প্রতিশোধ পাপের সমান

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা আমাদের জীবনের যে জিনিসটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলি এবং গুরুত্ব দিয়ে আমরা নিজেদেরই ক্ষতি করি অর্থাৎ আমরা নিজেদের ব্যক্তিত্বের ক্ষতি করি সে বিষয়টা হলো প্রতিশোধ। আসলে আমাদের চলার পথে নানা সময় নানা মানুষের সাথে আমাদের দেখা হয় এবং নানা মানুষ আমাদের সাথে বিভিন্ন ধরনের অপকর্ম করে ফেলে। অর্থাৎ হয়তো আপনি কারো জন্য খুব ভালো কিছু করলেন। কিন্তু তার প্রতিদান পেলেন খুব খারাপ।

অর্থাৎ প্রতিদানটা হয়তো সে কোনো কিছু না দিলেও পারতো। অর্থাৎ আপনার ভালো কোনো কাজের প্রতিদানে সে কোনো কিছুর নাই দিতে পারতো। কিন্তু কিছু কিছু মানুষ আসলে এমন ভাবে ব্যবহার করে। অর্থাৎ এমন ভাবে প্রতিদানটা দেয়। যেটা এতোটাই খারাপ হয় যে, আপনি চাইলেও ভুলতে পারবেন না।

খারাপ মানুষেরা খারাপ কাজ করবে। অনেক মানুষ উপকারের উপকারটা কখনোই স্বীকার করবে না, এ ব্যাপারগুলো একেবারেই স্বাভাবিক। কিন্তু আমাদের মনে এই স্বাভাবিক ব্যাপারটার জন্য যে জিনিসটা জন্ম হয়, সেটা কিন্তু আমাদের জীবনটাকে দিন দিন ভয়ঙ্কর রূপ দেয়। আর সেটা হলো প্রতিশোধ।

প্রতিশোধ এমন একটা জিনিস যেটা একটা মানুষের মধ্যে কখন যে জন্ম নেয় সে হয়তো টের ও পায় না। কিন্তু জন্ম নেওয়ার পর যখন ধীরে ধীরে বাড়তে বাড়তে বিশাল আকার ধারণ করে। তখন সে মানুষটা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। প্রতিশোধের আগুন এই মানুষটার মনের দাউদাউ করে জ্বলতে থাকে এবং সে মানুষটা সবসময় এটাই ভাবতে থাকে যে ওই মানুষটা থেকে কখন রিভেঞ্জ নেওয়া যায়। আর রিভেঞ্জ ব্যাপারটা আমাদের জীবনের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না।

কারণ আপনি যখন কোনো মানুষের কাছে থেকে প্রতিশোধ নিবেন। তখন কিন্তু সে আপনাকে কোনোভাবেই ছেড়ে দিবে না এবং এটা একটা লুপের মতো চলতে থাকবে। যেটা দুই পক্ষের মানুষের জীবন ধীরে ধীরে দুর্বিষহ করে তুলবে। তাই আমাদের সকলেরই উচিত প্রতিশোধ থেকে সব সময় দূরে থাকা।
Sort:  
 10 months ago 

সঠিক বলেছেন আপনি। প্রতিশোধ এমন একটা জিনিস যেটা কখন আমাদের ভিতরে আসে আমরা টেরও পাই না। একবার যদি প্রতিশোধ নেওয়ার টেন্ডেন্সি আমাদের মধ্যে জাগ্রত হয় তাহলে আস্তে আস্তে এটি চরম পর্যায়ে চলে যায়। তখন আমরা প্রতিশোধ পরায়ন হয়ে উঠি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

বাহ্! দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন। প্রতিশোধ কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। কেউ যদি আমার সাথে অন্যায় করে,তারপর আমি যদি সেই অন্যায়ের জন্য প্রতিশোধ নিয়ে থাকি,তাহলে তো দুই পক্ষের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। কিন্তু আমাদের উচিত প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া। কারণ আল্লাহ তায়ালা ক্ষমাশীল ব্যক্তিকে ভীষণ পছন্দ করেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 82766.90
ETH 1792.24
USDT 1.00
SBD 0.67