ঈদের কেনাকাটা দ্বিতীয় পর্ব

in আমার বাংলা ব্লগ12 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ঈদের কেনাকাটা দ্বিতীয় পর্ব

1000023307.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি ঈদের কেনাকাটা পোস্ট নিয়ে। আসলে সামনে আমাদের ঈদুল ফিতর। আর এই ঈদে সবাই যার যার সমর্থ অনুযায়ী কেনাকাটা করে থাকে।যদিও বর্তমান সব কিছুর দাম অনেক বেশি।তবে আমাদের কিছু করার নেই দাম হলেও কিনতে হবে।তবে ভালো জিনিস সবাই অনেক পছন্দ করে কিন্তু ভালো জিনিস কিনতে হলে টাকার প্রয়োজন। তাই আমাদের সবারই উচিত টাকার সাথে সম্পর্ক রেখে জিনিস পছন্দ করা।সত্যি বলতে কেনাকাটা করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো প্রয়োজনীয় জিনিস মাঝে মাঝে কিনে থাকি।যাইহোক ঈদে বাচ্চাদের জামা কিনেছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করেছি।আজ ও বাচ্চাদের জুতা স্যান্ডেল আর আমার নিজের জন্য জামা কিনেছি সেই পর্ব নিয়ে এসেছি।নিশ্চয় আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000023297.jpg

1000023296.jpg

1000023295.jpg

আসলে কেনাকাটা করতে গেলে আগে বাচ্চাদের জিনিস না কিনলে ওরা অস্হির হয়ে পড়ে।তাই বাচ্চাদের জামা কেনার পরে চলে গিয়েছিলাম নিজের জন্য বাসায় পড়ার জামা কেনার জন্য। আসলে আমি বেশি দামি জামা কাপড় কিনি না। তবে বাচ্চাদের দাম দিয়ে কিনে দেয়। যাইহোক অনেক দিন ধরে নিজের জন্য তেমন জামা কাপড় কেনা হয় না।তারজন্য চেয়েছিলাম কয়েকটি জামা কিনবো।যদিও সামনে ঈদ। আর ঈদের সামনে সব কিছুর দাম বাড়তি।আসলে সামনে ঈদ বলে কথা। যে থ্রি পিস ৭০০ টাকা করে এনেছিলাম সেগুলো ৮০০ টাকার নিচে দেবে না।যদিও আমরা সব সময় পরিচিত দোকান থেকে কিনি।যাইহোক আমরা পরিচিত দেখে আমাদের কাছ থেকে ৭৫০ করে রেখেছে। তারপর আমি তিনটি থ্রি পিস নিয়েছি।আসলে সব সব সময় পড়ার জন্য এই থ্রি পিস গুলো অনেক ভালো।

1000023307.jpg

1000023303.jpg

তারপর অন্য দোকানে আরো কিছু থ্রি পিস দেখলাম। আসলে দাম বাড়লে সব জায়গায় বাড়ে। তারপর আমরা আরে দুটি দোকান থেকে আর দুটি থ্রি পিস কিনলাম।আসলে থ্রি পিস গুলো আমার অনেক ভালো লেগেছে। তবে প্রথম দোকানের থেকে দ্বিতীয় দোকানের দাম একটু কমে পেয়েছি। এরা আবার ৭০০ টাকা করে রেখেছে। যাইহোক থ্রি পিস গুলো আমার অনেক পছন্দ হয়েছে। আসলে সুতি থ্রি পিস গুলো পড়ে অনেক মজা। তাই আমি বেশির ভাগ সময় সুতি থ্রি পিস পড়ি।আর আমার জামা গুলো একটু আগে কিনেছি।আসলে পরে কিনলে আর দর্জি অর্ডার নেবে না। তারপর চলে গিয়েছিলাম বাচ্চাদের জুতা স্যান্ডেল কেনার জন্য।

1000023605.jpg

1000023607.jpg

আসলে আমার বাচ্চাদের জুতা কেনা অনেক মুশকিল। বয়সে ছোট কিন্তু লম্বা হবার জন্য জুতা কিনতে বেশ ঝামেলা হয়।উঁচু স্যান্ডেল তারা পড়তে পারে না তবে স্লিপার গুলো কিনবেনা। সব সময় চায়না স্যান্ডেল গুলো বেশি ব্যবহার করে। তাই ভাবলাম এবার একটু অন্য রকম স্যান্ডেল কিনে দেয়।তবে অনেক সময় ধরে স্যান্ডেল পছন্দ হলেও সাইজ হলো না।এমনিতে অনেক ভীর তারপর অন্য দোকানে চলে গিয়েছি ।

1000023609.jpg

1000023608.jpg

তারপর আর দুই একটা দোকান দেখে দুই জোড়া স্যান্ডেল পছন্দ হলো।তবে সাইজ পেলেও তাদের মনের মতো কালার হয়নি।তবে রোজা রেখে আর ঘোরার সময় ছিল না। তারপর সেই দুই জোড়া স্যান্ডেল ২০০০ টাকা দিয়ে এনেছি।যাইহোক অবশেষে বাচ্চাদের জন্য কিনতে পেরেছি এটাই অনেক। আসলে ভীরের ভিতরে কেনাকাটা করা মুশকিল। আবার আসবো ঈদের অন্য কেনাকাটা নিয়ে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000176.gif

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 days ago 

1000023668.jpg

1000023669.jpg

 11 days ago 

আপনার ঈদের কেনাকাটা পোস্টটি খুবই সুন্দরভাবে লিখেছেন। সত্যি বলতে, ঈদের কেনাকাটা অনেকের জন্য একটি আনন্দের মুহূর্ত, তবে মূল্য বৃদ্ধি কিছুটা চাপের কারণ হতে পারে। তবে বাচ্চাদের জন্য জামা এবং স্যান্ডেল কিনতে যে মনোযোগ দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনার কেনাকাটার অভিজ্ঞতা ও ছবিগুলো খুবই মনোমুগ্ধকর এবং আপনার পছন্দের থ্রি-পিসগুলো দেখে ভালো লাগল ধন্যবাদ আপু।

 11 days ago 

ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 82032.52
ETH 1781.68
USDT 1.00
SBD 0.66