রেসিপি পোস্টঃ ঘরোয়া পদ্ধতিতে খাঁটি গাওয়া ঘি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)
আসসালামু আলাইকুম

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @tanha001

বাংলায় ১১ ফাল্গুন ১৪৩১ খ্রিষ্টাব্দ।
আরবি ২৪ শাবান ১৪৪৬ হি:।

রোজ: সোমবার।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আশা করি আপনারাও আপনাদের পরিবার পরিজন নিয়ে অনেক ভাল আছেন।বেশ অনেকদিন হলো কোন রেসিপি পোস্ট করা হয় না তাই ভাবলাম আজ একটি রেসিপি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করি।আমি বিভিন্ন রকম রেসিপি তৈরি করতে অনেক পছন্দ করি। তাই আজ ঘরোয়া পদ্ধতিতে গরুর গাওয়া ঘি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার তৈরি করা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

সর্বশেষ

1740384082746.png

IMG_20250224_104333.jpg

IMG_20250224_104349.jpg

IMG_20250224_104318.jpg

প্রয়োজনীয় উপকরণ

ক্রিম দুধ/দুধের সর


20250222_100107.jpg


প্রথম অংশ

IMG_20250224_103417.jpg

প্রথমেই বলে নেওয়া ভালো ঘি নরম জ্বালে তৈরি করলে বেশি ভালো হয় তাই আমি চুলার উপর ঘি তৈরি করে নিয়েছি।তারজন্য প্রথমে আমি একটি পরিষ্কার কড়াই চুলার উপর বসিয়ে নিয়েছি। এরপর হালকা জ্বালে ক্রিম দুধ জ্বাল করে নিয়েছি।

দ্বিতীয় অংশ

IMG_20250224_103430.jpg

আস্তে আস্তে জ্বাল দিয়েছি আর একটি নাড়কি দিয়ে একটানা নেড়ে নিয়েছি। প্রথম থেকেই একটানা নাড়তে থাকতে হবে তা না হলে ক্রিমদুধ কড়াইয়ে লেগে যাবে। যত বেশি নাড়াচাড়া করা হবে ঘি তত বেশি সুন্দর হবে।

তৃতীয় অংশ

IMG_20250224_103444.jpg

টানা জ্বালের সাথে ক্রিম দুধ ঘন ঘন নাড়তে থাকতে হবে এক সময় ক্রিম দুধের রঙ হলুদ হয়ে যাবে।

চতুর্থ অংশ

IMG_20250224_103718.jpg

ক্রিম দুধ হলুদ বর্ন হয়ে গেলে চুলার জ্বাল একটু বাড়িয়ে দিয়ে ঘন ঘন নাড়তে হবে। কিছুক্ষন জ্বাল দেওয়ার পর ক্রিম দুধ বাদামি রঙ হয়ে যাবে বুঝতে হবে ঘি প্রস্তুত হয়ে গেছে।

পঞ্চম অংশ

IMG_20250224_103741.jpg

এবার জ্বাল দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য।

ষষ্ঠ অংশ

IMG_20250224_103910.jpg

ঘি ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রের উপরে পরিষ্কার কাপড় দিয়ে জ্বাল দেওয়া ঘি ঢেলে দিতে হবে।

সপ্তম অংশ

IMG_20250224_104208.jpg

এরপর কাপড়ের মুখ একসাথে ধরে পেচিয়ে দুই হাত দিয়ে চাপ দিয়ে ঘি থেকে বাড়তি ময়লা গুলা বের করে নিতে হবে আর এভাবেই ঘরে থাকা দুধ থেকে ঘরোয়া পদ্ধতিতে সুন্দর ভাবে ঘি তৈরি করা সম্ভব। আর এই ঘি এর স্বাদ এক কথায় অনন্য।এই ঘি বাজারের ঘির থেকে ১০০% খাঁটি আর স্বাদের অতুলনীয়। ঘরোয়া পদ্ধতিতে ঘি তৈরি করে খাওয়ার মজাই আলাদা।


পোস্টের বিষয়রেসিপি পোস্ট
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

আমি তানহা তানজিল তরসা।আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPnXqv8yMxzHNR6nUXKQkvfrP3ovLM9EsUu4UCgXa59s7GHNpnrVMyhKUUPdzi...KSUYpV4x15hWpVmBuiCqQUnihjHZtSQQLu1MKTdmTHAGm2LQqPmYRYZuTohyoRAcBCHeZgTdUfBZP2d4mXF2C6HgKH5SnFeZiAxVzDG9eJJQL7M6CsRCp85E7.webp

Sort:  
 2 days ago 

1740384198055.png

 2 days ago 

ইউনিক একটা রেসিপি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। ক্রিম দুধ দিয়ে এভাবে ঘরে ঘী তৈরি করা যায় এটা জানা ছিল না। ঘরোয়া উপায়ে একদম পারফেক্ট গাওয়া ঘি তৈরি করেছেন। রেসিপি টা দেখে ভালো লাগলো। ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 days ago 

জ্বি আপু ক্রিম দুধ দিয়ে তৈরি করা ঘি খেতে অনেক টেস্ট। বিশেষ করে ১০০% খাঁটি ও স্বাদে অতুলনীয় যেটা বাজারের ঘিতে পাওয়া যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

ঘরোয়া পদ্ধতিতে খাঁটি গাওয়া ঘি তৈরি করেছেন। খাঁটি ঘি খেতে কিন্তু ভীষণ টেস্টি। আসলে এভাবে কখনো খাঁটি ঘি তৈরি করা দেখিনি বা কখনো তৈরি করা হয়নি। তবে আপনার তৈরি করা খাঁটি ঘি গুলো দেখে খেতে ইচ্ছে করছে। আপনার রেসিপিটি আপনি পর্যায়ক্রমে সম্পন্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 days ago 

খাঁটি গরুর খাটি গাওয়া ঘি তৈরি করেছেন যা ভীষণ সুন্দর হয়েছে। ঘি আমার খুবই পছন্দের রাতে কিংবা সকালে গরম ভাতের সাথে গাওয়া ঘি যে কি ভালো লাগে তা বোঝাতে পারবো না।অসম্ভব সুন্দর করে ঘি তৈরি করেছে এবং ঘি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় ঘি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 days ago 

আপনার মতো গরম ভাতের সাথে ঘি ও আলু ভর্তা খেতে অনেক পছন্দ করি। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 days ago 

সত্যিই অনেক খুব সুন্দর ঘি বানিয়েছেন যা দেখি আমার নিজেরই ভীষণ লোভ হচ্ছে। তবে খাঁটি গরুর দুধের ঘি নয়। গরুর খাঁটি দুধের ঘি। হে হে হে

 2 days ago 

ঘরোয়া পদ্ধতিতে এইভাবে ঘি আমিও তৈরি করে থাকি। এভাবে ঘি তৈরি করলে হেতে পরিশ্রম অনেক কম হয় কিন্তু ফলাফল বেশ ভালোই পাওয়া যায়। খুবই সুন্দর বানিয়েছেন আপনি ঘি টি।

 yesterday 

জি আপু আপনি ঠিকই বলেছেন খুব কম সময়ে অনেক সুন্দর করে ঘরোয়া পদ্ধতিতে ঘি তৈরি করা যায় আর এটা ১০০% খাঁটি ও হয়।

 2 days ago 

সংসার জীবনে একবার ঘি বানিয়েছিলাম বাসায়। ঘি বানানো অনেক সময় সাপেক্ষ। অনেকদিন থেকে দুধের সর জমিয়ে রাখতে হয়। আপনার এই রেসিপি দেখে সেই দিনের কথা মনে পড়ে গেল। তবে বাসায় তৈরি ঘি খুবই স্বাস্থ্যকর। অসংখ্য ধন্যবাদ আপু ঘরোয়া পদ্ধতিতে ঘি তৈরির রেসিপি শেয়ার করার জন্য।

 yesterday 

আমার বাসার সবাই অনেক ঘি পছন্দ করে এর জন্য আমি চেষ্টা করি তাদের বাসায় তৈরি করে খাওয়ানোর।আগে বাজার থেকে কিনে খেতাম কিন্তু অতটা স্বাদ না ভেজাল আর বাসায় তৈরি করা 100% খাঁটি হয়।

 yesterday 

ঘি তৈরি করার বিভিন্ন রকম প্রসেস আছে। তবে আপনি দুধের সর থেকে এভাবে সুন্দর করে ঘি তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো।তৈরি করা কিছুটা সময় সাধ্য ব্যাপার। তবে তৈরি করার পর এটা অনেক বেশি খাঁটি ভাবে তৈরি হয়। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন আপু ।

 yesterday 

আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 88450.04
ETH 2463.80
USDT 1.00
SBD 0.69