জেনারেল রাইটিং -- 💕 " সম্পর্ক,ভালোবাসা আর পূর্ণতা " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ ঈদের দিনের আয়োজন নিয়ে একটি জেনারেল পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।


card-lovers-3099655_1280.png

সোর্স

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সম্পর্ক, ভালোবাসা আর পূর্ণতাঃ


বন্ধুরা,সবাইকে স্নিগ্ধ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আমার আজকের পোস্টের টাইটেল পড়ে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন বিষয়টি নিয়ে আজ লিখতে চলেছি।হে বন্ধুরা, আমি আজ সম্পর্কের ভালোবাসা ও তার পূর্ণতা নিয়ে কিছু শেয়ার করতে চলে এলাম। আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব।মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে বিবেক,বুদ্ধি দিয়েছেন। আর এর দ্বারা আমরা সকল প্রানীর থেকে আলাদা।আজ এই জ্ঞান, বুদ্ধি আছে বলেই আমরা মানুষ হিসেবে পৃথিবীতে বসবাস করতে পারছি।

একাকিত্ব কোন মানুষের কাম্য নয়।মানুষ একা থাকতে পারে না। তাইতো মহান আল্লাহ আমাদের জন্য পরিবার দিয়েছেন।সেই পরিবারে নানা সম্পর্কের নানা মানুষ দিয়েছেন। আমরা যাতে পৃথিবীতে তাদেরকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে পারি।এই পরিবারে আছে মা-বাবা,ভাই-বোন,চাচা-চাচী,মামা-মামী,খালা-খালু,ফুপা-ফুপু নানা সম্পর্কের মানুষ দিয়ে আমাদের সুখে রাখার কতোই না ব্যবস্থা করেছেন।নানা সম্পর্কের মানুষগুলোর সাথে ভালোবাসা আর পূর্ণতা নিয়েই আমার আজকের ব্লগটি শেয়ার করা।


social-media-3846597_1280.webp

সোর্স

একজন মানুষের সাথে অন্য একজন মানুষের যে সখ্যতা গড়ে উঠে।তাই মূলত সম্পর্ক।এই সম্পর্ক যেকোনো মানুষের সাথেই হতে পারে।সম্পর্ক বুঝতে আমরা শুধু নারী -পুরুষের সম্পর্ককেই বুঝে থাকি।এটা একদম ঠিক নয়।সম্পর্ক যে কারো সাথে যে কারোই হতে পারে।যে সম্পর্কে শ্রদ্ধা, সম্মান থাকে সেই সম্পর্কগুলোই শেষ পর্যন্ত টিকে থাকে।

ধরুন, যেকোনো একটি সম্পর্ক দুজন মানুষের সাথে হলো। সেই মানুষ দুটি যদি নিজেদের মধ্যে বিশ্বাসের জায়গাটা তৈরি করে নিতে পারে, তখনই তাদের মধ্যে ভালোবাসার আর্বিভাব হয়।আর দিনের পর দিন যখন নিজেদের মধ্যে বোঝাপরাটা ভালো হয় তখনই সম্পর্কের পূর্নতা চলে আসে।এটা যেকোনো মানুষের ক্ষেত্রেই।বোঝাপরাটা একটা সম্পর্কের খুব গুরুত্বপূর্ণ একটি দিক। দুজন মানুষের বোঝাপরা যখন খুব ভালো হয়, তখন বাইরের কোন মানুষ এসেই তাদের সম্পর্কের মাঝে কোন ঝামেলার চেষ্টা করলেও সফল আর হতে পারে না।

যেকোনো সম্পর্ক শুধু ভালোবাসা ভালোবাসি এই দিয়ে শুরু করলে সেই সম্পর্ক কতটা দূর যাবে তা সত্যিই ভাবনার বিষয়। সম্পর্ক তৈরি করলে ও ভালোবাসার পূর্ণতা কখনও পায় না।কোন সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন দুজন মানুষ দুজনকে মূল্য দেয়,শ্রদ্ধা থাকে দুজন দুজনের প্রতি আর দুজন দুজনের প্রতি বিশ্বাসের জায়গাটা তেরি করে নিতে পারে।ঠিক তখনই একটা সুস্থ সম্পর্ক ভালোবাসার দিকে এগিয়ে যায়।আর একটা সময় পর সেই সম্পর্কের পূর্ণতা আসে।

আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই, আমাদের সমাজে এমন অনেক সম্পর্ক আছে দেখলে মনে হয় দুজন দুজনের অন্তপ্রান।অথচ তারাই দেখবেন দিনশেষে খুঁটি নাটি বিষয় নিয়ে ভুলা বোঝাবুঝি করে দুজনের মাঝে দূরত্ব তৈরি করে।আসলে এমন দুজন মানুষের সম্পর্ক হয় ঠিকই কিন্তু ভালোবাসা তাদের সম্পর্কে তৈরি হয়না।আর তাই যেকোনো ছোট-খাটো বিষয়ে ও তাদের সম্পর্কের ফাটল ধরে খুব সহজে।তাই আমি মনে করি যেকোনো সম্পর্কে আগে বোঝাপরাটা ভালো ভাবে করে সুস্থ ভালোবাসা দুজনের মাঝে শুরু হোক।ধীরে ধীরে সেই ভালোবাসা একদিন পূর্ণতা পাবেই।আর সেই ভালোবাসায় কোন কালো ঝড় এসেও ভেঙ্গে দিতে পারবে না।

আমরা খেয়াল করলে দেখবো,আমাদের সমাজের এমন ও চিত্র আছে যেখানে দুজন মানুষ অনেক দূরে দূরে বসবাস করে অথচ তাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো।এটা সম্ভব হয়েছে দুজন মানুষের এই বোঝাপরা,সম্মান, শ্রদ্ধার জায়গা থেকেই।তাই দূরে থেকেও সম্পর্ক ভালো থাকে। এই সম্পর্ক এক সময় সুন্দর একটি ভালোবাসায় রূপ নেয়।সেই ভালোবাসায়ই আবার দুজন মানুষের সম্পর্কে পূর্ণতা এনে দেয়।

আসুন আমরা যেকোনো সম্পর্কে শ্রদ্ধা, সম্মান আর বোঝাপরার মাধ্যমে একটি সুস্থ সম্পর্ক গড়ে তুলি।সেই সম্পর্ককে একটি হেলদি সম্পর্ক হিসেবে এগিয়ে নিয়ে যাই।তাতে নিজের এবং সমাজের কল্যান বয়ে আনবে।

আজ আর নয়।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter


পোস্ট বিবরন


শ্রেনীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@shimulakter

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

Sort:  
 2 years ago 
 2 years ago 

আপনি ঠিকই বলছেন সম্পর্ক যে কোন সময় হতে পারে। সম্পর্কের কারণে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মানের জায়গা তৈরি হয় ‌। আসলে সম্পর্ক অনেক মূল্যবান তা ধরে রাখা খুবই প্রয়োজন। সম্পর্ক বজায় থাকলে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জাগ্রত হয়। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

 2 years ago 

একেবারে সত্য কথা বলেছেন। অনেক দূরে ধরা যায় না, ছোঁয়া যায় না। তবু আমাদের আমার বাংলা ব্লগ কমিউনিটির কথাই বলি এখানে সবার সাথে সবার সম্পর্কটা বা বন্ডিং টা কত মজবুত। যেমন আপনার সাথে আমার। হি হি হি। বেশ সুন্দর লিখেছেন। ভালোবাসা কে টিকিয়ে রাখতে প্রয়োজন শুধু মাত্র বোঝাপড়া। তাই আমাদের প্রতিটি মানুষের উচিত ভালোবাসার আগে বুঝা পড়ার ভিত্তিটা মজবুত করা।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.033
BTC 92002.14
ETH 2295.26
SBD 0.77