জেনারেল রাইটিং : না পাওয়ার বেদনা
আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।
পৃথিবীটা বড়ই স্বার্থপর। তারপরেও সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা যেন সবসময় তার সন্তুষ্টি অর্জন করতে পারি। পৃথিবীতে সৃষ্টিকর্তা যেমন মনের ভেতরে আকাঙ্ক্ষা দিয়েছে আবার সেই আকাঙ্ক্ষা পূরণ না হলে মনের ভেতরে এক পাহাড় সমান কষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করে দিয়েছেন। তবে শত কিছু উপেক্ষা করেও আমাদেরকে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন এবং পৃথিবীতে টিকে থাকতে হবে এবং বেঁচে থাকতে হবে।
পৃথিবীতে সব থেকে বড় কষ্ট হচ্ছে কিছু না পাওয়ার আকাঙ্ক্ষা। তবে সেই আকাঙ্ক্ষা যদি আরো বেশি হয় তবে মনের ভেতরটা যেন পুড়ে ছারখার হয়ে যায়।
খুব ছোট থাকতেই তাকে আমি অনেক বেশি ভালোবাসি। তাছাড়াও পারিবারিক সমস্যার কারণে তাদের পরিবার যখন আলাদা হয়েছিল তখন সে এতিমের মত আচরণ করতো সবার সাথে। তার মুখের দিকে তাকিয়ে থাকলেই যেন পৃথিবীর সব মায়া তার মুখের ভেতরে লুকিয়ে থাকত।
সরল ও মায়াবী মুখ দেখে ভালোবেসে ছিলাম তাকে। সারা জীবন শুধু সৃষ্টিকর্তার কাছে একটি চাওয়া ছিল তাকে যেন কখনো না হারিয়ে ফেলি। যদিও সে আমার বয়সে ছোট তবে তার পরেও তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার।
যা কিছু করতাম সবকিছুই তাকে উদ্দেশ্য করে। তার ভালো থাকার এবং মন্দ থাকার দায়িত্ব নেওয়ার খুব শখ ছিল জীবনে। সেও কিন্তু আমাকে ছাড়া অন্য কিছু বুঝতেই চাইত না। সবকিছুতেই আমাকে খুঁজতো এবং আমাকে পেলেই যেন তার মনের সব আনন্দ।
সেও ধীরে ধীরে বড় হচ্ছে পাশাপাশি আমিও। তবে মনের ভেতরে এই এক বুক আশা ছিল তাকে একদিন পাবো এবং সে আমাকে আপন করে নেবে।
পরিবারেরও ইচ্ছা ছিল তাকে পুত্রবধূর এবং তার পরিবারের ইচ্ছা ছিল আমাকে পরিবারের একজন সদস্য করে নেওয়া। তবে হঠাৎ করেই কোথায় থেকে যেন টর্নেডো এসে সবকিছু গুলিয়ে দিয়েছে।
ভালো পরিবার। ছেলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। ছেলের ফ্ল্যাট বাড়ি। ছেলে দেখতে সুদর্শন।
তাই এখন তার পরিবার আমাকে ভুলে গিয়েছে। শুধুমাত্র অর্থের লোভ মানুষকে আরো কঠোর ও শক্ত করে ফেলতে পারে। শুধুমাত্র কিছু কাগজের নোট আমাদের ভালোবাসার কাছে হেরে যায়। পৃথিবীতে আমার মত আরও অনেক মানুষ রয়েছে যাদের ভালোবাসা প্রতিনিয়ত টাকার কাছে বিক্রি হয়ে যায়। তবে এতদিনের স্বপ্ন অন্তর থেকে ভালোবাসা কোথায় গেল??
আসলে এই পৃথিবীতে ভালোবাসার কোন মূল্য নাই। মনে রয়েছে শুধু কাগজের দুইটা নোটের। যার কাছে যত বেশি কাগজের নোট এই পৃথিবীতে সে তত বেশি সুখেও সম্মানিত ব্যক্তি।
হয়তোবা এক বুক জ্বালা নিয়ে এবং তাকে না পাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। কারণ একজনকে না পেলে অন্যজন কখনোই মারা যায় না। তবে এই পৃথিবীর শূন্যতা কিভাবে দূর করব তা বুঝতে পারছি না।
VOTE @bangla.witness as witness

OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার
। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
https://x.com/steemforfuture/status/1812364636081291349?t=UtXgoZJTrt5zBU_fh4lyZA&s=19
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.
Already revoke it. Remove your comment please 😭
আসলে পৃথিবী সার্থপর নয় ভাইয়া পৃথিবীর মানুষ গুলো সার্থপর। যেমন করে পৃথিবীর মানুষ গুলো আপনাদের ছোট বেলার ভালোবাসাকে কাগজের টাকার কাছে বিক্রি করে দিলো।আসলেই কাগজের টাকার কাছে সব কিছুই তুচ্ছ। ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
পৃথিবীর মানুষগুলো সবাই মনে হয় একই রকম। সবাই স্বার্থপর আপু। তবে এটা ঠিক বলেছেন, শুধুমাত্র টাকার কাছে পৃথিবীর সবকিছুই তুচ্ছ।
আসলে যেটাকে আমরা অনেক বেশি ভালোবাসি, অথবা যাকে আমরা অনেক ভালোবাসি, তাকে না পেলে সেই কষ্টটা সত্যি অনেক বেশি হয়ে থাকে। পৃথিবীতে স্বার্থপর মানুষের অভাব নেই এখন। এখন মানুষের কাছে যেন ভালোবাসার থেকে টাকা পয়সাই সবকিছু হয়ে গিয়েছে। আপনার লেখাটা পড়ে সত্যি আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। পৃথিবীর মানুষগুলো একেবারেই স্বার্থপর। আপনি পুরো লেখাটা সুন্দর ভাবে লিখেছেন যেটা অনেক বেশি খারাপ লেগেছে।
ঠিক বলেছেন আপু। সাধ্যের বাহিরে গিয়েও মানুষ সুখ খোঁজে। তবে যে যেখানে সুখ খুঁজে পাই সে সেখানেই সুখে থাকুক আমিও এটাই কামনা করি।
আসলে আমাদের এই পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর। মুহূর্তের মধ্যেই তারা একেবারে পল্টে যায়। তারা নিজেদের স্বার্থটাই বেশি বুঝে। আপনার লেখা পোস্টটা পড়ে আমার কাছে তো অনেক খারাপ লেগেছিল। আগে থেকেই এত কিছু ঠিক ছিল, কিন্তু শেষে এরকম কিছু হয়েছে শুনে অনেক খারাপ লেগেছে। আসলে এরকম বিষয়গুলো অনেক বেশি দেখা গিয়ে থাকে বর্তমানে। এখন ভালোবাসার মূল্যটা মানুষ দিতে পারে না। টাকা পয়সাই মানুষের কাছে সব থেকে বেশি হয়। অনেক সুন্দর করে লিখেছেন পুরো লেখাটা।
আপনাদের সমবেদনা আমাকে আরো বেশি শক্ত করতে এবং শক্ত হতে সাহায্য করে। সত্যি ভাই নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে।