স্টিমিট সম্পর্কে কিছু অসহনীয় গল্প যেগুলো প্রত্যেকেরই পড়া উচিত
শুভ সকাল
সুন্দর হোক সবার প্রতিটি দিন প্রত্যাশা এবং শুভকামনা শুনিয়ে শুরু করছি আমার আজকের কিছু অসহনীয় গল্প।
স্টিমিট
বিশ্বের নাম্বার ওয়ান block-cen দ্বারা পরিচালিত প্লাটফর্ম হল স্টিমিট। আমি স্টিমিট এ 2017 সালের জুলাই মাস থেকে শ্রম দিয়ে আসছি। বিশেষ করে পারিবারিক এবং অর্থনৈতিক সমস্যা দূরীকরণে আমি ইস্টিমিটিল যোগদান করেছিলাম। স্টিমিট আমার কাছে স্বপ্নের একটি রাজ্যের মত।কেননা এখান থেকে আমি আমার জীবনের স্বপ্নগুলো পূরণ করতে চাই।
স্টিমিট এ আমার প্রথম আগমন এবং স্বপ্ন
আমি 2017 সালের জুলাই মাসের প্রথম একটি একাউন্ট খুলেছিলাম যেটির নাম ছিল @bestrakibul2 . আমার একাউন্টের রিপোর্ট অন ছিল 48। এবং আমার অনেকগুলো ফ্যান ফলোয়ার্স ছিল। বিশেষ করে এই একাউন্টে ছিল একটি শক্তিশালী একাউন্ট।এই শক্তিশালী অ্যাকাউন্ট থেকে আমি প্রতিনিয়ত প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতাম এবং আমার সমস্যার সমাধান গুলো নিরসনের চেষ্টা করে যেতাম প্রতিনিয়ত।
কিন্তু ভাগ্যের নিয়তির খেলায় সামান্য একটি ভুল করার কারণে এই স্টিমিট প্লাটফর্ম থেকে আমাকে বহিষ্কার করা হয়েছিল। কেননা আমি নেট থেকে একটি ছবি পোস্ট করেছিলাম এবং যার উৎস হিসেবে আমার নিজের কন্ঠে সিলেক্ট করেছিলাম। সেজন্য আমাকে ইস্টিমেট থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু কিছুই করার ছিলনা।অনেক দিনের স্বপ্ন গুলো যখন আমার শেষ হয়ে গিয়েছিল আমি তখন স্টিমিট এ কাজ করা বন্ধ করে দিই।
যখন পুনরায় আমার স্বপ্ন পূরণের চেষ্টা শুরু করি দ্বিতীয় নম্বরে আমি আবার প্রায় তিন বছর পর আগস্ট মাসে @screenshot-boost এর যাত্রা শুরু করি। এই যাত্রায় আমি বেশ কিছু দিন টিকে ছিলাম..
কিন্তু বেশ কিছুদিন পর আমার একটু সমস্যা দেখা দিয়েছিল।#newcomers কমিউনিটির এচিভমেন্ট ওয়ান পূরণ করা থেকে আমি বিরত ছিলাম।এবং অনুব্রত পোস্ট করার কারণে এবং সেই কমিউনিটির নির্দেশনা না মানার কারণে আমার একাউন্টটি সেখান থেকে mute করে দেওয়া হয়েছিল,।
কিন্তু কি আর করার। হাল ছেড়ে দিলে তো আর চলবে না। কেননা আমার সবগুলো স্বপ্ন এই steemit কে নিয়ে।সুতরাং আমি পুনরায় যাত্রা শুরু করার জন্য প্রায় দেড় মাস আগে আরো একটি একাউন্ট খুলেছিলাম।
আর আমার এই একাউন্টটি নাম ছিল @steem-for-future যেটি আমার এখনো ব্যাবহার করা একাউন্ট। তবে এবার আর কোনো ছাড় নয়। প্রত্যেকটি কমিউনিটির রুলস অনুযায়ী আমি পোস্ট করে যাচ্ছিলাম প্রতিনিয়ত। এবং @newcomers community থেকে আমি চারটি অ্যাচিভমেন্ট প্রোগ্রাম শেষ করেছি। বেশ ভালই যাচ্ছিল আমার দিনকাল
কেননা এবার আর কোনভাবেই প্রতারিত হওয়া যাবে না এবং কোন প্রকার সূর্য বিধি পোস্ট করা যাবে না। সুতরাং 100% ইউনিক পোস্ট করার চেষ্টা করে যাচ্ছিলাম প্রতিনিয়ত।এক্ষেত্রে প্রায়ই 49 দিনের মাথায় আমার একাউন্টে ঘটে অন্য একটি সমস্যা
@beautyofcreativity তে প্রচুর পরিমাণে সাপোর্ট পেয়েছিলাম আমি।সুতরাং আমার আগের অ্যাকাউন্ট থেকে আমি প্রতিনিয়ত একটি করে পোস্ট করে যাই এই কমিউনিটিতে। এবং
আমারবাংলাব্লগ
কমিউনিটি যেহেতু শুধুমাত্র বাংলায় লেখালেখি হয় সুতরাং আমার এই দুইটি অ্যাকাউন্ট থেকে প্রতিনিয়ত পোস্ট করে রাখছিলাম। কিন্তু ভুলবশত আমি ধরা খেয়ে গিয়েছিলাম কমিউনিটির কাছে। বিশেষ করে
আমার বাংলা ব্লগ
কমিউনিটি থেকে আমাকে কোন প্রকার ওয়ার্নিং দেওয়া হয়েছিল না। যদিও আমি বড় একটি সূর্য বৃদ্ধি করে ফেলেছি সে কারণে আমি ক্ষমাপ্রার্থী। আমি ইতিপূর্বে আমার বাংলা ব্লগের এডমিন এবং অন্যান্য পুরাতনদের প্রথমত একটি ক্ষমা প্রার্থী মূলক পোস্ট করেছি। যেটির লিংক নিচে দেওয়া হল
https://steemit.com/hive-129948/@steem-for-future/w3cwc
আমি ইতিপূর্বে আমার বাংলা ব্লগ এর সকল মডেরেটর এবং এডিটর কাছে ক্ষমাপ্রার্থী।আমি আশা করছি খুব শীঘ্রই আমার একাউন্টটি আপনাদের ব্লাকলিস্ট থেকে উদ্ধার পাবে এবং আমি পুনরায় আগের মত আমার বাংলা ব্লগে পোস্ট করতে পারব।
সুতরাং সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমার মত কেউ ভুল করেও দুইটা একাউন্টে ব্যবহার করবেন না।এবং সব কিছুর জন্য আমার বাংলা ব্লগ এবং স্টিমিট প্ল্যাটফর্ম এর কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত।
এক্ষেত্রে আমার এই অসহনীয় গল্পটি পড়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি @rme @amarbanglablog @photoman @rex-sumon @hafizullah @moh.arif @royalmacro @blacks @curators এবং অন্যান্য মডারেটরদের।
এবং এই পোস্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই
@amarbanglablog কমিউনিটির সকল মেম্বার এবং মডারেটরদের কাছে আমার এই নিবেদন আমার একাউন্টটি আপনাদের ব্ল্যাক লিস্ট থেকে মুক্ত করা হোক এবং আমাকে পুনরায় এই কমিটির একজন সদস্য করে গ্রহণ করে নেওয়া হোক।
আশা করছি সবাই আমার দুঃখটা বুঝতে পারবেন এবং আমাকে কমিউনিটি সাথে নিয়ে আপনাদের সাথে একসাথে কাজ করার প্রতিশ্রুতি বদ্ধ করবেন
এবং আমিও কঠোর বদ্ধ যে পরবর্তীকালে কোন প্রকার সূর্য বৃদ্ধি করব না এবং কোনো ধরনের স্ক্যামিং থেকে বিরত থাকব।।।।
সবার সুস্বাস্থ্য এবং সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সুন্দর হোক সবার আগামীদিনের অগ্রযাত্রা। শুভকামনা রইল সবার জন্য।
![]() | ![]() |
---|---|
আমি | মোহাম্মদ আক্কাস আলী।একজন সুদক্ষ গার্মেন্টস কর্মচারী এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে ভালোবাসি।অসহায় এবং গরীব দুঃখী মানুষের সাহায্য করতে খুব ভাল লাগে।বিশেষ করে অসহায় এবং দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারলে নিজেকে খুব প্রশান্তি দিতে পারে। ভালোলাগার একমাত্র বিষয় হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম |
Namer age best kotha ta add thakar karon maybe ami jani.
Akta outsourcing group ai name id khulte bolcilo,, right..?
Amon ta amaro cilo..
Yes boss,do you know about it??
Hmm... Khub vhalo vhabe
আপনি কি রাজশাহীর আশেপাশে বসবাস করেন?? @rex-sumon boss