চিকেন ভুনা খিচুড়ি রেসিপি

in আমার বাংলা ব্লগ2 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আমার খুব খুব পছন্দ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার মতো হয়তো অনেকেরই পছন্দের খাবার এটি। আর শীতকালে গরম গরম এই রেসিপি খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। আপনারা হয়তো রেসিপি টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কিসের রেসিপি শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা আমি শেয়ার করছি চিকেন ভুনা খিচুড়ি রেসিপি। খিচুড়ি আমার বরাবরই ভীষণ প্রিয়।সেটা হোক গ্রীষ্মকাল, শীতকাল কিংবা বর্ষাকাল। বলতে পারেন আমার পছন্দের খাবারের তালিকায় খিচুড়ি সবার উপরে।

আজ দুপুরে দেশি মুরগি রান্না করা হয়েছিল বাসায়। দুপুরে খাওয়ার পর রাতে একদমই খেতে ইচ্ছে করছিল না। তাই মায়ের কাছে আবদার করলাম যেন রাতে গরম গরম খিচুড়ি রান্না করে দেন। বেশ কয়েক প্রকার সবজি, মসুর ডাল, মুগ ডাল ইত্যাদি দিয়ে। শীতকালে শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। সন্ধ্যার পর দেখলাম মা রান্না করছেন তাই ফটোগ্রাফির সাথে সাথে সুন্দর একটি ভিডিওগ্রাফিও করে ফেললাম। আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভাল লাগবে।তো চলুন রেসিপিতে চলে যাই।

1000021283.jpg

1000015079.png

উপকরণ
চাল
মসুর ডাল
মুগ ডাল
মটরশুঁটি
রান্না করা চিকেন
টমেটো
পেঁয়াজ
কাঁচামরিচ
আদা-রসুন বাটা
জিরা-ধনিয়ার গুঁড়া
হলুদ গুঁড়া
গরম মসলা
লবণ
তেল

1000021282.jpg

1000000122.png

ধাপ-১

প্রথমে সব উপকরণ রেডি করে নিয়েছি। চাল ধুয়ে নিয়ে ভেজে রাখা মুগ ডাল মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে রাইস কুকারে নিয়েছি। সাথে কিছুটা মটরশুঁটি দিয়েছি।

1000021281.jpg

ধাপ-২

এরপর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি, গুঁড়া মসলা, বাটা মশলা এবং গরম মসলা।

1000021280.jpg

ধাপ-৩

এবার পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিয়ে টমেটোগুলো দিয়ে আবারো মেখে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

1000021279.jpg

ধাপ-৪

মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি রান্নার জন্য।

1000021278.jpg

ধাপ-৫

মাঝে একবার ঢাকনা সরিয়ে নেড়ে দিয়েছি।

1000021277.jpg

ধাপ-৬

খিচুড়ি যখন 80% হয়ে গেছে তখন রান্না করা চিকেন দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

1000021276.jpg

ধাপ-৭

রান্না সম্পন্ন হয়ে গেলে আমি গরম গরম সবার সামনে পরিবেশন করেছি।

1000021275.jpg

1000021284.jpg

তো এই ছিল আমার আজকের চিকেন ভুনা খিচুড়ি রেসিপি। আমরা তো ভীষণ মজা করে খেয়েছিলাম। সত্যি কথা বলতে এত প্রকার সবজি, ডাল সাথে চিকেন দিয়ে রান্না করায় খিচুড়ির টেস্ট খুবই সুস্বাদু হয়েছিল। আমার মতো আপনারা আর কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি বা অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000116.png

1000010107.jpg

Sort:  
 2 months ago 

আসলে এই খিচুড়ি দেখে নিজেকে আর ধরে রাখতে পারছি না। কেননা মাংস দিয়ে খিচুড়ি রান্না আমার অনেক বেশি প্রিয়। আসলে আপনি আজ আমাদের মাঝে দারুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছেন। এছাড়াও এই রেসিপি তৈরির প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন।

 2 months ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। সত্যি চিকেন দিয়ে খিচুড়ি রান্না খুবই সজার হয়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

চিকেন ভুনা খিচুড়ি খেতে অসাধারণ সুস্বাদু লাগে। আপনার এই রেসিপি তৈরির বর্ণনা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনার এই রেসিপি তৈরিতে বিভিন্ন প্রকারের মসলাগুলো সুন্দরভাবে প্রস্তুত করে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 months ago 

আমার রেসিপিআপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

চিকেন ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি পোষ্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয় খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়।

 2 months ago 

চেষ্টা করি ভাইয়া মজা করে রান্না করার।আর সবাই খেয়ে খুবই পছন্দ করে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 months ago 

শীতের সকালে গরম গরম ভুনা খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। খিচুড়ির মধ্যে মটরশুটি দিলে আমার খুবই ভালো লাগে। কিছুদিন আগে আমাদের বাসায় এরকম মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে। তবে বেশিরভাগ সময় মসুর ডাল দিয়ে রান্না করা হয়। মুগ ডাল দিয়ে রান্না করলেও অনেক সুস্বাদু হয় খেতে। আপনার চিকেন ভুনা খিচুড়ি রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে। মজার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

সবগুলো ডাল একসাথে দিয়ে রান্না করলেও খিচুড়ি খেতে ভীষণ মজার হয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

খিচুড়ি আমার সব সময় অনেক অনেক প্রিয় একটি খাবার। আমি যদি কখনো বাইরে যাই অবশ্যই হোটেলে খিচুড়ি আগে খোঁজ করি। যাহোক আপনি দারুন লোভনীয় রেসিপি তৈরি করেছেন। বেশ অনেক কিছু ব্যবহার করেছেন এই খিচুড়ি রান্নায়। দেখে মনে হলো অতিশয় লোভনীয় আর রুচি সম্মত একটি রেসিপি তৈরি করেছেন।

 2 months ago 

খিচুড়ি আমারও অনেক পছন্দের একটি খাবার। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনিও খিচুড়ি খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো।

 2 months ago 

খিচুড়ির রেসিপি গুলো দেখলে যেন কোনভাবেই লোভ সামলাতে পারে না। আর আপনি যেভাবে চিকেন ভুনা খিচুড়ি রান্না করেছেন তাদেরকে তো কোন ভাবেই পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

সবজি দিয়ে চিকেন ভুনা খিচুড়ি খেতে হবে খুব পছন্দ করি।আজকে আপনি চিকেন খিচুড়ির লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন।দেখেই মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।চিকেন ভুনা খিচুড়ি আমাদের মাঝে এত সুন্দর হবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

জ্বি চিকেন ভুনা খিচুড়ি খুবই সুস্বাদু হয়েছিলো খেতে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 78475.32
ETH 1917.87
USDT 1.00
SBD 0.81