রেসিপি পোস্ট- কচু দিয়ে ইলিশ মাছ রান্নার সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি। আজ কিন্তু সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটি অনেকে পছন্দ করে । আর এটি হল আমাদের গ্রাম বাংলার একটি অতি পরিচিত ঐতিহ্য খাবার। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার রেসিপির পোস্ট দেখে আসি কেমন হয়েছে।

image-86751e8a-4a23-4a1e-b790-cd81c4ce90d4.jpg

Photoroom-20250224_120634.png

InFrame_1740397632626.jpg

আমরা যখন ছোটবেলা সরকারি কোয়ার্টারে ছিলাম তখন সেখানে কিছু জায়গা ছিল সেখানে কোয়াটারের সবাই কমবেশি সবজি ক্ষেত করতো। আমাদেরও সেরকম কিছু সবজি ক্ষেত ছিল তার মধ্যে কচু ক্ষেত একটি। আমার বাবা যখন কচুক্ষেত করতো তখন এই কচু সবাই খেয়ে অনেক প্রশংসা করত ।এতই মজা লাগতো যে মুখে লেগে থাকার মত । আজও ভুলতে পারছি না সে কচু তরকারি খাওয়ার স্বাদ। ঠিক সেভাবে অনেকদিন পর এমন মজার কচু আবার খেতে পারলাম। তবে এই কচু হচ্ছে যশোর থেকে আনা আমার খালার বাড়ির কচুক্ষেতের কচু। বাজার থেকে কচু এনে খেয়ে তেমন স্বাদ বা শান্তি পাওয়া যায় না। কারন বাজারে কচুগুলো কাটতে গেলে হাত ও খাওয়ার সময় গলা চুলকায়। এবার খালার বাড়িতে যখন গেলাম তাদের বাড়িতে কচু রান্না খেয়ে ভীষণ স্বাদ পেয়েছি । তাই খালারা আমাদের জন্য তাদের বাড়ির কচুক্ষেত থেকে কিছু কচু তুলে দিয়েছিল। আর কচুগুলো দিয়ে ভাবলাম ইলিশ মাছ রান্না করবো। আর সেই ভাবনা থেকে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।

প্রয়োজনীয় উপকরণ

InFrame_1740402123826.jpg

উপকরণপরিমাণ
ইলিশ মাছ১টি
কচুপরিমাণ মতো
পেঁয়াজ কুচিপরিমাণ মতো
রসুন ছেচাপরিমাণ মতো
শুকনা গুঁড়াপরিমাণ মতো
হলুদের গুঁড়াপরিমাণ মতো
আদা রসুন বাটাপরিমাণ মতো
ধনেপাতা কুচিপরিমাণমতো
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

কচু দিয়ে ইলিশ মাছ রান্নার সুস্বাদু রেসিপি

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে চুলায় পেন বসিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজকুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলো যখন লাল হয়ে আসলো তখন তার মধ্যে এক এক করে হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, আদা রসুন বাটা ও লবণ দিয়ে দিলাম এবং এবং মসলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিলাম।

InFrame_1740374902891.jpg

ধাপ - ২ :

এবার মসলাটা যখন লাল লাল হয়ে কষে এলো এবং মসলার মধ্যে তেল উঠে আসলো তখন তার মধ্যে কেটে রাখা ইলিশ মাছে গুলো কোন দিয়ে মসলার মধ্যে মাছগুলো কষিয়ে মাছগুলো একটি প্যানে তুলে নিলাম।

InFrame_1740374975538.jpg

ধাপ ৩ :


এবার সেই মসলা গুলোর মধ্যে কেটে ও ধুয়ে রাখা কচুগুলো দিয়ে মশুর সাথে মেয়েদের দিলাম এবং পাতিলটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

InFrame_1740375097153.jpg

ধাপ - ৪ :

এবার কিছুক্ষণ পর ছেচে রাখা রসুনগুলো কচুর মধ্যে দিয়ে সকল উপকরণগুলো একসাথে ভালোমতো অনেকক্ষণ কষিয়ে নিলাম।

InFrame_1740375588279.jpg

ধাপ - ৫ :

এবার যখন কচুগুলো মসলার সাথে ভালোমতো কোষে ভাজাভাজা হয়ে এল তখন তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কচুগুলো নেরে দিলাম ও পাতিলটি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় জ্বালে বসিয়ে রাখলাম।

InFrame_1740375734241.jpg

ধাপ - ৬:

এবার ১০ থেকে ১৫ মিনিট পর পাতিলের ঢাকনা তুলে যখন দেখলাম কচুগুলো সিদ্ধ হয়ে আসছে এবং পানি অনেকটা শুকিয়ে গেছে তখন তার মধ্যে কষিয়ে রাখা ইলিশ মাছগুলো ও ধনেপাতা কুচি গুলো দিয়ে আরো কিছুক্ষণ চুলায় জ্বালে রাখলাম ।

InFrame_1740394721027.jpg

শেষ - ধাপ :


এবার যখন দেখলাম তরকারি থেকে পানি শুকিয়ে এসেছে ও তরকারিটি সম্পন্ন হয়ে গেছে তখন গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য পরিবেশনের জন্য নামিয়ে নিলাম।

InFrame_1740394997916.jpg

ফাইনাল আউটপুট

image-44c4f9df-43ff-4422-ab67-3538fc5681e6.jpg

বন্ধুরা কেমন হলো আমার আজকের রেসিপিটি? আমি কিন্তু বেশ মজা করে খেয়েছি। আশা করি আপনার আমার মত এমন করে রান্না করে বাসা খেয়ে দেখবেন। আজান নয় সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

1000028235.png

image.png

1000028233.gif

1000028234.gif

Sort:  
 2 days ago 

আমার দিদু যখন সরকারি কোয়ার্টারে থাকতেন তখন আমরা বেড়াতে যেতাম। সেখানে অনেক ধরনের সবজি চাষ করতেন সকলে মিলে। সামনে একটি পুকুরও ছিল। সেখানে প্রচুর মাছ ধরতাম আমরা। আপনার পোস্টে কোয়াটারের কথা দেখে মনে পড়ে গেল। যাইহোক আপু , আমার মা বলে ইলিশ মাছ বেগুন এবং কচুর সাথে রান্না করলে এর স্বাদ নাকি অনেক বেড়ে যায়। ইলিশ মাছ তো এমনিতেই অনেক সুস্বাদু কচুর সাথে কম্বিনেশন টা বেশ দারুন। রেসিপিটি দেখে লোভ লেগে গেল আপু। লোভনীয় রেসিপিটি তৈরি পদ্ধতি শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।

 17 hours ago 

ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 days ago 

IMG-20250216-WA0001.jpg

 2 days ago 

আমাদের পশ্চিমবঙ্গে সরকারি কোয়ার্টারে ছোট্ট বেলকনিও থাকে না। সে ক্ষেত্রে বলা যায় আপনাদের সরকারি কোয়াটার গুলো বেশ বড় বড় যার সামনে অনেকটা জায়গা রয়েছে।

কচু ইলিশের রান্নার কথা আগে শুনেছি এবং ইউটিউবেও দেখেছি নানান ভিডিও। আপনার রেসিপিটা দেখে ভীষণ ভালো লাগছে। আমি কখনো কচু দিয়ে কোন মাছের ঝোল খাইনি। তবে দেখে মনে হচ্ছে বাড়িতে বানালে ভালোই লাগবে।

 17 hours ago 

খেয়ে দেখবেন দিদি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 days ago 

কচু দিয়ে ইলিশ মাছ রান্নার সুস্বাদু রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশের আমার কাছে দারুন লেগেছে। এত সুস্বাদু শেয়ার করার জন্য ধন্যবাদ।

 17 hours ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 days ago 

আসলে সরষে ইলিশ খেয়েছি এবং ইলিশের ঝোল খেয়েছি কিন্তু কচু দিয়ে ইলিশের রেসিপি এর আগে কখনো খাইনি। আর এই জন্য এই রেসিপিটা আমার কাছে একটা নতুন ধরনের রেসিপি। আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপি তৈরির প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 17 hours ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 days ago 

আপু কচু শাক হোক কিংবা কচু হোক ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা হয়। আপনার তৈরি কচু দিয়ে ইলিশ মাছের রেসিপিটি দেখতে ভীষণ লোভনীয় লাগছে আপু। অসংখ্য ধন্যবাদ কচু দিয়ে ইলিশ মাছের মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 17 hours ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 days ago 

প্রথমে চলে আয় তাড়াতাড়ি বসিয়ে তার মধ্যে কিছু কেটে রাখা পেঁয়াজকুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলো যখন লাল হয়ে আসলো তখন তার মধ্যে এক এক করে হলুদ গুঁড়া শুকনা মরিচ গুঁড়া আদা রসুন বাটা ও লবণ দিয়ে দিলাম এবং এবং মসলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিলাম।

প্রথম লাইনটা বুঝতে পারিনি আপু। তাছাড়া এতগুলো লাইনের মধ্যে দাঁড়ি কমা কিছুই নেই দেখছি। যাইহোক ইলিশ মাছ কচু দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। এই রেসিপিটা মাঝেমধ্যে খাওয়া হয় আমার। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 17 hours ago 

ধন্যবাদ ভাইয়া আপনার উপদেশ মূলক মন্তব্যের জন্য।

 yesterday 

কচু দিয়ে ইলিশ মাছ রান্নার সুস্বাদু রেসিপি তৈরি করেছেন।খুবই সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। এরকম রেসিপি গুলো খেতে দারুণ হয়।ইলিশ মাছ সুস্বাদু একটি মাছ যে ভাবেই রান্না করা হোক না কেন খুবই ভালো হয় খেতে।খুবই লোভনীয় হয়েছে আপনার রেসিপি টি।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 17 hours ago 

দিদি ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 yesterday 

কচু দিয়ে কখনো ইলিশ মাছ রান্না করা হয়নি। তবে আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে ইলিশ মাছের রেসিপি তৈরি করেছেন। রেসিপিটা দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে। ইলিশ মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। বুঝতে পারছি দেখে এই রেসিপিটা অনেক মজা করে খেয়েছেন।

 17 hours ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 88450.04
ETH 2463.80
USDT 1.00
SBD 0.69