আমার পরিচয় অভিব্যক্তি

ধন্যবাদ জানাই সৃষ্টি কর্তার জিনি আমাকে ৪৭বৎসর পর্যন্ত দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিয়েছে।
আমার বাল্যকাল থেকেই লেখা-লিখির অদম্য উচ্ছাস ছিল কিন্তু খুব ছোট বেলয় বাবা মৃত্যু বরণ করেন মাকে নিয়ে সংসার চালাইতে হয়। আমার বয়স যখন ১২ তখন বাবাকে হারিয়ে তার ব্যবসায় বসি আমি। এভাবেই মা ও মামার সাহায্যে পড়াশোনা চালিয়ে যাই। আমার বয়স যখন ২৬ তখন মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে একটি দোকান দেই কিন্তু ভাগ্য পরিক্রমায় ৪বসর ব্যবসা করার পরে একটি ফ্যাক্টরিতে চাকরি পাই এখানে কিছুদিন (১৪বছর) চাকরি করার পরে এখন অবকাশ যাপন করতেছি। আমার ১জন ছেলে ও ২জন মেয়ে। ছেলে এখন ব্যবসায় মনোযোগী ও পরাশুনা করতেছে চট্টগ্রাম কলেজ-এ অনার্স ৩য় বর্ষে।

আহম্মেদ রাজু

Sort:  
Loading...
 4 years ago 

পরিচয় পর্বে নিজের ছবি আবশ্যক। এছাড়া আরো ডিটেলস এ লিখতে হবে, যেমন- নিজের পুরো নাম, ঠিকানা ইত্যাদি।

ধন্যবাদ ভাই। বুঝিয়ে দেওয়ার জন্য

সুন্দর লিখেছেন। আপনার পরিচয়ের সঙ্গে ছবি আবশ্যক। স্বাগত আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.032
BTC 84985.32
ETH 2235.00
USDT 1.00
SBD 0.68