অবমাননা নয়, সম্পীতির বন্ধন চাই আমরা
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ০৩ ই ডিসেম্বর ২০২৪ ইং
গত বেশ কিছুদিন ধরে নিউজ চ্যানেল গুলোর মধ্যে আমাদের প্রতিবেশী দেশের পতাকা গুলো কে অবমাননার দৃশ্য দেখছিলাম। আসলে ভারত আমাদের পুরনো একটি প্রতিবেশী দেশ, এই বিষয়ে হয়তো আমরা সকলেই অবগত আছি।আর প্রতিবেশী দেশের সাথে আমাদের দেশের এতো বড় অবমাননা দেখে আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছিল। কেননা, পতাকা দিয়ে কখনো মানুষ কে বিবেচনা করা যায় না। পতাকা হলো একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রতীক। একটি পতাকা কে অবমাননা করা মানেই একটি পুরো দেশ থেকে অবমাননা করা। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই পরস্পরের ভাই ভাই। আমরা চাই না আমাদের মাঝে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক।
আমি যেদিন থেকে বুঝতে শিখেছি, সেদিন থেকেই আমি ভারত কে অনেক শ্রদ্ধা নিবেদন করি। কেননা, ভারত আমাদের দেশের জন্য অনেক অনেক বেশি সাহায্য সহযোগিতা করেছে। আমরা তা চাইলে কোনদিন ভুলতে পারবো না। ভবিষ্যতে ও আমাদের কে অনেক অনেক বেশি সাহায্য করতে পারবে আমাদের কে। তবে, আমরা যদি আমাদের এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করি, তাহলে আমাদের অনেক বড় একটি সম্পর্ক নষ্ট হয়ে যাবে।আমি মনে করি ভারত আমাদের কে অনেক অনেক ভালোবাসে, আমরা ও ভারত কে অনেক বেশি ভালোবাসি। যদি আমাদের ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে আমরা অনেক কিছু বঞ্চিত হয়ে যাবো।
একটি দেশের সেদেশের প্রতিটি মানুষের একটি ভালোলাগার জায়গা।আর একটি স্বাধীন পতাকা অর্জন করতে একটি দেশ অনেক অনেক আন্দোলন, যুদ্ধ ও লড়াই করতে হয়।আর এই সব কিছুর মধ্য দিয়ে একটি স্বাধীন পতাকা অর্জিত হয়। এখন যদি আমাদের নিজের দেশের পতাকা অন্য কোন এক দেশ বিভিন্ন ভাবে অবমাননা করার চেষ্টা করে, তাহলে অবশ্যই নিজের কাছে একটু হলেও খারাপ লাগবে।আর সে দিক থেকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের পতাকা নিয়ে বেশ কিছু দিন ধরে অবমাননা করার চেষ্টা করা হচ্ছে।এটা আমার মতে অনেক বড় একটি ভুল কাজ করা হচ্ছে। কেননা , একজন মানুষ কিংবা জাতি কখনোই একটি পতাকার মূল্য দিতে পারবে না।
কিছু শিক্ষিত মানুষ হয়ে ও অশিক্ষিতদের মতো আচরণ করা হচ্ছে।এটা আসলেই অনেক বড় মাপের ভুল করছে তারা । এই ভুলের কখনো ক্ষমা হয় না। সেদিক থেকে গ্ৰামের মানুষেরা অনেক গুণে ভালো রয়েছে। আমরা সকলেই চাই দুই দেশের মধ্যে হিংসা বিদ্বেষ না ঘটিয়ে বন্ধুত্ব তৈরি করা।আর এটা করার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে।আর যারা আমাদের প্রতিবেশী দেশের পতাকা নিয়ে অবমাননা করেছে, তাদের প্রতি তীব্র নিন্দা জানাই। পতাকা এবং দেশের অবমাননা না করে আমরা আবার দুই দেশের মাঝে সম্পৃতি তৈরি করতে চাই। দেশের অবমাননা কিংবা পতাকার অবমাননা কখনোই ভালো কিছু বয়ে আনতে পারবে না। আমরা চাই আমাদের দুই দেশের বন্ধুত্ব আরো বেশি গভীর হোক।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
X promotion
আপনি ঠিক বলেছেন ভাইয়া পতাকা অর্জন করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে।অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন পতাকা।আর সেই পতাকাকে অবমাননা করা আমাদের মোটেও উচিত নয়। আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই।বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
প্রতিটা দেশ অনেক বেশি কষ্ট করে একটা পতাকা অর্জন করার জন্য। আর এই জাতীয় পতাকা আমাদের মায়ের সমান। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা সবার জানানো উচিত অবমাননা নয়। হ্যাঁ ভাইয়া, আমরা সবাই সম্প্রীতির বন্ধন চাই। দুই দেশের সুন্দর একটা সম্পর্ককে নষ্ট করে দেওয়া উচিত নয়। দুই দেশের মধ্যে যেন আগের মতোই সুন্দর একটা সম্পর্ক থাকে এটাই চাই।