ডাইনাস ক্লাব রেস্টুরেন্টে একদিন।

in আমার বাংলা ব্লগ2 years ago

জ রোজ বৃহস্পতিবার

২২
ই জুন ২০২৩ খৃস্টাব্দ

খন ষড়ঋতুর বর্ষা কাল।

355460266_216354024647540_4685288127686137441_n.jpg

ডাইর্নাস ক্লাব রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার

Captured by- @rahimakhatun

(Source)

আমি আজ কোন রেসিপি কিংবা ড্রাই পোস্ট নিয়ে হাজির হয়নি।আমি আজকে রেস্টুরেন্ট রিভিউ দিবো।যদিও আমি বাহিরে খুব কম খাওয়া হয়।সেই হঠাৎ কেন জানি খুব খেতে ইচ্ছে করছিলো।তাই আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম বাসার কাছের রেস্টুরেন্টে।যদিও এর আগে এক ফ্রেন্ড এর বিয়েতে গিয়েছিলাম।মোটামুটি পরিবেশ টা ভালো। ছোট খাট প্রোগ্রামের জন্য। আজ আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট এর কিছু ছবি শেয়ার করবো।আশা করি ভালো লাগবে।আগে আমি লোকেশনের কথা বলি।ডেমরা কোনাপাড়া, মেইন রোডের পশ্চিম দিকে।

353234876_221510427482188_2555568978743818033_n.jpg

বেশ ঘুছানো রেস্টুরেন্ট টা। তবে আগে অনেক মানুষ খেতে আসতো এই ডাইনাস ক্লাবে। এখন খুব কম মানুষ যায়। আসলে তাদের খাবারের গুণগত মান আগের চেয়ে খারাপ হয়ে গিয়েছে। তবে আগে অনেক ভালো ছিল। মাঝখানে আর যাওয়া হয়নি তাই গিয়েছিলাম ,এইবার গিয়ে খুব একটা ভালো লাগে নি।

20220320_195415.jpg

এই হচ্ছে তাদের সামনের দিক।ভিতরের প্রবেশ পথ।

340325302_1370898796805644_4701524391482617364_n.jpg

আমরা সরাসরি দুইতলায় উঠলাম। নিচতলার পরিবেশ টা আমার কাছে বেশি ভালো লাগেনি। তবে একটা জিনিস ভালো লেগেছে তারা রেস্টুরেন্ট এর ভিতরে রং বেরঙের পাখি পালে। অবশ্য দেড় তলায় ও বসার একটি জায়গা আছে।

341214321_615377970495774_7219363173316859901_n.jpg

উপরের ঝুলন্ত লাইট গুলো দেখতে বেশ ভালো লাগে। আমি নিজেও এই রকম লাইট কিনে এনেছিলাম দোয়েল চত্বর থেকে। তবে আমার গুলো একটু ছোট সাইজের।

341313024_1394100914676761_2638081014728126525_n.jpg

রেস্টুরেন্ট থেকে বাহিরের সাইডে।

341352301_226442343389763_1593945530172181919_n.jpg

341279163_1651288351986561_53847010649157872_n.jpg

এই খাবারের ছবি।আমরা অর্ডার করেছিলাম চাওমিন। এখানে হাফ।খেতে আগে ভালো ছিলো । এখন স্বাদ টা বেশ খারাপ হয়ে গিয়েছে। তাই আর কিছু অর্ডার করার সাহস পাইনি।

পরে শুধু বাবুর জন্য কোল্ড কফি অর্ডার করেছিলাম। কোল্ড কফি খেতে মোটামুটি ধরণের ছিল। ছবি তুলতে মনে ছিল না। আর তারা খাবার অর্ডার করার পর অনেক দেরি করে খাবার সার্ফ করে। যার জন্য খুব বিরক্ত লাগে।
সব মিলিয়ে ভালো লাগেনি ।আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device -samsung SM-A217F

Location -Dhaka

Photography -Diners club restaurant
Link -(Source)

banner-abbVD.png

Logo.png

standard_Discord_Zip-1.gif

Sort:  
 2 years ago 

ডাইনাস ক্লাব রেস্টুরেন্টে গিয়ে দেখছি বেশ ভালোই খাওয়া দাওয়া করেছিলেন। রেস্টুরেন্টের ভেতরের দিকের পরিবেশ টা সত্যি অনেক সুন্দর। এরকম পরিবেশ খুব ভালো লাগে। আপনারা চাওমিন অর্ডার করেছিলেন। নিশ্চয়ই অনেক মজা করে খাওয়া হয়েছিল এই রেসিপিটা। আপনাদের কাটানো এত সুন্দর একটা মুহূর্ত সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

ডাইনাস ক্লাবের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। কিন্তু পরিবেশ দেখতে যতই সুন্দর হোক না কেন, সেখানকার খাবারের মান যদি খারাপ হয়ে যায় তাহলে জনগণ সেখানে কোনভাবেই খাবার খেতে যাবে না। যদিও আপনি এই রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন। হয়তো পরবর্তীতে এরকম রেস্টুরেন্টে আর যাবেন না। আর যে রেস্টুরেন্টের খাবারের মান ভালো সেখানে খাবার খাওয়ায় শ্রেয়।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 82002.42
ETH 1786.81
USDT 1.00
SBD 0.67