প্রিয় বড় দাদা আপনার কাছে একটাই অনুরোধ
প্রিয় @rme দাদা, জানিনা কি হয়েছে সকালে ঘুম থেকে উঠে ডিসকার্ড এ প্রবেশ করার পরে আমি যখনই আপনার দেওয়া এনাউন্সমেন্ট টি দেখলাম তখনই আমার মাথা ঘুরে গেল। জানিনা কি কারনে আপনি এমন কঠোর একটা সিদ্ধান্ত নিলেন। আমি চাই পুনরায় আপনি আবার আমাদের মাঝে ফিরে আসুন। আপনি আমাদের খেতে সুন্দর একটা পরিবার দিয়েছেন তা সত্যি অতুলনীয়। ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি শুধুমাত্র বাংলা ভাষার জন্য একটা কমিউনিটি তৈরি করেছেন এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। ভালো কাজ করার ক্ষেত্রে একটা প্রবাদ রয়েছে,পাছে লোকে কিছু বলে। আসলে যারা এখানে কাজ করার সুযোগ পাচ্ছে না অথবা কোন খারাপ কাজ করার জন্য এখান থেকে বের হয়ে গিয়েছে তারা সবসময় চেষ্টা করবে আমাদের এই পরিবারটাকে ভেঙে দিতে। কিন্তু তাদের এই খারাপ কথা শুনে যদি আপনি আমাদের এই সুন্দর পরিবারটা ভেঙে দেন তাহলে সত্যিই আমরা অভিভাবক শূন্য হয়ে যাবো।
আমার নিজের কথা বলি, আমি পরিবারের বড় ছেলে। ছোটবেলা থেকেই দেখে আসছি পরিবারের সকলেই আমার ছোট। আর তার থেকেও দুঃখের বিষয় হচ্ছে আমরা তিন ভাই আমাদের কোন বোন নেই। এ কমিউনিটিতে আসার পরে আমি আপনার মত একজন বড় ভাই পেয়েছি। এছাড়াও আমি অনেক বড় ভাই পেয়েছি যারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সাহায্য করেছে। এই কমিউনিটিতে আসার পরে আমার সব থেকে বড় প্রাপ্তির জিনিস কি জানেন দাদা। ওই যে আমি আগেই বললাম আমরা তিন ভাই, আমাদের কোন বোন নেই। এই কমিউনিটিতে আসার পরে অনেকগুলো বড় বোন পেয়েছি। বড় বোন তার ছোট ভাইকে কতটা আদর যত্ন করে তা হয়তোবা বাস্তব জীবনে পাবার সৌভাগ্য আমার হয়নি কিন্তু এখানে আসার পরে সেই সৌভাগ্যটি আমার হয়েছিল। আপনি যদি এখন কমিউনিটি বন্ধ করে দেন তাহলে একই সাথে আমি আমার ভাই ,বোন, পরিবার সবকিছুই হারিয়ে ফেলবো।
প্রিয় দাদা, আপনার কাছে অনুরোধ করছি, যদি আমরা কোন ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করে দিন কিন্তু আমাদের এই সুন্দর পরিবারটা ভেঙে দিয়েন না। আমরা চাই এই সুন্দর পরিবারের একত্রিতভাবে কাজ করতে। ও আরো একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি জীবনের প্রথম আমি আপনার কাছ থেকেই ঈদের সালামি পেয়েছি। আপনাকে হয়তোবা আমি বলে বোঝাতে পারবো না সেদিনটা আমার কাছে কতটা ভালো লেগে। হয়তোবা দু একজন কমিউনিটির বিপক্ষে কথা বলবে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন আপনার মুখের দিকে কতজন তাকিয়ে রয়েছে। হয়তোবা অনেকের জন্য উপার্জনের একটা মাধ্যম সৃষ্টি করেছিলেন আপনি আবার অনেকের জন্য পরিবারের চাহিদা পুরনও।
পরিশেষে আমি একটা কথাই বলতে চাই দাদা, আমি এমন সুন্দর একটা পরিবার হারাতে চাই না। যে পরিবারে আপনার মত একজন দাদা রয়েছে আর অনেকগুলো বড় বোন।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
ভাই আমি কি বলবো কিছু বুঝতে পারছি না।
আমি কখনো এমন টা চিন্তা করি নি। সকালে এনাউন্সমেন্ট দেখে আমার মাথাই ঘুরে গিয়েছে। দাদা আমরা সত্যিই এই পরিবার হারাতে চাই না।
আপনার মত আমারও একই অবস্থা হয়েছিল সকালে
আপনার পোস্টটা পড়ার সময় এনাউন্সমেন্টটা দেখলাম।জাস্ট মাথাটা চক্কর দিয়ে উঠলো।
কি বলবো জানিনা।
ইনশাল্লাহ ওমন কিছু হবেনা ভাই,চিন্তা করবেন না।
তাহলে তো খুবই ভালো কথা আপনি আমার পোস্ট পড়ে অ্যাকাউন্সমেন্ট দেখেছেন
আমি তো কাল রাতেই এনাউন্সমেন্ট দেখলাম।দেখেই বেশ খারাপ লাগছে,আসলে এটা বুঝানো সম্ভব না।খুব সম্ভবত জেনারেল চ্যাট ও বন্ধ। কি হলো জানি না,তবে দাদার এই কঠোর শাস্তিস্বরূপ সিদ্ধান্ত মানতে পারছি না,পরিবারটা ভেঙে যাক আমরা কেউই চাচ্ছি না।কিছু দুষ্ট মানুষের জন্য আমরা সকলেই কষ্ট পাচ্ছি।
যাক দাদা আমাদের জন্য সিদ্ধান্ত পরিবর্তন করেছে এটাই আমাদের ভালো
ঠিক বলেছেন ভাইয়া যারা এই কমিউনিটিতে কাজ করতে পারছে না তারা বিভিন্নভাবে চেষ্টা করছে কমিউনিটি ভেঙে দেওয়ার ।দাদা এখন একটু রেগে আছে জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি দাদার খুব দ্রুতই রাগ কমে যাবে এবং এই কঠিন সিদ্ধান্ত থেকে সরে আসবেন। কারণ আমাদের মত দাদার কাছেও এটি আরেকটি পরিবার । এই পরিবার কি দাদা ভেঙে দিতে পারবে।
এটা ঠিক যে দাদা রাগ করলে আমরা সবাই খারাপ থাকি
ভাইয়া, আপনি মনে হয় কালকে হ্যাংআউটে ছিলেন না। এইজন্যই সকালে এনাউন্সমেন্ট দেখেছেন। দাদার রাগ করাটা একদমই স্বাভাবিক ব্যাপার। আমি মনে করি আমরা হলে তো এটা সহ্য করাটাও সম্ভব হতো না। আমরা সাধারণ ইউজাররা এখানে কাজ করি এমনকি এখান থেকে নিয়মিত আয় করছি। যেই মানুষটা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন। তার ব্যাপারে এরকম খারাপ মন্তব্য কিভাবে করা সম্ভব। শুধু দাদাই নয় আমাদের সকল এডমিন মডারেটর সবাই তো সারাক্ষন কাজ করে চলেছে। আসলে যে বিষয়টা ঘটেছে এটা মুখেও বলা সম্ভব নয়। একজন মানুষ কিভাবে এতটা খারাপ হতে পারে।
আসলে, শুভ দত্ত নামে একজন ছিল সে, দাদা এবং এডমিন, মডারেটরদেরকে নিয়ে অনেক বিশ্রী ভাষায় একটা পোস্ট করেছে। যেটা মেনে নেওয়া সম্ভব নয়।
জি অনেক রাতে হয়েছিল তো তাই আমি ছিলাম না
আমারও একই কথা পাশের লোকে অনেক কিছু বলে।উনি যেহেতু এই কমিউনিটিতে কাজ করতে পারছে না সেজন্য এই কমিউনিটির ক্ষতি করার জন্য চেষ্টা করতে থাকবে।দাদার কাছে আপনার মত আমারও একটা অনুরোধ হচ্ছে দাদা যদি এভাবে কমিউনিটি বন্ধ করে দেয় তাহলে ওই লোকটি অনেক সাহস পেয়ে যাবে। লোকটির যা করার উদ্দেশ্য ছিল তা হয়ে যাবে তাহলে ওনার সফলতা নিশ্চিত। ওই খারাপ লোকটির অসৎ উদ্দেশ্যের কাছে কি আমরা সবাই হার মানবো তাহলে।আমি মনে করি সেটা কখনো হতে পারে না।আমাদের প্রিয় দাদা সেই বিষয়টির সুন্দর বিবেচনায় দেখবেন আশা করি।হয়ত দাদা সাময়িকভাবে একটু মন খারাপ অবস্থায় আছে কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে আমি এই প্রত্যাশা করি।🙏🙏🙏
আমাদের সকলের উচিত এই ধরনের মানুষেদেরকে এড়িয়ে চলা
আমাদের সকলের হয়ে দাদা আপনি খুব সুন্দর ভাবে আমাদের অভিভাবককে একটা খোলা চিঠি দিয়েছেন। আমারও আপনার মত একই মত। আমাদের যারা হারাতে চেয়েছে,আমরা যদি তাদের ইচ্ছে অনুযায়ী সত্যিই হেরে যাই, তাহলে তো জিত তাদেরই হল। যারা ভুল করেছে তারা তার শাস্তি পাবে বা পেয়েছে।কিন্তু আমরা তো কোন দোষ করিনি। দাদা যেন আমাদের উপর তার আশীর্বাদের হাতটা সবসময়ই রাখেন।
যাই হোক আমাদের প্রিয় কমিউনিটি টা পুনরায় ফিরে পেলাম এটা খুবই ভালো ব্যাপার আমাদের সকলের জন্য