জীবন মানে শুধু আনন্দ নয়,দুঃখও এর একটি অংশ।

জীবন মানে শুধু আনন্দ নয়, দুঃখও এর একটি অংশ।

1000000739.jpg
ছবির উৎস

অপু ছোটবেলা থেকে হাসি খুশি ছেলে। তার জীবনের প্রতিটি দিনই যেন আনন্দ ভরা। কিন্তু হঠাৎ করেই তার জীবনে এক গভীর দুঃখ নেমে আসে, যখন তার বাবা একটি দুর্ঘটনায় মারা যান। তার মায়ের উপর ভর করে সব দায়িত্ব। অপু মায়ের কষ্ট দেখে নিজেও হতাশ হয়ে পড়ে। তার দুঃখের পাহাড় যেন দিন দিন বড় হয়ে উঠছে।

একদিন স্কুল থেকে ফেরার পথে অপু রাস্তার পাশে বসে থাকা একজন বৃদ্ধের সাথে কথা বলতে শুরু করে। বৃদ্ধ লোকটি খুবই প্রজ্ঞাবান, তার কথায় যেন জীবনের অনেক গভীরতা লুকিয়ে আছে। অপু তার দুঃখের কথা শেয়ার করে, কিভাবে তার বাবা চলে যাওয়ার পর থেকে সব কিছু বদলে গেছে।

বৃদ্ধ লোকটি মুচকি হেসে বলে, জীবন মানে শুধু আনন্দ নয়, দুঃখও এর একটি অংশ। দুঃখ কষ্টকে মুছে ফেলতে হলে প্রথমে আমাদের মেনে নিতে হবে যে তা জীবনের একটি অংশ। তারপর ধীরে ধীরে আমরা সেই কষ্টকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারি।

অপু বৃদ্ধ লোকটা কথা শুনে মন থেকে ভাবতে শুরু করে। সে বুঝতে পারল, দুঃখকে মেনে নেওয়ার মাধ্যমে আসলে তার মন অনেক হালকা হয়ে গেছে। সে প্রতিদিন মায়ের সাথে সময় কাটায়, তাকে সাহায্য করে। তার বাবার স্মৃতি গুলোকে শক্তি হিসেবে গ্রহণ করে।

দিনের পর দিন অপু নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করে। দুঃখ কষ্ট তার জীবনে ছিল, আছে, থাকবে, কিন্তু সেগুলোকে কিভাবে মোকাবেলা করতে হয়, তা সে শিখে ফেলে।

এইভাবে অপু তার জীবনের দুঃখ কষ্টকে মুছে ফেলে না, বরং সেগুলোকে মনে নিয়ে নতুন ভাবে জীবন শুরু করে। দুঃখ কষ্টকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার মধ্যে দিয়েই সে আবার খুঁজে পায় জীবনের আসল সুখ।

বিশেষ দ্রষ্টব্য : অপুর জীবনের মতোও আমাদের জীবনে দুঃখ,কষ্ট আসবে। তাই দুঃখ,কষ্ট পেলে ভেঙ্গে না পড়ে, দুঃখ, কষ্টকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যাওয়াটাই জীবনের আসল সুখ।

আজকের মতো এখানেই বিদায়, আবার অন্য কোন দিন দেখা হবে, নতুন একটি গল্প নিয়ে, আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.030
BTC 79061.53
ETH 1546.19
USDT 1.00
SBD 0.66