ওয়েব সিরিজ রিভিউ ( রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি- শেষ এপিসোড )!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ওয়েব সিরিজ এর কিছু তথ্য
------ | ------ |
---|---|
নাম | রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি |
লেখক | মোহাম্মদ নাজিম উদ্দিন |
পরিচালক | শ্রীজিৎ মুখার্জী |
প্লাটফর্ম | হইচই |
মুক্তি | ২০২১ |
অভিনয়ে | আজমেরি হক বাঁধন, অনিবার্ন ভট্টাচার্য, রাহুল বোস, অঞ্জন দও, অনিবার্ন চক্রবর্তী। |
মুশকান জুবেরির বাড়িতে আগুন জ্বলছে। ঐ বাড়ির দারোয়ান কে কিছুতেই ধরে রাখা যাচ্ছে না সে শুধু বাড়ির ভেতরে যেতে চাইছে। কিন্তু পুলিশ যেতে দিচ্ছে না। কিছুক্ষণ পরে একজন মেয়ে এমন ভাবে বাড়ি থেকে বের হয়ে আসে যেন সে খুব বাজেভাবে আগুনে পুড়ে গেছে। পুলিশ মনে করে ঐটা বাড়ির কাজের লোক। একজন পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায় গাড়ি করে। ঠিক ঐসময় দারোয়ান টা দৌড়ে বাড়ির মধ্যে চলে যায়। এবং বাড়ির মধ্যে থেকে আরেকটা মেয়েকে নিয়ে আসে। তবে এই মেয়েটা একেবারে অক্ষত ছিল কিন্তু জ্ঞান ছিল না। এটাই ছিল কাজের মেয়ে। তখন পুলিশ বুঝতে পারে তাহলে আগের টা ছিল মুশকান জুবেরি। মুশকান জুবেরি সবাইকে ধোকা দিয়ে পালিয়েছে।
এরপর দেখা যায় কিছুদূর গিয়ে বন্দুক ধরে পুলিশকে গাড়ি থেকে নামিয়ে দেয় ঐ মহিলা। তারপর একটা পুকুরের ধারে গাড়িটা দাঁড় করিয়ে নিজের মেকাপ তুলে ফেলে। অর্থাৎ আগুনে পোড়ার চিহ্নগুলো ছিল পুরোটাই মেকাপ। মুশকান জুবেরি পালানোর জন্য ঐ ছদ্মবেশ ধরে। এরপর মুশকান জুবেরি কাউকে ফোন করে সেখানে চলে যায়। অন্যদিকে নিরুপম কে পাওয়া যায় পরের দিন বাড়ির বাইরে বাগানে। অর্থাৎ সে আগুনে পুড়ে যায়নি। নিরুপমের সুস্থ্য হতে কয়েকদিন সময় লাগে। তবে তার কিছুই মনে নেই। অর্থাৎ মুশকান জুবেরির সাথে তার কী কথা হয়েছিল ঐ বাড়িতে তার কিছুই সে জানে না। তার উপর মুশকান জুবেরি একধরনের ড্রাগ প্রয়োগ করেছিল।
নিরুপম যখন অ্যালবামের পাতা উল্টাছিল ঐসময় ড্রাগ তার শরীরে প্রবেশ করে যার ফলে সে অসুস্থ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সুন্দরপুরের এমপি অসীম কর্মকার তার নিজের ঘরে বসে মদ্যপান করছে। গভীর রাতে সেখানে আচমকা হাজির মুশকান জুবেরি। ঐদিন রাতেই হৃৎক্রিয়া বন্ধ হয়ে মারা যায় এমপি। মোটামুটি মুশকান জুবেরিই দায়ী এর পেছনে। এরপর দেখা যায় আগের একটা দৃশ্য। বিপদ বুঝতে পেরে মুশকান জুবেরি রাশেদ জুবেরির সকল সম্পদের ট্রাস্টি করে যায় রমাকান্তমাস্টার কে। এবং বলে এটা ছিল রাশেদের ইচ্ছা। এবং এটা দিয়ে আপনি যায় করেন একটা লাইব্রেরি করবেন। রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছে। প্রতিদিন কেউ না কেউ এসে চায়ের দোকানদার রহমান মিয়ার কাছে জিজ্ঞেস করে কবে খুলবে। নিরুপম এর কাছে একটা ভয়েস ম্যাসেজ পাঠাই মুশকান জুবেরি সেটাতে বলে আবার দেখা হবে। এখানেই শেষ হয় এপিসোড টা।
ব্যক্তিগত মতামত
মুশকান জুবেরির সব রহস্য ফাঁস হয়ে গিয়েছে। সে মানুষ গুলোকে নিখোঁজ করে তাদের একটা নির্দিষ্ট অংশ খেয়ে ফেলত বয়স ধরে রাখার জন্য। এবং ঐদিন পরিকল্পিত ভাবে বাড়িতে আগুন লাগিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। এবং রাশেদ জুবেরির সব সম্পত্তির ট্রাস্টি করে যায় রমাকান্ত মাস্টার কে। তবে হাতের মধ্যে পেয়েও মুশকান চলে গিয়েছে তাকে ধরতে পারেনি নিরুপম এটা নিয়ে সে বেশ আফসোস করে। সবমিলিয়ে সব রহস্যের জট খুলেই শেষ হয় এপিসোড টা। তবে মুশকান জুবেরি পালিয়ে যায় ।
অফিশিয়াল ট্রেলার
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1907726510062186682?t=auS8y9XKKinDjAr4ktFIng&s=19
https://x.com/Emon423/status/1907727045456441695?t=j1PsrTfIiMae8ZPgXfl_Fw&s=19
https://x.com/Emon423/status/1907727305218338836?t=ToNswA5TJYUImokHcf8GVg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
শেষ এপিসোডের একেবারে শেষের অংশ দেখলে যেন মনে হয় আবার আরেকটি সিরিজ আসতে চলেছে। তবে এই সিরিজটি তো অনেকদিন আগেই তৈরি হয়েছিল এখনো পর্যন্ত এর অন্য কোন পার্ট আসেনি। শেষে যেভাবে রহস্য উন্মোচন হয়েছিল সেইটাও খুব ভালো লেগেছিল। আপনি বেশ সুন্দর করেই প্রতিটা পর্ব আলোচনা করলেন।