রমাদান মোবারক।
আমি @rahimakhatun
from Bangladesh
৩ই মার্চ ২০২৫
আসলে বাবা ছাড়া দুনিয়াটা কেমন জানি।তারা আজকে থেকে রোজা রেখেছে।আল্লাহ তাদের এই কষ্ট আত্মতৃপ্তির সকল কিছু কবুল করুক আমরা মন থেকে দোয়া করি।একদেশ থেকে অন্য দেশে থাকা খাওয়া একটু কষ্ট কর আল্লাহ সকল কিছু সহজ করে দিয়েন।যাই হোক রমজান মাস মানেই সংযমের মাস,রমজান মাস মানেই আত্মশুদ্ধি মাস। সকল প্রকার খারাপ কাজ থেকে আল্লাহ যেন সকলকে দূরে থাকে।পেটের সাথে মুখ চোখের সকল অন্যায় থেকে দূরে থাকে।আসলে রমজান মাস মানেই গরীবদের কষ্ট উপলব্ধি করা।
ঝগড়া,হিংসে বিদ্বেষ এমন কি অহংকার থেকে দূরে থাকে।আমাদের উচিত এই মাসে সৃষ্টি কর্তার কাছে সকল ভুলের জন্য ক্ষমা চাওয়া
আসলে এই মাসে অনাহারে থাকলে বুঝা যায় গরীব অসহায়দের অবস্থা। ছোটবেলায় রমজান মানেই অন্যরকম অনুভূতি ছিলো।কে কয়টা রোজা রাখবো এই নিয়ে প্রায় প্রতিযোগিতা শুরু হতো।আমি যখন ছোট ছিলাম বাবা রোজা রাখতে দিতে চাইতো না তাই ভোরে ডাক দেওয়া হতো না।অনেক সময় আমি নিজে টের পেয়ে যেতাম।তখন সাহরী খেয়ে রোজা রাখলে বাবা বলতো দুপুরে কিছু খেয়ে ফেলতে তাহলে অর্ধেক রোজা হবে তার পরের দিন আবার এমন করে রাখলে আরেকটা অর্ধেক রোজা হবে।তাহলে দুইটা মিলে একটা রোজা হবে।
আর ইফতারে তো আরো বেশি মজা কতশত মজাদার এবং সুস্বাদু খাবার আয়োজন। আর প্রতিবেশীদের ঘরে ঘরে যেয়ে যেয়ে ইফতারি দিয়ে আসা।ছোটবেলার অনুভূতি আর বড় বেলার অনুভূতি একেবারে ডিফারেন্ট। এখন তো খালি কাজ আর কাজ।যদিও এখন কমে গিয়েছে মসজিদে মসজিদে ডাকাডাকি, আগে মসজিদে অনেক ডাকাডাকি করতো ভোর রাতে।আর কয়েকজন মিলে প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে বাড়ির গেট ঠুকা। তাছাড়া কতবার ভুলে যে পানি খেয়ে ফেলেছি।আর রমজান এলে ঠান্ডা পানি ফ্রিজে রাখার কত বায়না।এবার হয়তো তেমন একটা গরম পরবে না।দিনগুলো আল্লাহ হয়তো ঠান্ডা ঠান্ডা দিবেন।রোজা আসবে আসবে বলে এসেই গেলো।আবার ঈদ ও চলে আসবে হয়তো।যাই হোক
যে যার জায়গা থেকে সকলে দোয়া করি বলতে বলতে রমজান নিয়ে অনেক কথা অনুভূতি বলে ফেললাম।আশা করি ভালোই লাগবে আপনাদের।
আজকে আর নয় ,আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপু।আপনি পবিত্র রমজান মাসকে নিয়ে চমৎকার অনুভূতি শেয়ার করলেন।আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে সুন্দর ভাবে রোজাগুলো রাখার তৌফিক দান করুন,আমিন।