কিছু সময় ঘোরাঘুরি || 10% Beneficiary To @shy-fox 🦊
আসসালামু আলাইকুম বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
কর্মব্যস্ত জীবনে সকলেই চায় একটু সতেজতা। কর্মক্ষেত্র ছাড়াও নিজের জন্য একটু সময় বের করা উচিত সকলেরই। এতে শরীর ও মন দুই ই ভালো থাকবে।
আজ অনেক দিন পর বিকেল এর পর থেকে ফ্রি ছিলাম। কোনো কাজ ই ছিলো না। বিকেল এ একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যায় ভাবলাম ছোট ভাই কে নিয়ে একটু ঘুরে আসি। ছোট ভাই কে বললাম সে ও রাজি হয়ে গেলো। ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম দুজনে।
বের হওয়ার পর আমরা দুই ভাই বোন রিকসায় উঠলাম। কিছুটা অপরিকল্পিত ভাবেই বের হয়েছি আমরা। মানে যাবো কোথায় সেটা ঠিক করিনি। তবে রাতে রিকসায় ঘুরতে বেশ ভালো লাগে, তাই কিছুক্ষণ রিকসায় ঘুরলাম।
রিকশায় তো সবসময়ই উঠি, কিন্তু এই ওঠায় কোনো ব্যাস্ততা নেই, কোথাও যাওয়ার তাড়া নেই। রিকসা চলছে আপন গতিতে। আমরাও চলছি মনের খুশিতে।
চারদিক আলোর ঝলকানি। ল্যাম্পপোস্ট এর আলো, দোকান পাট এর বাতির আলো, লাল, সবুজ মরিচ বাতি। ঘুরছি আর দেখছি। এসব তো প্রতিনিয়তই দেখি কিন্তু এবার অনুভব করছি।
পায়রা চত্বর, শহরের ব্যাস্ততম একটি জায়গা। খুব কম সময় ই জ্যামবিহীন পাওয়া যায় এই জায়গা।
পায়রা চত্ত্বর এর বিখ্যাত নিপেন এর গুড় এর সন্দেশ। সন্দেশ পারসেল নিয়ে রিকসায় খেতে খেতে আবার ঘুড়ি।
তারপর ঠিক করলাম আমরা ফুচকা খাবো। তাই চলে গেলাম আমার প্রিয় মামা ভাগ্নে ফুচকা হাউস এ। এই দোকান এর ফুচকা, বিশেষ করে ফুচকায় সাথে যে টক টি দেয়, টিকটি আমার খুব ই প্রিয়। তাই সবসময় এখানেই ফুচকা খাই।
আমরা একটি দই ফুচকা ও একটি ঝাল ফুচকা অর্ডার করলাম এবং যথাসময়ে আমাদের ফুচকা হাজির হয়ে যায়।
ফুচকা খাওয়া শেষে সেখান থেকে বের হয়ে কিছুক্ষণ হাটলাম, তারপর বাড়ি চলে আসলাম।
অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করলাম আজ। আমাদের প্রত্যেকেরই উচিত ব্যাস্ততা থেকে একটু সময় নিজের জন্য বের করে নেয়া। এতে করে মন সতেজ হয়। শরীর শক্তি পায়। প্রত্যেকেই দিন শেষে একটু প্রশান্তির খোজ করে। আর ঘোরাঘুরি র মাধ্যমে মানসিক প্রশান্তি মেলে
আজ শেষ করছি এখানেই। আমার লেখনিটি আপনাদের লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো সকলের জন্য।
চিত্রধারনকৃত ডিভাইস | Tecno |
---|---|
মডেল | spark 5 pro |
লোকেশন | রংপুর |
আসলেই কর্ম ব্যস্ততার মধ্যেই মাঝেমাঝে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। আর যদি হয় রাতের বেলা তাহলে তো কোন কথাই নাই। রাতের বেলা ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে।আর পরিবারের মানুষ থাকলে তো কোন চিন্তায় নাই। যাই হোক ফুচকা বেশ ভালো ছিলো মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার জন্য শুভ কামনা রইলো।
ব্যস্ততার মাঝে একটু সময় বের করে ঘুরাঘুরি করেছেন আর তার স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আমার কাছে সন্দেশ টা কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার জন্য শুভ কামনা রইলো।
আপনাকে স্বাগতম আপু মনি 🥰
আপনার পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে মুহূর্তগুলো অতিবাহিত করেছেন। ঘুরাঘুরি খাওয়া-দাওয়ার আর গল্প-গুজব সব মিলিয়ে খুব অসাধারণ মুহূর্ত কাটিয়েছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল ।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার জন্য শুভ কামনা রইলো।
দুই ভাইবোন মিলে অনেক ঘোরাঘুরির করলেন। আপনাদের ঘোরাঘুরি করার মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিল । বিশেষ করে ফুচকা খাওয়ার মুহূর্তটি আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং মজাদার লেগেছে। ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে যাই হোক আপনি পোস্টটি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার জন্য শুভ কামনা রইলো।
আমিও ঘুরতে পছন্দ করি ।আপনার ঘুরাঘুরি মুহূর্তের কিছু দৃশ্যপট দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর মুহূর্ত পার করলেন আজকে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার জন্য শুভ কামনা রইলো।
দুই ভাই বোন তো বেশ ভালই সময় কাটিয়েছেন মনে হচ্ছে। সঙ্গে আবার সন্দেশ আর ফুচকা খাওয়া হয়েছে। দুটোই আমার খুব পছন্দের খাবার। শুভকামনা রইল আপনাদের জন্য
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার জন্য শুভ কামনা রইলো।