটনায় পড়ে রাস্তায় পড়ে ছিল।হঠাৎ সেই ভিক্ষুক, এখন এক বৃদ্ধ, দৌড়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।ছোট একটা ভালোবাসার ঋণ কেউ কোনোদিন ভুলে না।
শিক্ষা: আমরা যা দেই, তা কোনো না কোনোভাবে আমাদের কাছেই ফিরে আসে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1910257300532572397?t=apzD653qkjYp9SBMICKizA&s=19
https://x.com/Riyadx2P/status/1910257014112165998?t=8O_uOj-0d_jvI3l2N3R5fw&s=19