ছোট গল্পঃ শৈশবের দিনগুলোর হারিয়ে যাওয়া সোনালি সময়।

in আমার বাংলা ব্লগ13 days ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

হ্যালো বন্ধুরা....

কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।প্রতি সপ্তাহের মতো আজ একটি ছোট গল্প পোস্ট শেয়ার করব।গল্প লিখতে এবং পড়তে দুইটাই আমি অনেক পছন্দ করি। আশা করি আমার লেখা ছোট গল্প আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।


আজ ১০ ফেব্রুয়ারি রোজ সোমবার ২০২৫ ইং:।

বাংলায় ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ।

kids-6521604_1280.jpg

Source

শৈশব জীবনের সেই নির্ভেজাল নির্মল এক অধ্যায় যা কখনও আর ফিরে আসে না, কিন্তু স্মৃতির পাতায় থেকে যায় চিরসবুজ হয়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছুই পাই, কিন্তু শৈশবের দিনগুলো যেন আমাদের অজান্তেই হারিয়ে যায় সময়ের স্রোতে। আজ যখন জীবন ব্যস্ততার একঘেয়েমি আর দায়িত্বের ভারে জর্জরিত তখন সেই দিনগুলোর কথা মনে পড়লেই মনটা হঠাৎ করে থমকে যায়।শৈশবের দিনগুলো ছিল যেন এক রঙিন ক্যানভাস, যেখানে প্রতিটি মুহূর্ত আঁকা হতো কল্পনা আর উচ্ছ্বাসের রঙে। কোনো চিন্তা ছিল না ছিল না কোনো দায়বদ্ধতা। সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হতো দৌড়ঝাঁপের উৎসব। স্কুলে যেতে ইচ্ছে করত না, কিন্তু বন্ধুরা যেন ছিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তখনকার বন্ধুতা ছিল নিখাদ, কোনো স্বার্থের হিসাব-নিকাশ ছিল না।স্মৃতির গলিতে হারিয়ে যেতে যেতেই মনে পড়ে যায় বিকেলের সেই মাঠের কথা। ক্রিকেট, ফুটবল, বা বউছি,গোল্লাছুট আরো অনেক রকম খেলা সবই ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাদা মাখা শরীর, ধুলোয় ভরা জামা, আর মায়ের বকাঝকা সবকিছুই ছিল আনন্দের অন্যরকম অভিব্যক্তি। কখনও হেরে গিয়ে মন খারাপ হতো, আবার কখনও জিতে গিয়ে আনন্দে আত্মহারা হতাম।সাধারণ জিনিসেই কত সুখ ছিল তখন নতুন রঙের খাতা বা একটা চকচকে পেন্সিল পাওয়াতেই মনে হতো, এটাই জীবনের সেরা উপহার। গরমের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া, নানা-নানী দাদু-দাদীর আদর, পুকুরে ঝাঁপিয়ে সাঁতার কাটা, গাছ থেকে কাঁচা আম পাড়া সবই ছিল এক অমূল্য সম্পদ। এখন সেই দিনগুলোর কথা মনে পড়লে মনে হয়, কত অল্পতেই তখন আনন্দ পেয়ে যেতাম।

সেই পুরোনো বাড়ি, ছোট্ট বারান্দা, উঠোনের গাছ, আর পাড়ার সেই চেনা গলিগুলো যেন আজও ডাকে আমায় "ফিরে এসো" তবে ফেরা আর সম্ভব হয় না। কারণ সময়ের সাথে সাথে শুধু মানুষই নয় বদলে যায় চারপাশের সবকিছু। যেসব জায়গায় আমরা ছোটবেলায় দৌড়াদৌড়ি করতাম, সেসব জায়গা হয়তো এখন ইট পাথরের দালানে ঢাকা। তবুও চোখ বন্ধ করলে সেই চেনা গন্ধ, সেই শব্দগুলো যেন এখনও হৃদয়ের গভীরে বাজে।আজ আমরা বড় হয়েছি, স্বাধীন হয়েছি কিন্তু শৈশবের সেই সরলতা হারিয়ে ফেলেছি। এখনকার জীবনে যতটুকু প্রযুক্তি আর আধুনিকতা এসেছে, ততটুকুই যেন হৃদয়ের গভীরে একাকিত্ব জমে গেছে। সেই দিনগুলোর মতো খালি পায়ে দৌড়ানোর আনন্দ, বৃষ্টিতে ভিজে যাওয়ার সাহস অথবা অকারণে হেসে ওঠার সরলতা এখন খুঁজে পাই না।শৈশবের দিনগুলো কখনও ফিরে আসবে না তবে সেই দিনগুলোর স্মৃতি আমাদের বাঁচিয়ে রাখে। মাঝে মাঝে যখন জীবন কঠিন হয়ে যায়, তখন সেই স্মৃতিগুলো আমাদের এক চিলতে শান্তি দেয়। তাই হয়তো বলা হয় "শৈশবের দিনগুলো হারিয়ে গেলেও, হৃদয়ের কোণে তারা চিরকাল বেঁচে থাকে।"


পোস্টের বিষয়ছোট গল্প
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার ভেতর ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPnXqv8yMxzHNR6nUXKQkvfrP3ovLM9EsUu4UCgXa59s7GHNpnrVMyhKUUPdzi...KSUYpV4x15hWpVmBuiCqQUnihjHZtSQQLu1MKTdmTHAGm2LQqPmYRYZuTohyoRAcBCHeZgTdUfBZP2d4mXF2C6HgKH5SnFeZiAxVzDG9eJJQL7M6CsRCp85E7.webp

Sort:  
 13 days ago 

1738768700537.png

 13 days ago 

সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। হারিয়ে যাওয়া শৈশব কে আমরা সকলেই বোধহয় অনেক বেশি মিস করি। খুব ইচ্ছে করে সেই শৈশবে ফিরে যাই। শৈশবের ওই মধুমাখা সময় গুলো যদি একবার ফিরে আসতো। শৈশবের প্রতিটি মুহূর্ত রঙিন হয়ে আছে জীবনের স্মৃতি পাতায়। কখনোই হয়তো এই মুহূর্তগুলো ভোলা সম্ভব নয়। আপনার পোস্ট পড়তে পড়তে নিজের শৈশবে হারিয়ে গিয়েছিলাম। আপনার সুন্দর একটি পোস্ট পড়ে অনেক ভালো লাগলো আপু।

 13 days ago 

আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 13 days ago 

শৈশবের দিন গুলোর কথা মনে পড়লে মনে হয় আবার যেন শৈশবে হারিয়ে যায়। আসলে শৈশবের মুহূর্ত সত্যি খুব দারুন ছিলো। শৈশবের মুহূর্ত খুবই মধুর ছিলো যা এখনো হৃদয় ছুঁয়ে যায়। শৈশবের সময় গুলো খুবই ভালো ছিলো যা এখন বুঝতে পারছি। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 12 days ago 

আমার লেখা পোস্টটি ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 13 days ago 

শৈশবের দিনগুলো সত্যিই মধুর ছিলো। যখন ছোট ছিলাম, তখন ভাবতাম কবে যে বড় হবো। আর এখন ভাবি শৈশবের দিনগুলোতে যদি ফিরে যেতে পারতাম। আসলে শৈশবের দিনগুলো ছিলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। যাইহোক দারুণ লিখেছেন আপু। আপনার পোস্টটি পড়ে শৈশবের স্মৃতি মনে পড়ে গেলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

আপনার মূল্যবান অভিমত প্রকাশ করে পাশে থেকে উৎসাহিত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 12 days ago 

শৈশবের হারিয়ে যাওয়া দিনগুলি হয়তো আমরা আর ফিরে পাব না ।কিন্তু সেগুলো মনে পড়লে আসলেই অনেক ভালো লাগে ।আমরাও ছোটবেলায় অনেক গোল্লাছুট খেলেছি ।যখন হেরে যেতাম তখন মন খারাপ হতো ।আবার জিতে গেলে ভালো লাগতো ধন্যবাদ আপু পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

 12 days ago 

তোমার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96428.85
ETH 2753.27
SBD 0.65