বিষয় - রেসিপি - " মসুরের ডাল দিয়ে মূলা পাতুরি " | | 10 % beneficiary for @shy-fox | | ০৬ |১১ | ২২ ইং | |
আসসালামু আলাইকুম / আদাব বন্ধুরা,
বাংলা ২১ ই কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ
হ্যালো ,
“ আমার বাংলা ব্লগ " এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন সবাই ? সবাই ভাল আছেন আশাকরি।আমিও আপনাদের শুভকামনায় ভাল আছি।বন্ধুরা আমি @shimulakter বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে আছি। আপনাদের সবার সহযোগিতায় প্রতিনিয়ত কাজ করার উৎসাহ পাচ্ছি। তাইতো প্রতিদিন ই কিছু না কিছু ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি।
মসুর ডাল দিয়ে মূলা পাতুরি |
---|
বন্ধুরা,আমি আজ রেসিপি নিয়ে হাজির হয়েছি।আমার আজকের রেসিপি “ মসুরের ডাল দিয়ে মূলা পাতুরি “।মূলা অনেকেই পছন্দ করেন না।কিন্তু মূলা খুব প্রয়োজনীয় একটি সব্জি।খেতে পারলে অনেক ভাল উপকার পাবেন।আমার মনে হয় রান্না করার আগে ভাপ দিয়ে পানি ফেলে দিলে সবাই খেতে চাইবে।আর মাছের পাশে দিলেও খেতে ভাল লাগে। রেসিপির প্রস্তুত প্রণালী দেয়ার আগে এর উপকরণগুলো আগে তুলে ধরছি।
উপকরণ | পরিমান |
---|---|
মূলা | ২ টি |
ডাল | হাফ কাপ |
পেঁয়াজ কুচি | ২/৩ টি য়া |
তেল | পরিমান মত |
হলুদের গুঁড়া | পরিমান মত |
মরিচের গুঁড়া | পরিমান মত |
কাঁচা মরিচ | ৫/৬ টা |
ধনিয়া পাতা | পরিমান মত |
রসুন পেস্ট | সামান্য |
উপকরণ ত হলো। এবার চলে যাব প্রস্তুত প্রণালীতে।আমি ধাপে ধাপে রান্নাটি তুলে ধরছি,আশাকরি আপনাদের কাছে ভাল লাগবে।
ধাপ - ১
প্রথমে মূলা কেটে ধুয়ে নিয়েছি।
ধাপ - ২
এরপর কেটে রাখা মূলা গরম পানিতে ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে ঝরিয়ে নেব।
ধাপ - ৩
এবার ডাল ধুয়ে নেব।
ধাপ - ৪
প্রথমে চুলায় প্যান বসিয়ে দেব।এরপর তাতে পরিমান মত তেল দিয়ে দেব।তেল গরম হয়ে এলে,তাতে পরিমান মত পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব।
ধাপ - ৫
পেঁয়াজ ভাজা হলে তাতে পরিমান মত লবন,রসুন পেস্ট ,হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালমত ভুনা করে নেব সব মসলা।
ধাপ - ৬
এরপর মসলাগুলো ভালভাবে ভুনা হয়ে এলে,তাতে ভাপ দিয়ে রাখা মূলাগুলো দিয়ে নেড়ে -চেড়ে নেব ।ভালমত ভুনা হয়ে এলে তাতে ডাল দিয়েও ভুনতে থাকব একসাথে।
ধাপ - ৭
এবার পরিমান মত পানি দিয়ে সিদ্ধ হতে দেব।সিদ্ধ হয়ে এলে তাতে কাঁচা মরিচ দিয়ে দেব।এরপর পানি আরও কিছু শুকিয়ে এলে তাতে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব।
পরিবেশন
এবার আমি প্লেটে তুলে পরিবেশন করলাম। আশাকরি এই রেসিপিটি আপনাদের কাছে ভাল লেগেছে।
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস | SamsungA20 |
---|---|
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | নিজ বাসস্থান |
আজ এ পর্যন্তই। আমার রান্না করা " মসুরের ডাল দিয়ে মূলা পাতুরি " আপনাদের কাছে কেমন লাগলো, আশাকরি জানাবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
মসুরের ডাল দিয়ে মূলা পাতুরি এ ধরনের রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আমার তো খুবই ফেভারিট। আমিও গত রাতে আলু মোলা পুইশাক এবং ইলিশ মাছ দিয়ে এরকম রেসিপি প্রস্তুত করেছিলাম খুবই টেস্টি হয়েছিল খেতে।।
আপনার প্রস্তুত করা রেসিপিটি দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে খেতে মজা হবে এতে কোন সন্দেহ নেই। রেসিপি'র প্রস্তুত প্রণালী খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।
আপু ঠিক বলেছেন রান্নার আগে ভাপ দিয়ে পানি ফেলে দিলে সবাই খেতে পারে। এতে করে মুলার যে গন্ধ তা আর থাকে না। আমার কাছে মুলা খেতে অনেক ভালো লাগে। কিন্তু কখনো মসুরের ডাল দিয়ে মূলা পাতুরি খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ইউনিক একটি রেসিপি দেখতে পেলাম আপু ।আপনার পোস্টের মাধ্যমে এভাবে করে মূলা খাওয়া হয়নি আমার।আর মূলা তো অপছন্দের ।তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু ছিল।ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ভাল লাগলো। অনেক অভিনন্দন আপনাকে।
মসুর ডাউল দিয়ে মূলা দেখার পর স্কিপ করে যাব ঠিক তখনই নজরে আসলো পাতুরি। যাইহোক মুলার পাতুরি রেসিপি একেবারে অদ্ভূত লেগেছে আমার কাছে। যদিও মূলা আমার খুব একটা প্রিয় না। তবে রেসিপি টা মোটামুটি ভালো তৈরি করেছেন। এটা খাওয়ার ঝুঁকি আমি নিতে পারি হা হা। ভালো ছিল আপু আপনার রেসিপি টা।
এভাবে খেয়ে দেখবেন, আশাকরি নিরাশ হবেন না।অনেক ধন্যবাদ ভাইয়া।
আইরিন আপুকে দেখলাম মসুরের ডাল দিয়ে চাল কুমড়ার সবজি রান্না করেছে। আর আপনি মসুরের ডাল দিয়ে মুলো রান্না করেছেন। এটা কি এখন ট্রেন্ডিং এ চলছে নাকি বাংলাদেশে। তবে আপনার রেসিপিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং উপস্থাপনাও অসাধারণ ছিল।
মুলা খেতে অনেকেই পছন্দ করে না কিন্তু আমি মুলা খেতে খুবই পছন্দ করি। শীতের সময়ে মুলার যেকোনো তরকারি খেতে আমার খুবই ভালো লাগে। গতকালকেই আমি মুলা দিয়ে মটরের ডাল রান্না করেছিলাম খুবই ভালো খেয়েছি। আপু আজকে আপনার কাছে নতুন একটি রেসিপি জানতে পারলাম ডাল দিয়ে মুলার পাতুরি, আগে কখনো এরকম করে খাওয়া হয়নি, মুলা যেহেতু পছন্দ করি অবশ্যই আপনার পদ্ধতি অবলম্বন করে বাসায় রান্না করবো। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপু।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
মুলা আমি আগে একেবারেই খেতাম না।কিন্ত ইদানিং খেতে ভালোই লাগে। তবে মুলা দিয়ে মসুরের ডালের রেসিপি কখনো খাওয়া হয়নি। আমি প্রথমে ছবি দেখে ভেবেছিলাম কেক হয়ত🤣🤣,পরে টাইটেল দেখে বুঝতে পারলাম।যাই হোক প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে।
হিহিহিহি,আপু ঘুমের মধ্যে ও কি কেক দেখেন নাকি?? 😂 ধন্যবাদ, মন্তব্য করে পাশে থাকার জন্য।
ঠিক বলেছেন আপু মুলা খেতে অনেকেই পছন্দ করে না। আমিও তেমন পছন্দ করি না। তবে আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে। তার জন্য মাঝে মাঝে আমাকে মুলা রান্না করতে হয়। আপনার এই রেসিপিটি মুলা মসুর ডালের পাতুরি আমার খুব কাজে আসবে। নতুন একটি রেসিপি শিখলাম।অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।
আপু আপনাকেও অনেক ধন্যবাদ। রেসিপিটি ট্রাই করবেন জেনে ভাল লাগলো। ধন্যবাদ আপু।
মুলা মুলা আর মুলা আসলে কাচা খেতে বেশ ভালো ই লাগে ৷ তবে সবাই মুলা খেতে পছন্দ করে না ৷ প্রথম দুই একদিন ভালো লাগে তবে এরপর আসলে ভালো লাগে না ৷ আপনি মুসুরের ডাল দিয়ে কি সুন্দর করে পাতুরি করেছেন ৷ তবে এর সাথে যদি চিংড়ি মাছ থাকতো তাহলে তো কথাই ছিল না ৷
যা হোক তবুও অনেক ভালো ছিল ৷