আলু ও বেগুন দিয়ে রুই মাছের ঝোল রেসিপি
আসসালামু আলাইকুম
আলু ও বেগুন দিয়ে রুই মাছের ঝোল রেসিপি
উপকরণ | পরিমাণ |
---|---|
রুই মাছ | ১ টি |
বেগুন | ২ টি |
আলু | ১ টি |
পিঁয়াজ কুঁচি | ১ কাপ |
আদাবাটা | ১ চাৃচ |
রসুনবাটা | ১ চামচ |
হলুদ গুঁড়ো | দেড় চামচ |
মরিচের গুঁড়ো | ২ চামচ |
ধনের গুঁড়ো | ১ চামচ |
জিরার গুঁড়ো | ১/২ চামচ |
লবন | স্বাদমতো |
তেল | পরিমাণ মতো |
প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটু হলুদ ও লবন মাখিয়ে নিয়েছি।
এখন একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াই হালকা গরম হলে তেল দিয়ে দেব।
এভাবে একটা একটা করে কয়েকটি মাছ দিয়ে দিলাম ভাজার জন্য ।
এখন মাছগুলো দুই পাশ ভেজে তুলে নেব।
তারপর সেই তেলে আর একটু তেল দিয়ে দেব। তারপর তেল গরম হয়ে আসলে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।
এখন পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব। তারপর কিছু সময় নেড়েচেড়ে সকল মসলা দিয়ে দেব।
এখন মসলা গুলো ভালো করে কষাণো হয়ে গেলে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব।
পানি ফুটে আসলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দেব। ঝোল দিয়ে কিছু সময় রান্না করে নেব। তারপর ঝোল শুকিয়ে আসলে জিরার গুঁড়ো দিয়ে দেব।
এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। তারপর একটা বাটিতে তুলে পরিবেশন করব।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
আপনি ঠিক বলছেন প্রায় সময় আমরা রেসিপি করে থাকি। তবে আমরা একই ধরনের খাবারগুলো প্রায় সময় ঘুরেফিরে খেয়ে থাকি। কিন্তু ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে পারলে ভালো লাগে। আপনি আজকে সবজি দিয়ে রুই মাছ রান্না করলেন। রুই মাছ খেতে খুব ভালো লাগে। রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে আপু খেতে খুবই সুস্বাদু হয়েছিল।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু মাছটা দেখে তো মনে হচ্ছে কার্ফু বা ইন্দোনেশিয়া মাছ। রুই মাছের মত লাগছে না। যাই হোক এই মাছগুলোতে প্রচুর ডিম থাকে। আর এই ডিমগুলো বিভিন্নভাবে ভুনা বা ভাঁজি করে খেলে খুবই ভালো লাগে। মাছের সাথে কিছু বেগুনার আলু দিলে রান্নাটা আরো বেশি মজা লাগে। দারুন একটা রেসিপি তৈরি করেছেন আপু।
এটা রুই মাছ কি? মাথাটা দেখে মনে হচ্ছে না। যদিও আমি মাছ খুব একটা চিনি না তাও যতটুকু চিনি।
যাইহোক আলু বেগুন দিয়ে যে কোন মাছেরই ঝোল রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। আপনার রান্নাটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালো লাগছিল খেতে।
আলু আর বেগুনের তরকারি বড় মাছ দিয়ে রাঁধলে খেতে খুবই সুস্বাদু হয়। পেটে ডিম ভর্তি মাছগুলো খেতে আমার ভালো লাগে। মাছের ডিম ভুনাও বেশ সুস্বাদু একটা রেসিপি। খুবই লোভনীয় লাগছে রেসিপি টা দেখতে। মজার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আলু এবং বেগুন ব্যবহার করে যে কোন ধরনের রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলু ও বেগুন দিয়ে রুই মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
রুই মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর এভাবে আলু বেগুন দিয়ে রান্না করলে তো খেতে অনেক মজাদার হয়। মজাদার রেসিপি টা খুব সুন্দর ভাবে শেয়ার করলেন, দেখে ইচ্ছে করছে খেয়ে ফেলতে। দুপুরবেলা এরকম মজাদার রেসিপি গুলো হলে খুব ভালোই লাগে।
https://x.com/MimiRimi1683671/status/1892578091320365411?t=zqkDslszaxeHaBjc0uqReA&s=19
আলু ও বেগুন দিয়ে রুই মাছের ঝোল রেসিপি দেখে দেখে খেতে ইচ্ছা করছে।রেসিপি পরিবেশনটি দারুন হয়েছে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ