চিয়ার আপ ম্যান,ইটস শব-ই-বরাত (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম আশা করি সবাই কুশল আছেন।বাট আমি খুব একটা ভালো নেই।ভাবছেন,ক্যাপশনে চিয়ার আপ বলে আমি নিজে ভালো নেই, এমন বলছি কেন তাইনা?একটু পরেই সেই উত্তর দিচ্ছি।
ইসলামিক দৃষ্টিকোণ থেকে শব-ই-বরাত নিয়ে কিছু বলতে চাচ্ছিনা।কারণ আমরা প্রত্যেকেই ধর্মীয় অনুভূতির বিষয়ে খুবই সেনসিটিভ।কে কোন কথা কিভাবে নেবেন না নেবেন তার ঠিক ঠিকানা নেই।তাই ধর্মীয় কাহিনী না বলাই শ্রেয়।
রুটি-মাংস কম বেশি আমাদের সবারই পছন্দ।বাট অন্যান্যদিন রুটি মাংস খেয়ে যে ফিলটা পাওয়া যায় সত্য বলতে আজকের দিনে মানে শব-ই- বরাতে রুটি মাংস খেয়ে তার থেকে অন্নেক ভালো আর তৃপ্তিদায়ক একটা ফিল পাওয়া যায়।কথা কন ঠিক কিনা?
১৭-১৯ তারিখ পর্যন্ত কলেজ প্রাইভেট সব বন্ধ।লম্বা একটা ছুটি পেয়েছি। তাই গত পর্শু মেস থেকে বাসায় চলে এসেছি।শুধু আমিই না,আমার এলাকার সব ফ্রেন্ডরাই চলে এসেছে নিজ নিজ বাড়িতে।প্ল্যান আছে বাড়িতে আসা এই তিনদিনের জমানো গল্পগুলো হোম ডে পার্টে লিখবো।দেখি এখন কতদূর কি করা যায়!
আজকের দিনটা খুব ব্যস্ততার ভেতর দিয়ে গেছে।সকাল থেকে ছোটাছুটির উপর ছিলাম।মেস থেকে ভেবে এসেছিলাম গত বছরের মতো এ বছরেও বাড়িতেই রুটি মাংস খাবো।বাট তা হলোনা।সকালে আমার বড় নানি মানে আমার নানির বোন,উনি ফোন করে আমায় তার বাড়িতে যেতে বলেছিলেন।তো সেজন্য ওখানেই আমার রুটি মাংস জুটেছিল আজ💙।
এখন কি বলবো ভেবে পাচ্ছিনা।আমি এমনি দিনেও রুটি খাইলে মিনিমাম ৫ টা খাই।বাট আজকের দিনে আমি জাস্ট ২ টা রুটি খাইছি।কেন জানেন?গতকাল থেকে ভালো মন্দ খেয়ে আল্লাহর রহমতে বিকেল থেকে পেটে ট্রাবল🙂।আর এই হলো এতো খুশির মাঝেও আমার কষ্টে থাকার করুন কাহিনী।
ওখানে যেতে হতো,তাই গিয়েছি।নাহলে আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিলনা।এখনো সুস্থ হইনি।যাচ্ছি আর আসতেছি😑।আগামীকাল মেসে ফিরে যাওয়ার কথা আছে,যাইতে পারবো কিনা আল্লাহ জানেন☹️।
আমার তো এবারের শব-ই-বরাত টা নষ্টই হয়ে গেলো।নামাজও পড়তে পারলাম না।আপনারা কেমন কাটাচ্ছেন বা কাটালেন জানাইয়েন।শুনে মন ভরাবোনি😊।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.18/03/22
আপনার কথা শুনে খুব খারাপ লাগলো, আপনি পবিত্র শবে বরাতের নামাজ ও পড়তে পারেন নাই। আসলে কিছু কিছু ঘটনা আমাদের সাথে ঘটে আমরা নিজেরাই কিছু করতে পারিনা। আপনি আমাদের মাঝে এত সুন্দর ভাবেই আপনার কথাগুলো শেয়ার করলেন দেখে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
আসলেই আপু,কার সাথে কখন কি ঘটবে তা বলা যায়না।গত বছর নামাজে যাওয়ার আগে গোসল করে ৪/৫ জন ফ্রেন্ড মিলে একসাথে নামাজে গিয়েছিলাম আর পুরো রাতটা মসজিদেই ছিলাম।এবারো তেমন ভেবেছিলাম কিন্তু কি থেকে কি হয়ে গেলো😥।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য 💙