রেসিপি||চিংড়ির স্বাদে মজাদার মটর শাক ভাজি||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

||আজ- ১লা, মাঘ||১৪২৯বঙ্গাব্দ,শীতকাল||


আসসালামুআলাইকুম/আদাব। কেমন আছেন আমার বাংলা ব্লগবাসি? আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি।আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে।আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে মটর শাক ভাজি।মটর শাক কিন্তু খুবই ভালো লাগে খেতে গ্রামের লোকেরা এই শাকের সাথে একটু বেশিই পরিচিত।আমাদের বাড়িতেও এই শাক শীতকালে বিভিন্নভাবে খাওয়া হয়ে থাকে।আজকে বাসায় চিংড়ি দিয়ে এভাবে রান্না করেছি।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।খুব সহজেই আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।
রেসিপির ফাইনাল লুক

InCollage_20230115_143426575.jpg

উপকরণপরিমাণ
মটর শাক১মুঠো
পেঁয়াজ৩টি বড় সাইজ
রসুন২ টি ছোট সাইজের
কাঁচা মরিচ৮টি
চিংড়ি মাছ৫০ গ্রাম
সরিষার তেলপরিমাণ মতো
হলুদ গুড়া১ চা চামচ
লবণস্বাদ মতো

InCollage_20230115_142504787.jpg

ধাপ-১
প্রথমে মটর শাক গুলো,পেঁয়াজ,মরিচ,রসুন সাইজ করে কেটে ধুয়ে নিতে হবে।তারপর চিংড়ি গুলো লবণ হলুদ পানি দিয়ে জাল দিয়ে পাত্রে উঠিয়ে নিতে হবে।তারপর কড়াইতে মটর শাকগুলো,পেঁয়াজ,মরিচ,রসুন কুচি দিয়ে দিতে হবে।

InCollage_20230115_142657146.jpg

ধাপ-২
এবার পরিমাণ মতো পানি দিয়ে শাক গুলো সিদ্ধ করে নিতে হবে।১০-১৫ মিনিটে সিদ্ধ হয়ে যাবে শাকগুলো তারপর একটি পাত্রে উঠিয়ে নিতে হবে।

InCollage_20230115_142750750.jpg

ধাপ-৩
এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে।মাছগুলো একটু ভেজে নিয়ে রেখে দেওয়া পেঁয়াজ,রসুন কুচি গুলো দিয়ে দিতে হবে এবং নাড়তে হবে।উপকরণগুলো বাদামী হয়ে আসলে সিদ্ধ করে রাখা মটরের শাকগুলো দিয়ে দিতে হবে।কিছুক্ষণ অর্থাৎ ১০ মিনিট মতো এভাবে নেড়ে চুলা অফ করে দিতে হবে।

InCollage_20230115_142912273.jpg

InCollage_20230115_143028391.jpg

ধাপ-৪
আমার রেসিপি প্রস্তুত।এবার রেসিপিটি একটি প্লেটে পরিবেশন করতে হবে।

IMG20230115125649.jpg

আজকের মতো এখানেই শেষ করছি।আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন।
রেসিপি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
ধন্যবাদ সবাইকে

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Banner_Annivr4.png

❤️❤️ আল্লাহ হাফেজ❤️❤️

Sort:  
 2 years ago 

হ্যাঁ আপু মটরের শাক রেসিপি আমার কাছে অনেক মজা লাগে তবে আমি মোটরের শাক ভর্তা সবচেয়ে বেশি পছন্দ করি। মোটরের শাক ভর্তা আর গরম ভাত সবচেয়ে বেশি মজা লাগে। আপনি চিংড়ি মাছের সমন্বয়ে মোটরের শাক ভাজি রেসিপি শেয়ার করেছেন দেখতে বেশ সুস্বাদু মনে হচ্ছে তবে মটরের শাক এর সাথে চিংড়ি মাছ দেওয়াতে আমার মনে হয় এর টেষ্ট আরো বৃদ্ধি পেয়েছে।

 2 years ago 

জি ভাইয়া ঠিকই বলেছেন চিংড়ির জন্য টেস্ট বৃদ্ধি পেয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

চিংড়ির স্বাদে মজাদার মটর শাক ভাজি খুবই সুস্বাদু মনে হচ্ছে, আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে, শেয়ার করুন ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

দারুণ একটি শাকের রেসিপি শেয়ার করলেন আপু! গ্রামে তো মটর শাক অনেক পাওয়া যায়! শেষ কবে খেয়েছি এই শাক মনেও নেই! আপনার শাকের রেসিপি দেখেই মনে পড়ে গেল! আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন এটা আমার কাছে খুবই ভালো লাগে তবে মটর শাক কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

মটর শাক এমনিতেই আমার প্রিয়। আমি পেঁয়াজ, রসুন দিয়ে ভাজি করি। কখনও চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করিনি। চিংড়ি দিয়ে ভাজি করলে তো আরো বেশি মজার হবে। আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এজন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু ঠিক বলেছেন একদম।ধন্যবাদ মতামতের জন্য।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে মটর শাক খাওয়া যায় এই প্রথম শুনলাম আপু। আমি এর আগে কখনো শুনিনি। মটর শাক আমাদের এদিকে পাওয়া যায় না। তাই কখনো খাওয়া হয়নি। তবে চিংড়ি মাছ আমার অনেক পছন্দের। চিংড়ি মাছ দিয়ে মটর শাক ভাজি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ও আচ্ছা।জি আপু অনেকেই এই শাক চিনেনা।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আমাদের এই দিকে মটর শাক খুব কম পাওয়া। মাঝে মাঝে মটর শাক শাক এমনি ভাজি খেয়েছি। চিংড়ি মাছ দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। খেয়ে দেখতে হবে। আপনার রান্না দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ও আচ্ছা।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যিই মোটরের শাক খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আর গ্রামের মানুষ এই মোটরের শাক সঙ্গে অনেক বেশি পরিচিত। আমার কাছে মোটরের শাক অনেক বেশি সুস্বাদু লাগে। আর আপনার মত করে যদি চিংড়ি যোগ করে ভাজি করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। মজাদার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96239.49
ETH 2782.12
SBD 0.67