"কাঁচকলা দিয়ে মসুর ডালের ভুনা রেসিপি"

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক তারপরও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

"কাঁচকলা দিয়ে মসুর ডালের ভুনা রেসিপি"

GridArt_20250220_215615454.jpg

বাঙালীর দৈনন্দিন খাদ্যতালিকার একটি পদ হচ্ছে ডাল।সেটা হতে পারে যেকোনো ডাল, তো সেই ডালকে যদি আরো-ই সুস্বাদু করে তোলা যায় তাহলে কেমন হয়! তো আমি অনেকদিন পর একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম।আসলে সবসময় মাছ খাওয়ার প্রতি ইচ্ছাবোধ থাকে না।তাই মাঝে মাঝেই নিরামিষ খেতে ভালোই লাগে।তাছাড়া নিরামিষ রেসিপি তৈরি করতে আমি খুবই পছন্দ করি।এটা মাছ ছাড়া রেসিপি হলেও আমি এগুলো মসুর ডাল ও কাঁচকলা সহযোগে ঘন করে তৈরি করেছি।তাই এই রেসিপিটি তৈরি করার পর বেশ স্বাদের হয়েছিলো খেতে।যাইহোক আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----

IMG_20250220_214759.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.কাঁচকলা- 3 পিচ
2.মসুর ডাল-1/2 বাটি
3.কাঁচা মরিচ - 5 টি
4.লবণ- 1 টেবিল চামচ
5.হলুদ-1/2 টেবিল চামচ
6.লাল মরিচ গুঁড়া-1/2 টেবিল চামচ
7.পেঁয়াজ কুচি- 1 টি
8.আদা-রসুন বাটা-1 টেবিল চামচ
9.জিরে বাটা-1.5 টেবিল চামচ
10.সরিষা বাটা-1 টেবিল চামচ
11.জিরে গুঁড়া- 1/2 টেবিল চামচ
12.সরিষার তেল-60 গ্রাম

IMG_20250220_214233.jpg

IMG_20250220_215138.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250220_214303.jpg
প্রথমে আমি একটি বটির সাহায্যে কাঁচকলার খোসা ছাড়িয়ে নেব।তারপর গোল গোল পিচ করে কেটে নেব,তারপর পেঁয়াজ ও কাঁচা মরিচগুলি কেটে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব।

ধাপঃ 2

IMG_20250220_214413.jpg
এবারে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ ও হলুদ মিশিয়ে নেব।

ধাপঃ 3

IMG_20250220_214425.jpg
এরপর কেটে নেওয়া কলার পিচগুলি দিয়ে উল্টেপাল্টে ভেজে নেব।

ধাপঃ 4

IMG_20250220_214437.jpg
এখন আমি কলাগুলি লাল লাল করে ভেজে তুলে নিলাম একটি পাত্রে।

ধাপঃ 5

IMG_20250220_214454.jpg
এরপর আমি কড়াইতে পরিমাণ মতো জল ঢেলে দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিলাম।

ধাপঃ 6

IMG_20250220_214508.jpg
এবারে বেশ কিছু ঝাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে গলিয়ে নিলাম।

ধাপঃ 7

IMG_20250220_215022.jpg
এখন সেদ্ধ ডাল নামিয়ে নিয়ে কড়াইতে পুনরায় তেল দিয়ে দিলাম।তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং অন্যান্য বাটা ও গুঁড়া মসলা দিয়ে দিলাম।

ধাপঃ 8

IMG_20250220_214616.jpg
এরপর সব মসলা একত্রে নেড়েচেড়ে কষিয়ে নিলাম।

ধাপঃ 9

IMG_20250220_214635.jpg
এবারে কষানো মসলার মধ্যে ভেজে রাখা কলার টুকরো দিয়ে দিলাম।

ধাপঃ 10

IMG_20250220_214650.jpg
এখন মসলা মেশানো কলার মধ্যে ডালটি ঢেলে দিলাম।

ধাপঃ 11

IMG_20250220_214721.jpg
এরপর ডালের মধ্যে জিরার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ।

শেষ ধাপঃ

IMG_20250220_214846.jpg
সবশেষে ডাল ফুটে ঘন হয়ে এলে নামিয়ে নেব একটি প্লেটে।তো আমার তৈরি করা হয়ে গেল "কাঁচকলা দিয়ে মসুর ডালের ভুনা রেসিপি"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250220_214821.jpg

IMG_20250220_214740.jpg

IMG_20250221_080956.jpg
এখন এটা গরম গরম ভাত কিংবা রুটি/লুচির সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে খুবই মজাদার ও সুস্বাদু হয়েছিল।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 22 hours ago 

টাস্ক প্রুফ:

GridArt_20250221_214800208.jpg

 yesterday 

মসুর ডাল ভুনা আমার বেশ পছন্দের একটা খাবার। তবে কাঁচা কলা দিয়ে এভাবে কখনো ভুনা করে খাওয়া হয়নি। কাচা কলা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। রেসিপি টা দেখতে খুবই লোভনীয় লাগছে। খেতে নিশ্চয়ই সুস্বাদু ছিল। অনেক ধন্যবাদ দিদি ইউনিক এবং সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 yesterday 

কাঁচকলা দিয়ে মসুর ডালের ভুনা রেসিপি করে আমার কখনোই খাওয়া হয়নি। মসুর ডাল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। আপনার তৈরি করা কাঁচকলা দিয়ে মসুর ডালের ভুনা রেসিপি দেখতে বেশ মজাদার ও লোভনীয় লাগছিল। আশা করি খেতেও অনেক সুস্বাদু হয়েছে। সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 yesterday 

কাঁচকলা দিয়ে মসুর ডালের ভুনা রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে রেসিপি তৈরি করেন। এবং সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করেন। আপনি অনেক সুন্দর করে রেসিপিটি পরিবেশন ও করেছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

 yesterday 

কাঁচা কলা সবজি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং পুষ্টিকর একটি খাবার। ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খুব সুস্বাদু হয়েছিল।যদিও রেসিপিটি কখনো করা হয়নি তবে এই রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

কাঁচা কলার সাথে মসুরের ডাল, বাহ কম্বিনেশনটা খুব ভালো তো। তবে এভাবে রেসিপি কখনো খাওয়া হয়নি।রেসিপিটি আমার কাছে ইউনিক মনে হলো এবং বাসায় একদিন ট্রাই করবো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 yesterday 

কাঁচাকলার নতুন একটি রেসিপি শিখে নিলাম। দেখে তো খুবই লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয় অনেক মজার হবে।ধন্যবাদ আপু কাঁচাকলা আর মসুর ডালের মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 yesterday 

মসুর ডাল বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৈরি করা যায়। আপনি দেখছি আজকে ভিন্ন পদ্ধতি অবলম্বন করে কাঁচকলা দিয়ে মসুর ডালের ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 yesterday 

আপু আপনার কাছে নতুন একটি রেসিপি শিখতে পেরে অনেক ভালো লাগলো।কাঁচকলা দিয়ে মসুর ডালের ভুনা রেসিপি দারুন হয়েছে। দেখেই খেতে ইচ্ছে করছে আপু। অনেক লোভনীয় লাগছে।

 yesterday 

কাঁচা কলা দিয়ে এই মসুরের ডালের রেসিপি আমার কাছে সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি। কেননা এই রেসিপি এর আগে আমি কখনো খাইনি এবং এই রেসিপির কোন ধরনের পোস্ট আমি আগেও দেখিনি। আসলে রেসিপিটি দেখে মনে হচ্ছে যে এটি অনেক সুস্বাদু হয়েছে । সুন্দর করে এই রেসিপি তৈরির প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96627.07
ETH 2769.68
SBD 0.65