ছেলে মানে কী?

Screenshot_2019-02-12-14-35-58-37.jpg

ছেলে মানে

নিজেকে জলাঞ্জলি দিয়ে
সবাইকে খুশি করা।

ছেলে মানে

অনেক কষ্টের মাঝেও সুখ খুঁজে নেওয়া।

ছেলে মানে

বাবার পরে বাবার মতো করে,
পরিবারের দায়িত্ব নেওয়া।

ছেলে মানে

নিজের চাওয়া পাওয়া গুলোকে চাপা দিয়ে,
প্রিয়জনদের চাওয়া পাওয়া গুলো পূরণ করা।

ছেলে মানে

যাকে খুব ছোট্ট বয়স থেকেই
নিজের ভবিষ্য নিয়ে ভাবতে হয়।

ছেলে মানে

পুরনো একটি টিশার্ট পরে
জীবনের অনেকটা সময় পার করে দেওয়া।

ছেলে মানে

হাজার কষ্ট বুকে চেপে রেখেও
নিজের পরিবার কে নিয়ে ভাবা।

@princemilon

Sort:  

বেশ কয়েকটি কথা তুলে ধরেছেন।সবগুলো বাস্তব কথা।অনেক ধন্যবাদ আপনাকে।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার মূল বিষয়টি ভালোই। তবে আরো অনেক কিছুই লেখা যেতো। চেষ্টা করুন, আরো ভালোভাবে নিজের ভাবনা লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার।

 3 years ago 

এইটা একদম বাস্তব কথা অনেকে বাস্তবমুখী কথা তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 86702.46
ETH 2164.83
USDT 1.00
SBD 0.63