১ টু ৯৯ +মার্কেটে কেনাকাটা করার মূহুর্ত ২য় বা শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

১ টু ৯৯ +মার্কেটে কেনাকাটা করার মূহুর্ত ২য় বা শেষ পর্ব

1000023637.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি। তবে কিনতে হলে টাকার প্রয়োজন। আসলে ভালো জিনিস সবার অনেক পছন্দ তবে ভালো জিনিস গুলো কিনতে হলে টাকার প্রয়োজন। আসলে আমাদের সবার উচিত টাকার সাথে সম্পর্ক রেখে জিনিস পছন্দ করার। আসলে ঈদের সময় আমরা ৯৯+ মার্কেটে গিয়েছিলাম। আসলে প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো দাম একটু কম কিন্তু তারপরে দেখি অন্য জায়গায় তুলনায় কোন অংশে কম নয়। যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000023637.jpg

প্রথমে আমরা ৯৯+ মার্কেটে গেটের ভিতর দিয়ে চলে গিয়েছিলাম। আসলে ঈদের সময় তাই হয়তো গেটটি একটু বেশি সুন্দর লেগেছিল। যাইহোক আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করলাম।

1000023636.jpg

1000023612.jpg

1000023613.jpg

আমরা আগের পর্বে বাচ্চাদের খেলনা জিনিস গুলো কিনেছিলাম। তবে এই পর্বে আমার সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম। আসলে এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। আর এই জিনিস গুলো মোটামুটি ভালোই। আসলে পছন্দের জিনিস পেলে আর কিছু লাগে না। পছন্দের জিনিস গুলো হলে টাকার দিকে তাকানোর সময় থাকে না। তারপর নিজের জন্য বেশ কিছু জিনিস কিনতে হলো।

1000023619.jpg

1000023618.jpg

1000023620.jpg

এখন বাচ্চারা বড় হয়েছে তাই তাদের খেলনা তেমন কেনা হয় না। তবে তাদের খেলনা দেখলে হুশ থাকে না।তবে অনেক দিন পরে এবার একটা পান্ডা কিনে দিয়েছি।যদি ও পান্ডাটা তেমন বড় নয় তবে দাম নিয়েছে ৩০০ টাকা। কি আর করা মেয়ে কিনবে তাই আর দামের দিকে তাকায়নি।তারপর বাচ্চাদের জন্য আরো কিছু কিনলাম। আসলে এখানের জিনিস গুলো দেখতে অনেক ভালো লেগেছিল। এখন দেখি কতো দিন যায়।

1000023625.jpg

1000023626.jpg

1000023611.jpg

তারপর গিয়েছিলাম নিজের জন্য রুটি বানানোর পিঁড়ি বেলুন কিনতে।আসলে এগুলো তেমন ভালো নয় তবে দেখতে অনেক সুন্দর। যদিও আমার পিঁড়ি বেলুন রয়েছে তারপরেও একটা কিনেছি।আসলে এগুলো মাঝে মাঝে বেশি লাগে। যাইহোক এছাড়া আরো অনেক কিছু কিনেছি। সত্যি জিনিস গুলো দেখতে অনেক ভালো এখন ব্যবহার করতে ভালো হলেই ভালো। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

1000024738.jpg

 4 days ago 

১ টু ৯৯ +মার্কেটে কেনাকাটা করার মূহুর্ত ২য় বা শেষ পর্ব দেখে বেশ ভালো লাগলো। আগের পর্বটিও আমি দেখেছি। মাঝে মাঝে এভাবে কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে। আপনি দেখছি অনেক কিছু কিনেছেন। রুটি বানানোর জন্য বেলুন গুলো দেখছি অনেক সুন্দর লাগছে দেখতে। তবে তেমন একটা ভালো না তারপরও আপনি কিনেছেন যেন ভালো লাগলো। কিছু কিছু জিনিস দেখতে খুবই ভালো লাগে কিন্তু বেশিদিন টেকে না। যাইহোক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 days ago 

জি আপু এগুলো বেশি দিন টেকে না, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93692.40
ETH 1795.98
USDT 1.00
SBD 0.86