রেসিপি পোষ্ট: ডিম আলুর সহজ ও সুস্বাদু রেসিপি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ০৯ ই মার্চ ২০২৫ ইং
প্রয়োজনীয় উপকরণ
- ডিম
- আলু
- পেঁয়াজ
- রসুন
- মরিচ
- হলুদ
- মশলা
- লবণ
![]() | ![]() |
---|
কার্যপ্রণালী
ধাপ-১
প্রথমে আমরা একটি পাতিলের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে তার মধ্যে বেশ কয়েকটি ডিম দিয়ে ডিম গুলো সিদ্ধ করে নিলাম।
ধাপ-২
এরপর ডিম গুলো সিদ্ধ হয়ে গেলে, ডিম গুলো থেকে ডিমের খোসা ছাড়িয়ে নিলাম একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম।তেল গুলো গরম হয়ে গেলে আমরা আমাদের ডিম গুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিম গুলো বেশ কিছু সময় ধরে ভাজি করে নিলাম।
ধাপ-৩
ডিম ভাজি শেষ করে আমরা আবার সেই পাঁতিলের মধ্যে পরিমাণ মতো কিছু তেল ঢেলে দিলাম। এরপর আমরা পাতিলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ।
ধাপ-৪
পেঁয়াজ গুলো ভাজি হয়ে গেলে, সেখানে বাটে রাখা পেঁয়াজ ,রসুন ও মরিচ বাটা , লবণ, হলুদগুঁড়া, মসলা গুঁড়া সব গুলো দিয়ে কষিয়ে নেয়। তারপর আমরা আলু কুচি গুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবং সব কিছু একদম নাড়াচাড়া করে মিক্সার করে নিলাম।
![]() | ![]() |
---|
ধাপ-৫
আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে পাতিলের মুখ বন্ধ করে রাখলাম এবং বেশ কিছুক্ষণ সময় পরে আমাদের আলু লাল লাল করে কষিয়ে নিলাম।
ধাপ-৬
এরপর আলু গুলো কষিয়ে নেওয়া সম্পন্ন হয়ে গেলে আমরা পরিমাণ মতো পানি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর আমরা পাতিলের মুখ ঢেকে রাখলাম।
ধাপ- ৭
আলু গুলোর সেদ্ধ হয়ে, ঝোল কমে এলে ,সেখানে ভেঁজে নেওয়া ডিম গুলো দিয়ে দিলাম। এরপর সকল উপকরণ একদম নাড়াচাড়া করে মিক্সার করে নিলাম। এখন আমাদের রেসিপি টি সম্পন্ন হয়ে গেল।
পরিবেশন
আমার তৈরি করা রেসিপি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আরে আপনি তো দেখছি আজ আমার ফেভারিট রেসিপিটা তৈরি করলেন। রেসিপিটা দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসলে পছন্দের রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। এত মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখেই ভালো লাগছে। যে কেউ কিন্তু সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে। কারণ তৈরি করার পদ্ধতি আপনি সুন্দর করে শেয়ার করেছেন।
https://x.com/Riyadx2P/status/1898669775183814760?t=kHnJVKfa2j66CBqvjkU39A&s=19
ডিম আলুর এরকম রেসিপি খাওয়া হয়নি কখনো বেশ লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। চমৎকার সুন্দর ও।লোভনীয় রেসিপি।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় ডিম আলুর সহজ রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
একদম ভিন্নরকম একটা রেসিপি আজকে আপনার কাছ থেকে দেখতে পারলাম। আসলে এইভাবে সিদ্ধ ডিম দিয়ে কখন আলু রান্না করা হয়নি। তবে আলু ভাজির ক্ষেত্রে আলাদাভাবে ডিম দিয়ে রান্না করা হয়েছে। সেটা খেতেও ভীষণ মজা লাগে। তবে আপনার রেসিপিটা একদম নতুন লেগেছে আমার কাছে।
ডিম এবং আলু দিয়ে অনেক মজা তারা একটা রেসিপি তৈরি করেছেন। সেটা দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। সেহেরির সময় কিন্তু এই রেসিপিটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে। আপনার তৈরি করা রেসিপিটা আমার খুব পছন্দ হয়েছে। ইচ্ছে তো করছে এখনই খেয়ে ফেলি।
অনেক মজার একটি রেসিপি শেয়ার করলেন আপনি। ডিম ভুনার সাথে আলু ভাজি কুচি করে দিলেন দেখতে বেশ লোভনীয় দেখাচ্ছে। এধরনের রেসিপি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। সুস্বাদু রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডিম ও আলুর অনেক মজার রেসিপি করেছেন।সত্যি ডিম আলুর রেসিপি অসাধারণ। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছিল। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
অনেক সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।ডিম ও আলু দুটোই আমার অনেক পছন্দের খাবার। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।