গাজরের তৈরি মজাদার ফ্রেন্স ফ্রাই রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগ বাসিরা!

আসসালামু আলাইকুম।


লেখার শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগিং শুরু করতেছি। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার অসীম রহমতে বেশ ভালো আছি।

গাজরের মজাদার ফ্রেন্স ফ্রাই রেসিপি

gajor19.jpeg

আমি আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে গাজরের ফ্রেঞ্চ ফ্রাই। গাজর এমন একটি খাবার যা আমরা সকলেই পছন্দ করি। সেটা সালাদ হোক কিংবা এমনি কাঁচা খাওয়া হোক অথবা যেকোনো রেসিপি করে খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে গাজরের লাড্ডু তো অনেক মজার। এছাড়া আমার কাছে গাজরের পায়েস অনেক ভাল লাগে। আজ শেয়ার করব গাজর দিয়ে কিভাবে ফ্রেন্স ফ্রাই তৈরি করতে হয়। গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এছাড়াও রক্ত সল্পতা দূর করতে গাজর অনেক ভালো কাজ করে।

গাজরের অনেক গুণাবলী রয়েছে তাই আমাদের সকলের উচিত কমবেশি গাজর খাওয়া। বাসায় অনেক গুলো গাজর আনা ছিল তো চিন্তা করলাম কি করা যায়। বাচ্চাদের কে তো এমনিতে খাওয়াতে পারি না তাই গাজরের ফ্রেন্স ফ্রাই তৈরি করে নিয়েছি। প্রথমে ভাবছিলাম কেমন জানি হয় খেতে কিন্তু তৈরি করার পরেই বেশ ভালো লেগেছিল খেতে। বাচ্চারা যেহেতু কম খেতে চায় তাহলে এভাবে গাজরের ফ্রেন্স ফ্রাই করে দেওয়া যেতে পারে। আপনারাও চাইলে আমার রেসিপিটি দেখে এভাবে গাজরের ফ্রেন্স ফ্রাই তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি কিভাবে গাজরের ফ্রেন্স ফ্রাই তৈরি করেছি।

gajor18.jpeg


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


উপকরণপরিমাণ
গাজর৪টি
ডিমএকটি
হলুদ গুঁড়াসামান্য
জিরা, ধনিয়ার গুঁড়া ও হালকা লাল মরিচের গুঁড়াসামান্য
সয়া সস১ চামচ
কর্নফ্লাওয়ার২ চামচ
তেলফ্রাই করার জন্য
লবণস্বাদমত


গাজরের মজাদার ফ্রেন্স ফ্রাই তৈরির ধাপ সমূহ


ধাপ-১

প্রথমে আমি চারটা গাজর নিয়েছি গাজর গুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ফেলে দেওয়ার পর ধুয়ে নিয়েছি। এবার কিউব করে কেটে নিয়েছি ফ্রেন্স ফ্রাই করার জন্য।

gajor.jpeg

gajor1.jpeg


ধাপ-২

এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও লাল মরিচের গুঁড়া এবং সামান্য লবণ দিয়েছি।

gajor2.jpeg

gajor3.jpeg

সাথে এক চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছি সব উপকরণ। এখন সব উপকরণ যেহেতু দেওয়ার শেষ কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিব।

gajor5.jpeg

gajor6.jpeg


ধাপ-৩

এখন নিয়েছি আলাদাভাবে দুই থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার, সাথে হালকা হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং সামান্য লবন। সাথে একটা ডিম ফেটে দিয়েছি।

gajor7.jpeg

gajor8.jpeg

gajor9.jpeg


ধাপ-৪

ডিম ফেটে দেওয়ার পরে সব উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিয়েছি। সেই ডো টা আমি আগে থেকে রেস্টে রেখে দেওয়া গাজরে দিয়ে দিব। ভালো করে সব কিছু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এবার ভেজে নেওয়ার পালা।

gajor10.jpeg

gajor11.jpeg

gajor12.jpeg


ধাপ-৫

এখন সব উপকরণ যেহেতু দেওয়া শেষ চুলায় একটা কড়ায় বসিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আস্তে আস্তে গাজর গুলো ভেজে নিব। হালকা তাপে ভাজবো যাতে পুড়ে না যায়।

gajor13.jpeg

gajor14.jpeg

একটু মুচমুচে করতে চাইলে কম তাপে ভাজলে ভালো হয় কালারটাও সুন্দর আসে। এভাবে সব গাজর গুলো ভেজে নিয়েছি আমি।

gajor15.jpeg

gajor17.jpeg


রেসিপির পরিবেশনা


খুব একটা ধারণা ছিল না রেসিপিটি সম্পর্কে তবে নিজের আইডিয়া থেকে তৈরি করে নিয়েছি। তাই একটু ভয় কাজ করছিল কেমন জানি হয় খেতে। যখন তৈরি করা হয়ে যায় তখন সস দিয়ে খেতে অনেক ভালো লাগছিল। আর যারা এমনি গাজর খেতে চায় না তারাই এভাবে অনেক পছন্দ করবে খেতে।

gajor18.jpeg

gajor19.jpeg

আমার তো খেতে অনেক ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনারাও চাইলে আমার রেসিপিটি দেখে তৈরি করতে পারেন। তো বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আপনি তো দেখছি খুবই ইউনিক একটা রেসিপি তৈরি করেছেন। গাজরের তৈরি ফ্রেন্স ফ্রাই ‌ দেখে আমি তো লোভই সামলাতে পারছিনা। আমার তো এখন এই রেসিপিটি খেতে খুবই ইচ্ছে করছে। যাই হোক রেসিপির কালার কম্বিনেশন দেখে একটু বেশি লোভ লেগে গিয়েছিল। এরকম একটা মজাদার রেসিপি সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লেগেছে।

 2 years ago 

অসাধারণ ছিল ভাইয়া খেতে বাচ্চারা তো এমনিতে খেতে চাইনা তাই এভাবে তৈরি করে দিয়েছি সস দিয়ে খুশি মনে খেয়েছে।

 2 years ago 

গাজরের তৈরি মজাদার ফ্রেন্স ফ্রাই দেখে আমার তো জিভে জল চলে এসেছে। আপনি খুবই মজাদার একটা রেসিপি তৈরি করেছেন দেখছি। আলুর ফ্রেন্স ফ্রাই অনেক খেয়েছি কিন্তু আগে কখনো গাজরের ফ্রেন্স ফ্রাই খাওয়া হয়নি। আপনার রেসিপির কালার কম্বিনেশন দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে এবং বেশ মজা করেই খেয়েছেন। এরকম মজাদার একটা রেসিপি সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

গাজরের ফ্রেন্স ফ্রাই খেতে অনেক মজা আপু। আমার রেসিপি দেখে তৈরি করে নিতে পারেন খেতে অনেক ভালো লাগে।

 2 years ago 

গাজর দিয়ে যে, এমন গাজরের ফ্রেন্স ফ্রাই বানানো যায় ৷সেটা আজ প্রথম দেখলাম ৷এরকম নতুন ইউনিক রেসিপি শেয়ার করলেন আপু ৷ খুব সহজে গাজরের ফ্রেন্স ফ্রাই তৈরি করলেন ৷ দেখে মনে হয় বেশ ভালোই সুস্বাদু হয়েছে ৷
অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ইউনিক রেসেপি শেয়ার করার জন্য ৷

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার রেসিপি দেখে সাবলীল ভাষায় মতামত দেওয়ার জন্য। আপনিও তৈরি করে খেয়ে দেখতে পারেন ভাইয়া ভালো লাগে খেতে।

 2 years ago 

গাজরের তৈরি মজাদার ফ্রেন্স ফ্রাই রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার মজাদার রেসিপি পরিবেশন দেখে শিখতে পারলাম,পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি দেখে আপনি শিখে নিতে পারবেন এটা হচ্ছে আমার সফলতা।

 2 years ago 

আলুর ফ্রেন্স ফ্রাই খেয়েছি অনেক। তবে গাজরের ফ্রেন্স ফ্রাই কখনো খাওয়া হয়নি। এমন কি কখনো এই রেসিপি তৈরি করাও হয়নি। সত্যিই আপু গাজর দিয়ে যেভাবে এই রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

গাজরের ফ্রেন্স ফ্রাই অনেক মজার আপু আমিও প্রথম করেছি অনেক মজা হয়েছিল খেতে।

 2 years ago 

গাজর আমার খুবই ফেভারিট।
গাজর দিয়ে প্রস্তুত করা অনেক মজাদার রেসিপি পূর্বে দেখেছি এবং খেয়েছি।।
তবে এই রেসিপিটি আপনার কাছ থেকে আজ প্রথমবারের মত ধারণা পেলাম।।
দেখতেই অনেক লোভনীয় দেখাচ্ছে খেতে নিশ্চয়ই খুবই খুবই মজাদার হবে।।

 2 years ago 

হে ভাইয়া গাজর দিয়ে অনেক কিছু তৈরি করা যায় তবে ফ্রেঞ্চ ফ্রাই আমি প্রথম তৈরি করেছি খেতে কিন্তু দারুন ছিল।

 2 years ago 

খুবই মজাদার এবং ইউনিক ধরনের একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। গাজর দিয়েও যে এরকম ভাবে ফ্রেন্স ফ্রাই রেসিপি তৈরি করা যায় সেটা জানা ছিল না রেসিপিটি আমার কাছে একদম নতুন এবং ইউনিক লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু যদি মন চাই আমার রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য মজার একটি খাবার।

 2 years ago 

গাজরের তৈরি মজাদার ফ্রেন্স ফ্রাই রেসিপি একদম নতুন লেগেছে। এই রেসিপি আমি কখনো তৈরি করেনি এবং খাওয়া হয়নি। আপনার রেসিপি পরিবেশন দেখে খুবই ভালো লাগলো। এই মজাদার রেসিপিটি তাই শিখে নিলাম পরবর্তী তৈরি করে দেবো কতটা মজা হয়।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে রেসিপি তৈরি করে শেয়ার করেছি আপনাদের ভালো লেগেছে সেটাই হচ্ছে আমার সার্থকতা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.030
BTC 81660.93
ETH 1614.30
USDT 1.00
SBD 0.79