সৃষ্টি কর্তা আমাদের রক্ষা কর্তা এবং মালিক।আপনার বাঘ ও গরুর গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যতোই বিপদ আপদ আসুক না কেন দিন শেষে সৃষ্টিকর্তাই আমাদের কে রক্ষা করবে।আর অবশ্যই সৃষ্টি কর্তা যা করে ভালোর জন্য ই করে এই কথাটা মানতে হবে। করোনা মহামারিতে একমাত্র ভরসা ছিলেন সৃষ্টি কর্তা। ধন্যবাদ সুন্দর করে গল্পটি লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।
এই গল্পটি আমি এর আগেও পড়েছি। তবে হুবহু অন্য কোথাকার লেখা আমাদের কমিউনিটিতে আমার যতদূর জানা সম্পূর্ণ নিষিদ্ধ ভাইয়া। তবে গল্পটিতে শিক্ষনীয় বিষয়টি আমাদের মালিকের প্রতি শ্রদ্ধাশীল হতে সম্মখ ভূমিকা পালন করে। আমাদের সকল বিপদ থেকে আমাদের স্রষ্টাই রক্ষা করবে তাই তার উপর এই আমাদের ভরসা করা উচিত সর্ব অবস্থায়।
টাইপ: চৌর্যবৃত্তি।
Comment
Edit from here
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
সৃষ্টি কর্তা আমাদের রক্ষা কর্তা এবং মালিক।আপনার বাঘ ও গরুর গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যতোই বিপদ আপদ আসুক না কেন দিন শেষে সৃষ্টিকর্তাই আমাদের কে রক্ষা করবে।আর অবশ্যই সৃষ্টি কর্তা যা করে ভালোর জন্য ই করে এই কথাটা মানতে হবে। করোনা মহামারিতে একমাত্র ভরসা ছিলেন সৃষ্টি কর্তা। ধন্যবাদ সুন্দর করে গল্পটি লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।
এই গল্পটি আমি এর আগেও পড়েছি। তবে হুবহু অন্য কোথাকার লেখা আমাদের কমিউনিটিতে আমার যতদূর জানা সম্পূর্ণ নিষিদ্ধ ভাইয়া। তবে গল্পটিতে শিক্ষনীয় বিষয়টি আমাদের মালিকের প্রতি শ্রদ্ধাশীল হতে সম্মখ ভূমিকা পালন করে। আমাদের সকল বিপদ থেকে আমাদের স্রষ্টাই রক্ষা করবে তাই তার উপর এই আমাদের ভরসা করা উচিত সর্ব অবস্থায়।
টাইপ: চৌর্যবৃত্তি।
Comment
Edit from here
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:https://m.facebook.com/bhaktirkotha/photos/a.387442574776152/2047277525459307/?type=3