নদীর পাড়ে কাটানো একটি বিকেল
একদিনের এক পোস্টে আমার বড় নানির বাড়িতে ভ্রমনের কথা বলেছিলাম।কিছু ফলমূল দিয়ে আসার জন্য আজ আবার ওই নানির বাসায় গিয়েছিলাম।
নানির বাসা আবার নদীর পাশেই।জায়গাটির নাম বালুয়া এবং নদীটির নাম হলো কাটাখালি।নদী সংলগ্ন এলাকাগুলো সবসময়ই সুন্দর এবং মনোরম পরিবেশের হয়ে থাকে।আমার বাসার আশেপাশে তেমন নিরিবিলি কোনো পরিবেশ না থাকায় পরিবেশের মজাটা তেমন উপভোগ করতে পারিনা।তাই আজ হাতে কিছু সময় নিয়েই গিয়েছিলাম যাতে নদীর আশেপাশে কিছু সময় কাটাতে পারি।
৪ঃ৩০ নাগাদ বাসা থেকে রওনা দিয়েছিলাম।গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে ৫ টার মতো বেজেছিল।নানাইর ওখানে গিয়ে খুব বেশি অপেক্ষা না করেই নদীর পাড়ে চলে গিয়েছিলাম।আহা সে যে কি পরিবেশ,কি বাতাস।মনে আপনা আপনি ছন্দ সৃষ্টি হচ্ছিল।
প্রায় ঘন্টা দেড়েক সময় কাটিয়েছিলাম ব্রিজের ওপর বসে।এরই মধ্যে দেখি একটা মরা গরু ভেসে যাচ্ছে।যথাসম্ভব বন্যার পানিতে গরুটি ভাসতে ভাসতে মারা গেছে।থেকে থেকে গরুটি থেকে পচা গন্ধ ভেসে ভেসে আসছিল।
রাস্তায় নতুন ব্রিজের কাজ চলায় রাস্তায় বেশ ভিড় ছিল।নতুন ব্রিজটি দেখতেও বেশ চমৎকার লাগছিল।আসলে বিকেল বেলার সব দৃশ্য দেখতেই ভালো লাগে আমার কাছে।
সময়টি বেশ ভালোই কাটিয়েছি।নদির ধারে ছোট ছোট বাচ্চারা মাছ ধরছিল, তাদের সাথে গল্প করতে করতেই সময় কাটিয়েছি।
সুন্দর কিছু মুহুর্ত কাটিয়ে সেখান থেকে মাগরিবের আগে আগে বাসায় ফিরে এসে মাগরিবের নামাজ আদায় করেছি।
Cc. @farhantanvir
Shot on. Oppo f19 pro
location
date. 04/09/21
আপনার পোস্টটি খুব ভালো হয়েছে ভাই।ফটোগ্রাফি গুলো প্রশংসার দাবিদার।
বর্ষাকাল মানেই কুকুরের মরণ ফাঁদ😢বর্ষা কালে আমাদের এলাকায় অনেক কুকুর মারা হয়।সেটা আমি পছন্দ করি না।
অনেক শুভ কামনা আপনার জন্য।
ভাইয়া ওইটা গরু ছিল।জুম করে তুলেছি জন্য বুঝতে পারেননি বোধয়।ধন্যবাদ❤️
আপনার দিনটি অনেক ভালো ছিলো ভাই! আ আমাদের গ্রামের পাশেও এই রকম একটি নদী আছে! নদীর ধারের মনোরম পরিবেশ আসলেই অনেক সুন্দর
ধন্যবাদ আপনার পোষ্টটি ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন🥳❤️
মনটা আসলেই জুড়ে গিয়েছিল ভাই।আপনি তো ভাগ্যবান যে নদীর পাশে থাকেন।যদিও ভাঙ্গন একটি বড় সমস্যা
বাহ,নদীর পাড়ের রাস্তাটি তো বেশ সুন্দর।কাঁচা রাস্তার পাশে পিচের রাস্তা।এইরকম রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন দিদি,ধন্যবাদ ❤️
বাহ কাটাখালি নদীটা সত্যিই তো অনেক সুন্দর। খুব সুন্দর সময় অতিবাহিত করেছ। আমিও মাঝে মাঝেই আমার শহরের নিকটবর্তী নিকটবর্তী গড়াই নদীতে ঘুরতে যায়।
শুনে ভাল্লাগলো ভাই।ভালো কাটুক আপনার আগামীর সময়গুলো❤️
ধন্যবাদ 🙂🙂