গুজব না ছড়ায়!!!

in আমার বাংলা ব্লগ8 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শনিবার, ২২ ই জুন , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000557235.jpg

Source


বতর্মানে বাংলাদেশে সবচাইতে আলোচিত বিষয়ে রাসেল ভাইপার সাপ। রাসেল ভাইপার কে বাংলায় বলা হয় চন্দ্রবোড়া। পুরো বাংলাদেশ এই সাপ নিয়ে আতঙ্কিত বলা যায়। বিশেষ করে পদ্মা নদীর আশেপাশের জেলা গুলোতে এই সাপের উৎপাত অতিরিক্ত হয়ে দাঁড়িয়েছে এখন। এরমধ্যে উল্লেখযোগ্য হারে ফরিদপুর এবং পাবনা জেলার কথা বলা যেতে পারে। অবস্থা টা এমন এই রাসেল ভাইপার এর আতঙ্কে কৃষকেরা ক্ষেতের ফসল পযর্ন্ত কাটতে ভয় পাচ্ছে। এবং ইতিমধ্যে বাংলাদেশের অনেক জেলায় এই রাসেল ভাইপার এর কামড়ে অনেকেই মৃত্যুবরণ করেছে। এগুলো সবই সত্যি। রাসেল ভাইপার অন্য সাপেদের তুলনায় অনেক দ্রুত বংশবৃদ্ধি করে থাকে। এরা একেবারে ৪০-৫০ টা বাচ্চা দেয়। সেজন্য এদের ছড়িয়ে পড়ার হার অনেক বেশি।

তবে আমরা বাঙালি বরাবরই হুজুগে জাতি। সবকিছু বাড়িয়ে রঙ মাখিয়ে বলতে আমরা পছন্দ করি। এই ক্ষেএেও তার ব‍্যতিক্রম হয়নি। সত্যি বলতে গত একসপ্তাহ রাসেল ভাইপার এর জন্য ফেসবুকে যাওয়া যাচ্ছে না। আমার নিউজফিডে শুধু রাসেল ভাইপার। তবে অধিকাংশ লেখা বা স্ট‍্যাটাস ভিওিহীন। যা মানুষ কে খুব সহজেই আতঙ্কিত করছে। রাসেল ভাইপার অত‍্যন্ত আক্রমনাত্মক একটা সাপ। তবে বিষের প্রভাবের দিকে দিয়ে এটা বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে। আপনাদের একটা তথ‍্য দেয় রাসেল ভাইপার এর চেয়ে কিন্তু আমাদের ‍দেশীয় গোখরো এবং কালাচ বেশি বিষধর। তবে এটার বিশেষত্ব এটা মানুষ দেখলে তেড়ে এসে কামড় দেয়। বলা যায় এটা অতিরিক্ত রাগি।


1000557236.jpg

Source


তবে সবচাইতে বড় যে গুজব টা ছড়ানো হচ্ছে সেটা হলো রাসেল ভাইপার কামড় দিলে নিশ্চিত মৃত্যু। অথবা বাঁচার সম্ভাবনা ২০-৩০ শতাংশ। এই কথাটাও একেবারেই ঠিক না। আপনাদের বলে রাখি রাসেল ভাইপার এর বিষের এন্টিভেনম বাংলাদেশে পাওয়া যায়। এবং এই এন্টিভেনম টার নাম " Polyvalent Antivenom Serum ( PAS ). এবং এটা তৈরি করে বাংলাদেশের অন‍্যতম একটা ঔষধ উৎপাদন ব্রান্ড ইনসেপটা। রাসেল ভাইপার কামড় দেওয়ার পর মোটামুটি চার ঘন্টা সময় থাকে এই এন্টিভেনম টা দেওয়ার। তাহলে রোগী বেঁচে যাবে। কিন্তু যত দেরি হবে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা ততই কমবে। এই এন্টিভেনম টার দাম বাংলাদেশী টাকায় প্রায় ১০ হাজার। তবে বাংলাদেশ সরকার বাংলাদেশের সরকার এটা একেবারে বিনামুল্যে দেয়।

বাংলাদেশের প্রতিটা জেলা সদর হাসপাতালে এই এন্টিভেনম রয়েছে। সুতরাং সাপে কামড় দিলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যাওয়া। তবে এক্ষেত্রে আমাদের দেশের মানুষ ওঝা বা সাঁপুড়ে এর কাছে নিয়ে যায়। এটা একেবারেই করা যাবে না। দ্বিতীয় সাপে কামড় দেওয়া ব‍্যক্তিরা অধিকাংশ সময় ভয় পেয়ে স্ট্রোক করে মারা যায়। এক্ষেত্রে তাদের আতঙ্কিত হতে দেওয়া যাবে না। কারণ এর চিকিৎসা বাংলাদেশে রয়েছে। বতর্মানে স‍্যোসাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব দেখছি। সেজন্য আপনাদের উদ্দেশ্যে পোস্ট টা করা। দেখেন আতঙ্কিত হয়ে কোন লাভ নেই। নিজের জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর মৃত্যু তো একদিন না একদিন আসবেই। গুজব ছড়ানো থেকে দূরে থাকার চেষ্টা করব আমরা।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

আমাদের বাঙ্গালীদের ভিতরে গুজব ছড়ানোর প্রবনতা অনেক বেশি। ছোট একটি বিষয়কে আমরা গুজবের মাধ্যমে অনেক বড় আকারে পরিণত করে ফেলি। আমরা এর ভালো মন্দ বিচার না করেই নানা রকম কথা মানুষের ভিতরে ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করি। আমাদের উচিত ঘটনা যতটুকু ঘটে ঠিক ততটুকুই রটানো। রাসেল ভাইযপারের বিষয়টা আমি পরিষ্কারভাবে তেমন কিছুই জানতাম না। তবে আপনার পোষ্টের মাধ্যমে আমি এই ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। যা পরবর্তীতে হয়তো আমার অনেক কাজে আসবে। ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

বাঙ্গালী আমরা এমনিতেই হুজুগে মত্ত তার উপরে ভিত্তিহীন নিউজ করে আমাদের কে বেশি আতংকিত করেছে সোশাল মিডিয়ার কিছু নিউজ।একদম ঠিক বলেছেন সঠিক সময়ে এন্টিভেনম প্রয়োগের মাধ্যমে রুগিকে সুস্থ করা সম্ভব। ওঝার কাছে না গিয়ে হাসপাতালে গেলেই মৃত্য ঠেকানো সম্ভব সাপে কাটা রুগির।ধন্যবাদ ভাইয়া পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 8 months ago 

এই পোস্টটি সত্যিই অনেক শিক্ষণীয় এবং উপকারী। আপনি রাসেল ভাইপার সম্পর্কে যে তথ্য এবং সচেতনতা ছড়িয়েছেন, তা অনেকের জন্য জীবন রক্ষাকারী হতে পারে। আপনার লেখার ধরন এবং প্রকাশভঙ্গি অত্যন্ত সহজ এবং বোধগম্য, যা পাঠকদের জন্য বিষয়টি আরও স্পষ্ট করে তোলে। আপনার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আমাদের দেশ গুজব ছড়ানোতে প্রথম।আর ফেসবুকে ঢুকলে এমন খবর আমার নজরেও এসেছে।আমার মনে হয় সাপ কে ভয় না পেয়ে আল্লাহকে ভয় করা উচিত। এতেই মঙ্গল।আর যেকোনো পরিস্থিতিতে আমাদের গুজব না ছড়িয়ে সঠিক তথ্য সাধারন মানুষের মাঝে ছড়িয়ে দেয়া উচিত।

 8 months ago 

ভাই আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন। আমাদের বাংলাদেশে সবাই বলছে রাসেল ভাইপার কামড় দিলে নিশ্চিত মৃত্যু। এই গুজবে আমরা কেউ কান দিব না। এই ধরনের ভুল তথ্য ছড়িয়ে অনেক ফেসবুকে আতঙ্ক সৃষ্টি করছে। রাসেল ভাইপার সাপে কামড় দিলে সময় মতো এন্টিভেনম প্রয়োগের মাধ্যমে রুগিকে সুস্থ করা সম্ভব। আপনার পোস্ট পড়ে আরও বিস্তারিত জানতে পারলাম ভাই। তবে আমাদের নিজের জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সাজেশন মূলক পোস্ট উপহার দেওয়া জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96627.07
ETH 2769.68
SBD 0.65