আমার আজকের পোস্ট || একটি আহত শালিক কে শুশ্রূষা করার কাহিনীঃ
আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
![]() |
---|
চিত্রঃ ১
চলুন তাহলে শুরু করা যাক আজকের পোস্টটিঃ |
---|
বন্ধুরা আজ সকালে আমি বাজার থেকে ফিরে এসে দেখি আমার খাটের নিচ থেকে একটি শালিক পাখনা টেনে টেনে বের হচ্ছে, আমি বুঝতে পারলাম পাখিটি অসুস্থ আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। ভাবছিলাম এমনি হয়তো খাটের নিচে ডুকছে আবার বের হয়ে যাচ্ছে।
পরে মা বলল আমাদের বিড়ালের সাথে আরেকটা বিড়াল মিলে শালিকটিকে বাহির থেকে ধরে এনে খাটের নিচে বসে কামড়িয়েছে। তখন শালিক টির জন্য আমার খুব মায়া হল, আমি শালিকটিকে ধরলাম, ধরে দেখলাম শালিক টির একটি পাখা বুকের নিচের কিছু অংশ বিড়াল কামড়িয়ে মাংস ছিঁড়ে ফেলেছে।
![]() |
---|
চিত্রঃ ২
তাৎক্ষণিক আমি বিড়ালটিকে হাতে নিয়ে মাকে ডাক দিলাম, মাকে বললাম যে পাখিটি অনেক আহত হয়েছে, কতটুকু হলুদ এবং চুন মিলিয়ে পাখিটির আহত জায়গায় লাগিয়ে দেই, কারণ চুন এবং হলুদের মিশ্রিত উপাদান নাকি পশু পাখির কাটা ছেঁড়া স্থানে লাগিয়ে দিলে ব্যথা উপশম হয়। আমার কথামতো মা হলুদ এবং চুনের নিশ্চিত কিছু অংশ পাখিটি আঘাত প্রাপ্ত স্থানে লাগিয়ে দিলেন এবং আমি পাখিটিকে ধরে রাখলাম।
প্রথমে পাখিটি আমার হাত কামড়ে দিচ্ছিল কিন্তু যখন ধরে হাতের উপর বসালাম তখন পাখিটি আমাকে আর কিছু বলেনি। এভাবে আহত পাখিটিকে সশ্রূষা করে আমি পাখিটিকে আমার বাথরুমের চালের উপর ছেড়ে দিলাম এবং সাথে কিছু খাবার চালের উপর ছড়িয়ে দিলাম, কিন্তু পাখিটি খাবার না খেয়ে সাথে সাথে চালের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেল। এরপর কিছুক্ষণ আমি শালিকটিকে নিচেই দেখলাম কিন্তু পরবর্তীতে গিয়ে আর দেখতে পেলাম না।
![]() |
---|
চিত্রঃ ৩
বন্ধুরা এই ছিল আমার একটি আহত শালিক কে শুশ্রূষা করার কাহিনী। আশা করি আমার পোস্টটি পড়ে সবার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের অতি মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।
পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ |
---|
ডিভাইস | Techo provoir 4 |
---|---|
ক্যামেরা | 13MQUAD |
ক্যামেরায় | @azizulmiah |
লোকেশন | মাদারীপুর |

একটি আহত পাখির পরিচর্যা করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। হলুদ এবং চুন দেওয়ার কারণে হয়তো আহত জায়গায় ব্যথাটা কমেছে। তাইতো পাখিটা চলে গেছে। আপনার মত আমাদের সবারই পশু পাখির প্রতি যত্নশীল হওয়া উচিত ভালো লাগল ভাইয়া আপনার পোস্ট পড়ে।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।