ক্রিয়েটিভ রাইটিংঃ-কিছু মানুষ আছে শুধু সুবিধা পেতে চাই অন্যকে সুবিধা টুকু ছেড়ে দিতে চাই না।

in আমার বাংলা ব্লগ3 months ago

শুভ সন্ধ্যা,

আসসালামুয়ালাইকুম প্রিয় কমিউনিটির সম্মানিত আমার বাংলা ব্লগ পরিবারের ভাই ও বোনেরা। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগিংয়ে। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো সময় কাটাচ্ছেন পরিবারের সবাইকে নিয়ে। যেহেতু বছর শেষের দিকে আর মাত্র ৩দিন। হঠাৎ করে বুঝতে পারিনি একটি বছর যে আমাদের জীবন থেকে হারিয়ে গেল। আর বছরের শেষ দিকে সবাই কিন্তু ঘুরাঘুরি নিয়ে খুব ব্যস্ত থাকে। যেহেতু জানুয়ারির ১ তারিখ থেকে আবারও পুরো দমে স্কুলের মধ্যে বই বিতরণ করা হবে। কিছুদিন পরে ক্লাস শুরু হবে আবারো ক্রীড়া প্রতিযোগিতা ক্লাস সবকিছু নিয়ে বেশ ব্যস্ত হয়ে যেতে হবে। তাই সবাই যার যার মতো করে সময় কাটাতে ব্যস্ত এখন। যেহেতু এখন শীত ঋতু এই ঋতুকে আমরা সবাই আমাদের মত করে কাটাতে চেষ্টা করি। বছরে মাত্র একটি বার আমরা শীতকাল পাই মাত্র কয়েক মাস। তাই আমরা আমাদের মনের মত করে শীতকে উপভোগ করতে থাকি।

vecteezy_businessman-standing-and-gesturing-with-a-cardboard-box-on_30583631.jpg
Image Source Location

যাক বন্ধুরা সেদিকে আর যাচ্ছি না যেহেতু দীর্ঘ আলোচনা তাই সেদিকে না গিয়ে মূল টপিক্স এ ফিরে যাই। আপনারা টপিক্স দেখেই বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সাথে কি টপিকস শেয়ার করব। বাস্তবতা বড়ই কঠিন। আসলে ছোট থাকতে বোঝা যায় না জীবন যে এত কঠিন হবে। যখন আমরা আস্তে আস্তে বড় হতে থাকি তখন পুরো পৃথিবীটা যেন কঠিন হয়ে আসে। সেটা শুধু কি আমার পর্যায়ে নাকি সবার ক্ষেত্রে তা জানি না। একটি মানুষ যখন বড় হয়েনিজের কাঁধের উপর দায়িত্ব নিতে থাকেন তখন বোঝা যায় আসলেই চারপাশের মানুষগুলো কত কঠিন কত জটিলতায় মানুষকে ফেলতে পারে। সবচেয়ে বেশি খারাপ লাগে যখন জানেন যখন আপনজন মানুষগুলো নিজের স্বার্থকে কোন না কোন কাজের মধ্যে খুব বেশি প্রকাশ করে।

আমাদের আশে পাশের এমন কিছু মানুষ আছেন তারা শুধু সুবিধা পেতে চাই। তারা এত স্বার্থপর নিজের স্বার্থ আদায় করতে চাই বিভিন্নভাবে। কিন্তু যখন তাদের গায়ের উপর পড়বেন তখন বোঝা যায় তারা এক কিঞ্চিত পরিমাণও সুবিধা ব্যয় করতে চায় না। তারা নিজেরা সুবিধা ভোগ করতে চাই অন্যজনকে সুবিধা দিতে চায় না। তারা সব সময় তাদের বিচার বিবেচনায় রাখবেন যে আপনি তাদের জন্য কি করছেন আপনি তাদের সন্তানদের জন্য কি করছেন। কিন্তু তারা দিনশেষে হিসাব করে না যে তারা যে আমাদের কাছ থেকে কোন কিছু আদায় করে সেগুলোর জন্য তারা কি করে। কারণ ভালো মন্দ সবার জীবনে থাকে। সুখ দুঃখ সবার জীবনে থাকে। তাই কিছু কিছু মানুষ এমন কিছু মনোভাব পোষণ করেন তাদের প্রতি আসলে ঘৃণা জন্মে যায়।

সত্যি কথা বলতে যখন আপনি কোন মানুষের জন্য সারাজীবন করে যাবেন। বিপদ-আপদে আপনি তাদের পাশে দাঁড়াবেন। কোন সুবিধা অসুবিধাতে আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কিন্তু আপনার ক্ষেত্রে যখন কিপটামি দেখায় তখন খুব মারাত্মক দেখাই। পরবর্তীতে মনটা একদম কঠিন হয়ে যায়। কঠিন হয়ে যায় মানে তাদের ক্ষেত্রে লেনদেনটুকু বন্ধ করে দিতে ইচ্ছে করে। কিন্তু এমন কিছু মানুষ আছেন আর তারা যেমন সম্পর্কের হোক আত্মার কিংবা রক্তের সম্পর্কের হউক তাদের সাথে এমন কিছু সম্পর্কে জড়িয়ে থাকি আমরা আসলে তাদের থেকে দূরে থাকা খুবই কঠিন হয়। দেখবেন যে সারা জীবন তাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে চলাফেরা হচ্ছে। কিন্তু মনের মধ্যে সেই আঘাতটুকু থেকে যায়।

তারা এমন ভাব দেখায় যে হয়তো তারাও আপনার জন্য অনেক কিছু করতে পারবে। তারা ভাবে যে তারাও আপনার জন্য অনেক কিছু করেছে। কিন্তু যখন সরাসরি মাঠ পর্যায়ে যাবেন সরাসরি প্র্যাকটিক্যালি বিষয়গুলো বুঝতে পারবেন তখনি ষোল আনার মধ্যে আপনাকে চার আনারও সম্মান করে না কিংবা সুবিধা দেয় না। ধরুন এক সাথে চলতে গেলে কোন বন্ধুর জন্য যদি আপনি প্রতিনিয়ত খরচ করতে থাকেন। কিন্তু আপনার সেই বন্ধুর বেলায় যখন আসে সে যদি কিঞ্চিত পরিমাণও খরচ করতে চাই না এমন মনোভাব পোষণ করে তাহলে সেই ক্ষেত্রে আপনার কেমনটা লাগবে বলেন। ধরুণ আপনার বাসায় একজন মেহমান আসলো তাকে আপনি খুব সেবা যত্ন করলেন।

সেই আপনার কাছে আত্মীয় হোক কিংবা দূরে আত্মীয় হোক। আসলে প্রতিনিয়ত সেবা যত্ন করেন এবং আসলে ভালো মন্দ খাওয়ান। তাদের সন্তানদেরকে আপনি ভালো মন্দ দেখাশোনা করার চেষ্টা করেন তাদের খুশি করেন। যখন আপনি তাদের বাসায় যাবেন তখন যদি সেই ভাবে আপনাকে মূল্যায়ন না করে তাহলে আপনার কেমন লাগবে বলেন। তখন মনে আসবে যে আপনার প্রতি যেরকম আচরণ দেখিয়েছেন হয়তো পরবর্তীতে একই আচরণ আপনিও এপ্লাই করবেন। সত্যিই যেমনটা আসলে চিন্তা করা হই এমনটা হয় না। কারণ মানুষের মন বলে কথা। সব মানুষের অন্তর এক রকম হয় না। পরবর্তীতে দেখবেন আপনি আবারো ভুলে গেছেন আবারো সেই একই মানুষকে আপনি সেবা যত্ন করে যাচ্ছে।

এই ধরনের রুক্ষ আচরণ মানুষের কারণে কিছু পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। আপনি যতই সুন্দর সম্পর্ক রাখবেন যত সুন্দর মনোভাব দেখাবেন না কেন সেটা কখনো এক পক্ষের কারণে সম্ভব হয় না। কারণ সম্পর্কে যত্ন শুধু আপনি করবেন অন্যজন করবে না তা কি করে হয়। উভয়ের ক্ষেত্রে এসে সম্পর্কের মূল্য টুকু বুঝতে হয়। আপনি যদি দশ আনা খরচ করে ১০০ আনা খরচ করছেন এমন ভাব দেখান তাহলে তো আর হবে না। কারণ আপনার মন মানসিকতা বলে দেই আপনি কোন ধরনের মানুষ। এই ধরনের বেশ কিছু অভিজ্ঞতা হলো বেশ খারাপ লাগলো আমার নিজের কাছে। তাই বন্ধুরা বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম।

আসলে সবার মন মানসিকতা কখনো এক হতে পারে না। মানুষের মধ্যে ১৯/২০ থাকতে পারে। তাই বলে যে আপনি যেভাবে আপনার মনোভাব প্রকাশ করতেছেন সেটা আপনার জন্য কখনো সফল হতে পারেনা ভবিষ্যৎ জীবনে। কারণ সেই তিক্ত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ একদিন না একদিন সেই মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। সেটা আপনাকে মনে রাখতে হবে। কারণ মানুষের মন বলে কথা। মন সবসময় একই অবস্থায় থাকে না মন পরিবর্তন হয়ে যায়। আশা করি বন্ধুরা আজকের লেখা গুলো পড়ে আপনাদের সবার কাছে ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সময় দিয়ে আমার আজকের লেখাগুলো পড়ার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিক্রিয়েটিভ রাইটিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Banner_PUSS1.png

Sort:  
 3 months ago 

আমার আজকের টাস্কঃ-

GridArt_20241228_204203942.jpg

 3 months ago (edited)

এমন মানুষ আমাদের সমাজে অনেক আছে। যারা শুধু সুবিধা পেতে চাই অন্যকে সুবিধা ছেড়ে দিতে চাই না। নিজের জন্য সব বুঝে আর অন্যের জন্য কিছু বুঝে না। এমন মানুষকে আমি বলি স্বার্থের পাগল। বেশ সুন্দর বিষয় উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে আপু।

 3 months ago 

আপনি একদম ঠিক বলছেন ভাইয়া আমাদের সমাজে এরকম স্বার্থপর মানুষের কোন অভাব নেই।

 3 months ago 
 3 months ago 

খুব সুন্দর পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে এখনকার সমাজে এরকম মানুষের সংখ্যা অনেক বেশি৷ কারণ তারা শুধুমাত্র স্বার্থ রক্ষা করে৷ অন্যকে কোন কিছুই তারা ছেড়ে দেয় না৷ তারা শুধুমাত্র নিজের সুবিধাটুকু ভোগ করে চলে যায়৷ অন্যের জন্য কোন সুবিধা রেখে যেতে চায় না৷ কোন অসুবিধা তৈরি করার জায়গাও তৈরি করে না৷ ঠিক সেরকমই আপনি আজকে আপনার এই পোস্ট এর মাধ্যমে সবকিছু খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ ধন্যবাদ আপনাকে৷

 3 months ago 

আমাদের সমাজে ভালো মানুষের তুলনায় কৃপণ মানুষের সংখ্যা অনেক বেশি।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 77278.69
ETH 1482.03
USDT 1.00
SBD 0.66