রেসিপি: সুস্বাদু ভুট্টা ভাজি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি রেসিপি পোস্ট। দু একদিন আগে দুইটা ভুট্টা আনা হয়েছিল আমাদের জমি থেকে। যেহেতু কাঁচা ভুট্টা ছিল তাই ভুট্টার দানাগুলো বেশ নরম ছিল। বাড়িতে এনেই ভুট্টা গুলো সুন্দরভাবে ধুয়ে দানা গুলো ছাড়িয়ে নিলাম। এরপর সুন্দরভাবে ভেজে খেয়ে নিলাম। রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি ভীষণ ভালো লাগছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কিভাবে আমি ভুট্টা ভাজি সম্পূর্ণ করলাম সেটা এখন আপনাদের মাঝে তুলে ধরছি।
প্রয়োজনীয় উপকরণ
ক্রমিক নম্বর | নাম |
---|---|
১ | কাঁচা ভুট্টা |
২ | কাঁচা মরিচ |
৩ | পেঁয়াজ কুচি |
৪ | লবণ |
৫ | তেল |
ধাপ-১
প্রথমে আমি কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে।
ধাপ-২
এরপর এরমধ্যে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি ও পরিমাণমতো কাঁচা মরিচ কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।
ধাপ-৩
পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা ভুট্টা গুলো। তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো ।
ধাপ-৪
আমি ভুট্টা গুলো প্রায় ১০ থেকে ১৫ মিনিটের বেশি হবে ভুট্টা গুলো নাড়াচাড়া করছিলাম আর হালকা আঁচে রান্না করে নিলাম।
ধাপ-৫
কিভাবে অল্প অল্প করে ভাজলে খেতে ভীষণ মজা লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছিল রেসিপিটা। ভুট্টা পাকার আগে আমরা এইভাবে অনেকবার ভুট্টা ভাজি করে খায়। আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার উপস্থিত হয়ে ছি সবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভুট্টা পাকার আগে এভাবে যে রান্না করে খাওয়া যায় এটা জানা ছিল না। ভিন্ন ধরনের একটা রেসিপি দেখে খুবই ভালো লাগলো। আমার তো রেসিপিটা দেখেই খেতে ইচ্ছে করছে। নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার খুবই ভালো লাগে। এই রেসিপিটা আমার কাছে একবারই নতুন। কখনো সম্ভব হলে এই রেসিপিটা ট্রাই করে দেখব। আপনাকে ধন্যবাদ আপু মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।
এটাতো আমাদের এলাকাতে খুব বেশি খাই সিজনের সময় মানুষ। এভাবে ভাজি করে খাওয়া যায় আবার পুড়িয়ে ও খাওয়া যায়। ভীষণ মজা লাগে আপু একদিন ট্রাই করে দেখবেন।
কাঁচা মরিচ এবং পেয়াজ দিয়ে কখনো ভুট্টা ভাজি খাওয়া হয়নি। সাধারণত তেল দিয়ে ভাজি করে খাওয়া হয়। নতুন একটি রেসিপি শিখতে পেরে ভালো লাগলো আপু। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল।
এভাবে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে ভাজি করলে খেতে চমৎকার লাগে আপু।
ভুট্টা পুড়িয়ে খাওয়া হয়েছে কিন্তু এত চমৎকার ভাবে এত কিছু দিয়ে ভুট্টা ভাজি করে কখনো খাওয়া হয়নি।দেখে মনে হচ্ছে ভাজি খেতে বেশ হয়েছিল। এই ধরনের ভাজি বৃষ্টির দিনে খেতে বেশি ভালো লাগে। দেখে লোভ লেগে গেল আপু। চমৎকার ভাজি রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আপু এভাবে ভাজি করে খাওয়ার স্বাদ আলাদা এবং পুড়িয়ে খাওয়ার স্বাদ আলাদা। তবে আমার কাছে এভাবে ভাজি করে খেতে বেশি ভালো লাগে।
আজকে রাতে আমিও খেয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে। দেখে খুবই ভালো লাগলো চমৎকার এই রেসিপি। আশা করি অনেক মজাদার হয়েছে।
ঠিক বলেছেন ভীষণ মজার হয়েছিল দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি স্বাদ হয়েছিল।
https://x.com/MstFatema137069/status/1913154302371307989?t=4pS3rQw6Jbu7Bc9_vbNuiQ&s=19
https://x.com/MstFatema137069/status/1913155324304928807?t=s55OWQSSG_1qCz3Kbzs2Xw&s=19
https://x.com/MstFatema137069/status/1913155734511943991?t=v81l2mKibTxUdRRa-DrMnQ&s=19
https://x.com/MstFatema137069/status/1913156253863563639?t=7paTSMKzdRXeqxG6uDkGjg&s=19
https://x.com/MstFatema137069/status/1913158556922106059?t=1eG8rUHaYIvM5pVdNB_rdQ&s=19
https://x.com/MstFatema137069/status/1913159918309511499?t=b-A-XScHHSc47DkJRLI-wQ&s=19
https://x.com/MstFatema137069/status/1913249666839220377?t=owWWFZgo4nDjgoqpmJ_MXg&s=19
https://x.com/MstFatema137069/status/1913250242881044523?t=Bekxjp-MH_Z3NFumD6jFzg&s=19
https://x.com/MstFatema137069/status/1913263725865586945?t=2MWtO5aiOSaV69wGa6S5iA&s=19
এরকম ভুট্টা ভাজি খেতে কিন্তু দারুন লাগে। বর্তমান ভুট্টার সিজন চলে এসেছে। কাঁচা ভুট্টা এরকমভাবে ভাজি করে খাওয়ার মজাই আলাদা। খুবই ভালো লাগলো আপনার আজকের রেসিপি পোষ্টটি।
হ্যাঁ ভাইয়া এখন ভুট্টা সৃজন চলছে তাই ভুট্টা ভাজি ও খাওয়া হচ্ছে বেশ।