হেলদি রেসিপি||ডিম,আলু আর সুজির কাটলেট।

in আমার বাংলা ব্লগ5 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20240910_193321.jpg

আজকে চলে এলাম আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করার জন্য।আসলে রান্নাবান্না করতেই আমার ভালো লাগে।ভিন্ন ভিন্ন কিছু রান্না করার ইচ্ছা আমার বরাবরই খুব পছন্দের কাজ। আমরা তো সচরাচর রান্না বান্না করে থাকি ক্ষুধা নিবারণের জন্য।কিন্তু আমি ইউনিক কিছু রান্নাবান্না সবসময়ই করে থাকি। আজকের রেসিপিতে থাকছে লোভনীয় কাটলেট।

20240910_193312.jpg

সাধারণত ফিস কাটলেট বা চিকেন কাটলেট সবাই খায়।কিন্তু এভাবে ডিম আলু আর সুজির কাটলেট কেউ কখনো খেয়েছেন কি?এটা আমার নিজস্ব একটা রেসিপি। এটা খেতে এত্ত মজা ছিল যে আবারও খেতে ইচ্ছে করেছিল। আসলে আমি প্রায়ই কিছু নাস্তা তৈরি করে থাকি নিভৃত এর জন্য।যেহেতু ওর ৩বছর চলছে তাই ওর জন্য যেকোনো কিছু তৈরি করা যায়।তবে হেলদি খাবারগুলোই তৈরি করার চেষ্টা করি।একদম অল্প তেলেই এই কাটলেট গুলো তৈরি করলাম।দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজার ছিল এটা।একবার ট্রাই করে দেখতে পারেন।বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
সিদ্ধ আলু৩টি
সিদ্ধ কোয়েলের ডিম৪টি
সুজি১/২ কাপ
পেঁয়াজকুচি১টি
কাঁচামরিচ কুচি৩টি
রসুনবাটা১ চা চামচ
জিরাগুড়ো১ চা চামচ
হলুদগুড়ো১/৩ চা চামচ
লবণ১/২ চা চামচ
তেল১/৩ কাপ

VideoCapture_20240914-112345.jpg

প্রথম ধাপ

প্রথমেই সিদ্ধ করা আলু ভর্তার মত করে নিলাম। সাথে সিদ্ধ ডিম গ্রেট করে নিলাম।

20240922_082016.jpg

দ্বিতীয় ধাপ

এইধাপে পেঁয়াজকুচি, কাঁচামরিচ কুচি আর রসুনবাটা দিয়ে দিলাম।তার পাশাপাশি গুড়ো মসলাগুলো দিলাম।

20240922_082033.jpg

তৃতীয় ধাপ

সবকিছু মেখে নিয়ে সুজি দিয়ে দিলাম।আবারো সবকিছু ভালোভাবে মিক্স করে নিলাম।

20240922_082048.jpg

চতুর্থ ধাপ

এবার হাতের মাঝে ছোট ছোট বল করে তারপর কাটলেটের মত শেপ করে নিলাম।এভাবে কয়েকটা কাটলেট তৈরি করে নিলাম।

20240922_082105.jpg

পঞ্চম ধাপ

এখন ফ্রাইপ্যানে অল্প পরিমাণে তেল দিলাম।তারপর একদম লো আঁচে ভেজে নিলাম এগুলোকে।

20240922_082115.jpg

পরিবেশন

ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আলু সুজির কাটলেট।এটা খেতে অনেক মজার ছিল। আমার ছেলের জন্য তৈরি করেছিলাম কিন্তু আমরা খেয়ে দেখলাম এটা বেশ মজার ছিল।

20240910_193319.jpg

20240910_193316.jpg

20240910_193312.jpg

20240910_193308.jpg

20240910_193252.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 5 months ago 

ডিম আর সুজির কাটলেট আসলেই কখনো খাওয়া হয়নি। আপনার আজকের রেসিপিটা বেশ ভালো লাগলো দেখে। এটা আসলেই হেলদি একটা রেসিপি। ভিন্ন ধরনের রেসিপি টা দেখে বেশ ভালো লাগলো। দেখতেও বেশ লোভনীয় লাগছে। অনেক ধন্যবাদ আপু মজার এই রেসিপিটা শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে ডিম,আলু আর সুজির কাটলেট রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। আসলে এর আগে কখনো এভাবে রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। এত সুন্দরভাবে ইউনিক রেসিপি তৈরি করে আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 5 months ago 

এভাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।

 5 months ago 

সুজি,ডিম ও আলু দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়েছি। তবে একসাথে এভাবে কাটলেট তৈরি করে খাওয়া হয়নি।বেশ স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন আপু। আপনার পোস্টের মাধ্যমে বেশ মজাদার একটি রেসিপি শিখে নিলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

সহজেই তৈরি করা যায় আপু, এভাবে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে।

 5 months ago 

আপনার রেসিপিটির পোস্ট দেখে আমার জিভে জল চলে এলো। কেননা এই ধরনের খাবার যদি সন্ধ্যার সময় করা যায় তাহলে একদম জমে ক্ষীর হয়ে যাবে পরিবেশটা। যদিও আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপিটা তৈরীর প্রতিটা ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

 5 months ago 

আসলেইতো আপু ফিস এবং চিকেন কাটলেটে খাওয়া হয়েছে। এভাবে আলু এবং ডিম দিয়ে কখনো কাটলেট খাওয়া হয়নি। ছোট বাচ্চা থাকলে বাসায় এরকম খাবার বানিয়ে দিলে তারা খুব পছন্দ করে। আপনার আজকের আলু ডিমের কাটলেট দেখে বেশ মজাদার মনে হচ্ছে। খেতে যে মজা হয়েছিল বোঝাই যাচ্ছে।

 5 months ago 

ডিম আলু দিয়ে চপ তৈরি করেছি তবে এর সাথে সুজি ব্যবহার করে কখনো কাটলেট তৈরি করিনি। আপনার শেয়ার করা রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লাগলো আপু। এভাবে একদিন এই রেসিপিটা তৈরি করব। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 5 months ago 

ডিম, আলু এবং সুজি দিয়ে দারুন কাটলেট তৈরি করেছেন আপু। দেখতে খুবই লোভনীয় হয়েছে। এই ধরনের খাবার গুলো সবাই অনেক পছন্দ করে। চমৎকার একটি রেসিপি তৈরির প্রক্রিয়া ধাপে ধাপে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 5 months ago 

মজাদার একটি কাটলেট রেসিপি শেয়ার করেছেন আপু। যদিও এটি আমি খাইনি তবে আপনার তৈরি কাটলেট দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

ডিম,আলু আর সুজি দিয়ে এখন পর্যন্ত কোন দিন কাটলেট খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ডিম,আলু আর সুজির কাটলেট রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা কাটলেট রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।আর আপনি ধারাবাহিকভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 5 months ago 

জি ভাইয়া মজা তো হয়েছেই,একবার তৈরি করে দেখতে পারেন।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 83106.38
ETH 2078.22
USDT 1.00
SBD 0.63