"ছবির ছন্দে ছন্দ নিয়ে কবিতা হল মজার"১০% লাজুক খ্যাঁকের জন্য
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্ আমি ও ভাল আছি।
বন্ধুরা,, আজ আবারো একটি স্বরচিত মজার কবিতা নিয়ে আসছি আপনাদের মাঝে- আমি সেলিনা সাথী।♥♥
অনেকেই কক্সবাজারে অনেক প্রিয়জনকে নিয়ে যায় মজা করে। হইহুল্লোড় করে।আর আমি ঘুরতে যাই আমার আত্মা কে সঙ্গে করে।এ অন্য রকমের মজা অন্যরকম এক অনুভূতি।সেই অনুভূতি নিয়েই আমার আজকের এই নিবেদন।আশা করি আপনাদের ভালো লাগবে।তো চলুন শুরু করা যাক স্বরচিত কবিতা♥♥
"কক্সবাজারে স্মৃতির মেলায়"
সেলিনা সাথী
সমুদ্রপাড়ের স্মৃতির মেলায়
করছো তুমি খেলা,,,
তোমার কথা ভেবে ভেবে
যায় বয়ে যায় বেলা।।
বালুচরে হেঁটেছিলাম
হাতে রেখে হাত,,
সমুদ্রের ঢেউ দেখেছি
সে ও গভীর রাত।।
সমুদ্রের ঢেউয়োরা যখন
আমায় দেখে হাসে,,
তখনও তুমি নিবিড় ভাবে
ছিলে আমার পাশে।।
ঢেউয়ের দোলায় দুলছি যখন
আনমনে এই আমি,,
মধুময় স্নেহের পরশ
বুঝিনি এতো দামি।
তুমি আমার বন্ধু, স্বজন
অতি আপনজন,,
হৃদ মাঝারে "আত্মা" তুমি
আমার প্রিয় জন।
তোমায় পেয়ে ধন্য আমি
শান্ত আমার মন,,
"সিয়াম" বাবা তুমি আমার
সাত রাজার ধন।।
এমনি করেই সুখে দুঃখে
থাকবো আজীবন,,,
ছায়া হয়ে থাকবো পাশে
আমি আমরণ।।
তোমার চোখেই স্বর্গ খুঁজি
খুঁজি সুখের ভেলা,,,
মনের মাঝে সবসময়ই
করছো তুমি খেলা।
****সমুদ্রে আছো তুমি
আগলে আমায় ধরে,,,
তুমি ছাড়া ভয়ে বুঝি
যেতাম আমি মরে***।।।
বাহুডোরে ধরেছ তুমি
পাহাড়ের ঐ চূড়ায়,,,,
কত যত্ন,, সতর্কতায়-
রেখেছ ধরে আমায়।
বাবা -মেয়ের সম্পর্কের
এই সেতুবন্ধন,,,,
সকলের মাঝে থাকবে অটুট,,
হবে দৃষ্টিনন্দন।।
পবিত্র এই প্রেমের ভেলায়
প্রেম সাগরে সবাই,,
হিংসা-বিদ্বেষ অপবিত্রতা
করতে হবে জবাই।।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
এক কথায় অসাধারণ আপু। আপনার কবিতার অনেক বড় ভক্ত বলতে পারেন। আপনার কবিতাগুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আজকে ভালো লাগলো যে আপনি খুব সুন্দর করে কক্সবাজার ভ্রমণ উপলক্ষে একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আসলে সত্যি কথা বলতে আপনার উপস্থিত কবিতাগুলো অনেক ভালো হয়ে থাকে। আপনার প্রশংসা না করে পারলাম না। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি খুব ভালো করে জানি ভাইয়া আপনি বরাবরই আমার কবিতায় অনেক বড় একজন ভক্ত। তাইতো আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা অবিরাম। আমি নিজেও আপনার মন্তব্য পড়ে অনেক বেশি অনুপ্রাণিত হই।♥♥
কক্সবাজার ঘোরাঘুরির মুহূর্ত কবিতার ছন্দে লিখেছেন দেখে সবথেকে বেশি ভালো লেগেছে। ছেলের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। কবিতা এবং ভ্রমণ কাহিনী দুটোই আকর্ষণীয় ছিল। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি আপু মনি আমি সব সময় একটু ব্যতিক্রম ভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আর সেটা হচ্ছে একেবারে আমার মতো করে। পাশে থাকার জন্য ধন্যবাদ।♥♥
ঠিকি যেনো ছবির ছন্দে ছন্দেই পড়েছি আমি। দারুণ ভাবে উপস্থাপনা করেছেন। যে কারো মন করে নেবে আপনার এই উপস্থাপনা। খুব সুন্দর ছিলো ছবি গুলো। সাথে সুন্দর এক কবিতা। সব কিছু মিলিয়ে দারুণ এক পরিবেশ।
ছবি ছন্দে কবিতা আপনার ভালো লেগেছে জেনে, আমি অনেক আনন্দিত বোধ করছি। অনেক খুশি হয়েছি।এত চমৎকার মন্তব্য আমাকে অনেক বেশি উজ্জীবিত করেছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে।♥♥
কবিতার ছন্দে ছন্দে কক্সবাজারের ঘোড়ার আনন্দঘন মুহূর্তগুলো কি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। কক্সবাজারে ঘোড়ার ছবিগুলো আপনার কবিতাটি খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আনন্দের মুহূর্তের অনুভূতি গুলো কবিতার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।
আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক বেশি ভাল লেগেছে।তাই মন থেকে অনেক অনেক দুয়া ও ভালোবাসা আপনার জন্য♥♥
আপু আপনার প্রথম ছবিটি যে জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছেন সেখানে আমি গত বছর গিয়েছিলাম ঝুলন্ত ব্রিজ। জায়গাটা অনেক সুন্দর বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে ছন্দময় কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরলেন অনেক ভালো লাগলো।
ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন এটি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের কাছে।♥♥