ছোটকালের স্মৃতিচারণ।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ছোটকালের স্মৃতিচারণ পোস্ট। আসলে ছোট কালে অনেকের অনেক ধরনের মজার ঘটনা থাকে। সেরকম একটি মজার ঘটনা আমার নিজেরও আছে। আমি আমাদের পরিবারের সবচেয়ে ছোট এবং ছোট মেয়ে। এই কারণে আমার আবদার থাকে বেশি। এবং অল্প কিছুতে আমি গরম হয়ে যেতাম এবং মনে কষ্ট নিতাম। আর আমার বড় বোন বড় ভাই সবাই আমাকে অনেক আদর করত। আমি যে কথা বলতাম এবং কিছু চাইলে সাথে সাথে তারা ওই জিনিস দেওয়ার চেষ্টা করত। মজার ব্যাপার হচ্ছে আমার মা যেদিকে বেড়াতে যায় সাথে আমি যেতাম তার সাথে। এবং আমাকে আমার মা সব দিকে নিয়ে যেত তার সাথে।
আমার বয়স যখন ৯ থেকে ১০ বছর হবে। তখন আমি আমার মায়ের সাথে নানার বাড়িতে গেলাম। নানার বাড়িতে গিয়ে অনেক আনন্দ করতে লাগলাম। আর ছোট থাকা অবস্থা বাড়ির আরো ছেলেমেয়ে থাকলে নানার কারণের ঝগড়া হয়। সেরকম আমিও নানার বাড়িতে গিয়ে আমার এক মামাতো বোনের সাথে পুতুল খেলা নিয়ে ঝগড়া লেগে গেলাম। ঝগড়া বলতে দুইজনে এমন ভাবে ঝগড়া করলাম একজনকে একজন আঘাত করলাম। তবে ওই সময় ছোট ছোট আরো ছেলে মেয়ে ছিল। মেয়েটি আমার মাথার চুল গুলো টেনে ধরেছে। আর আমিও চুল গুলো তার হাত থেকে খোলার জন্য তার নাকের উপরে আঘাত করলাম। আমার সামান্য আঘাতে মেয়েটির নাক দিয়ে রক্ত পড়তে লাগলো।
মেয়েটির নাক দিয়ে যখন রক্ত যেতে লাগল দেখে আমি সত্যি ভয় পেয়ে গেলাম। কারণ একদিকে নানার বাড়ি অন্যদিকে আমার ভাই বোন কেউ নেই ওইখানে। এই কারণে আমি ভয়ে মামার ঘরের পিছনে পালিয়ে রইলাম। মেয়েটির মা দেখে অনেক চিল্লাচিল্লি করতে লাগলো। আর মেয়েকে জিজ্ঞেস করতে লাগলো কে তোমার নাক পাঠালো। এবং মেয়েটি সাথে সাথে আমার নাম বলার কারণে আমি আরো ভয় পেয়ে গেলাম। আর গ্রামাঞ্চলে হালকা কিছু হলে মহিলারা বিভিন্ন ধরনের কথা বলে। আমার মামাতো বোনের মা আমাকে ডাকাত এবং বিভিন্ন ধরনের কথা বলে গালিগালাজ করতে লাগলো। এই কথা শুনে আমার মা তাকে জিজ্ঞেস করল কি হয়েছে।
তখন মামাতো বোনের নাক দিয়ে রক্ত ঝরতে লাগলো দেখে আমার মাও ভয় পেয়ে গেল। এরপর আমার মা আমাকে মারধর করবে এগুলো বলে চিল্লাচিল্লি করতে লাগলো। এবং আমাকে খোঁজাখুঁজি করতে লাগলো আমি কই গেলাম। আমি ভয়ে একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতই ছিল। তবে আমার নানার বাড়ি থেকে আমাদের বাড়ি ৪ কিলোমিটার হবে। আর ওই সময় বিকালবেলা ছিল। আমি চিন্তা করলাম নানার বাড়িতে থাকলে আমাকে মা হয়তোবা মামা মারধর করবে। এই কারণে আমি ওই প্রথম নানার বাড়ি থেকে আমাদের বাড়িতে একা আসা সিদ্ধান্ত করলাম। তবে আমি মায়ের ভয়ে নানার বাড়ি থেকে একা আমাদের বাড়িতে চলে আসতে লাগলাম।
এবং ৪ কিলোমিটার রাস্তায় হেঁটে আমাদের বাড়িতে চলে আসলাম। আসার পর আমার বড় বোন দেখে অবাক হয়ে গেল। জিজ্ঞেস করল মায়ের সাথে আসলো নাকি কিভাবে আসলো জিজ্ঞেস করতে লাগলো। তখন আমি আমার বড় বোনকে বললাম মামাতো বোনের নাক পাঠিয়ে দিয়ে ভয়ে আমি চলে আসলাম। আর আমার বোনও ভয় পেয়ে গেল কারণ আমি ছোট মানুষ কিভাবে নানার বাড়ি থেকে একলা চলে আসলাম। এরপর আমার বড় বোন নানার বাড়িতে মোবাইলে কল করে বলল আমি বাড়িতে চলে আসলাম। এদিকে আমার মা নানার বাড়িতে এবং আশেপাশে জায়গাগুলোকে খুঁজতে লাগলো। ওই সময় কেউ বলে ভূত বা কিছু নিয়ে গেল। আসলে সাহস করে কোন কিছু করলে ওই কাজ সফল হওয়া যায়। যেমনটি আমি মামার বাড়ি থেকে একা আমাদের বাড়িতে চলে আসলাম। এই হচ্ছে ছোটকালে মামাতো বোনের নাক ফাটানোর স্মৃতিচারণ । আশা করি আমার পোস্টটি পড়ে অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1909286156920832134?t=2-ICmOaELgLMpy91Abi-Yg&s=19
https://x.com/bdwomen2/status/1908909290045522244?t=xwAFFYWGsDV4QgQiG_lh8Q&s=19
https://x.com/bdwomen2/status/1908926159607484901?t=Pjcjb51usnXSnilLsl3a4w&s=19
https://x.com/bdwomen2/status/1908927346922725756?t=Y22-ZvtFIWC1wazp2S1XTQ&s=19
ছোটবেলা কম-বেশি সব মানুষ কারো না কারো সাথে ঝগড়া করে। আর ওই ঝগড়া গুলো অনেক সময় বড় হয়ে যায়। আপনি দিছি আপনার মামাতো বোনের সাথে ঝগড়া করে তার নাক পাঠিয়ে দিলেন। আর সেই কারণে ভয় চার কিলোমিটার হেঁটে বাড়িতে চলে আসলেন। ভালই লাগলো আপনার ছোটকালের স্মৃতিচারণ কেউ পড়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bdwomen2/status/1909287802808000674?t=SrZjVohX8CLypti2ycOj8w&s=19