ছেলে মানে কী?
ছেলে মানে
নিজেকে জলাঞ্জলি দিয়ে
সবাইকে খুশি করা।
ছেলে মানে
অনেক কষ্টের মাঝেও সুখ খুঁজে নেওয়া।
ছেলে মানে
বাবার পরে বাবার মতো করে,
পরিবারের দায়িত্ব নেওয়া।
ছেলে মানে
নিজের চাওয়া পাওয়া গুলোকে চাপা দিয়ে,
প্রিয়জনদের চাওয়া পাওয়া গুলো পূরণ করা।
ছেলে মানে
যাকে খুব ছোট্ট বয়স থেকেই
নিজের ভবিষ্য নিয়ে ভাবতে হয়।
ছেলে মানে
পুরনো একটি টিশার্ট পরে
জীবনের অনেকটা সময় পার করে দেওয়া।
ছেলে মানে
হাজার কষ্ট বুকে চেপে রেখেও
নিজের পরিবার কে নিয়ে ভাবা।
বেশ কয়েকটি কথা তুলে ধরেছেন।সবগুলো বাস্তব কথা।অনেক ধন্যবাদ আপনাকে।শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনার মূল বিষয়টি ভালোই। তবে আরো অনেক কিছুই লেখা যেতো। চেষ্টা করুন, আরো ভালোভাবে নিজের ভাবনা লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার।
এইটা একদম বাস্তব কথা অনেকে বাস্তবমুখী কথা তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল