বাসায় তৈরি মজাদার চিকেন স্যুপ

in আমার বাংলা ব্লগ2 years ago

বাসায় তৈরি মজাদার চিকেন স্যুপ

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।

1.jpg

চিকেন স্যুপ নাম টায় যেন মজাদার একটি খাবারের পরিবেশন। স্যুপ খেতে কে না পছন্দ করে। সকলেই স্যুপ খেতে বেশ পছন্দ করে আর আমি নিজেও চিকেন স্যুপ বেশ পছন্দ করি। তবে এই পছন্দের খাবারটি বাসায় তৈরি করা হয় খুব কম। বেশিরভাগ সময় বাহিরে গেলে ভালো কোনো রেস্টুরেন্ট থেকে আমি স্যুপ কিনে খাই কিন্তু রেস্টুরেন্ট এর স্যুপ আর ঘরে তৈরি করা স্যুপ অনেক ব্যাবধান রয়েছে। রেস্টুন্টে হয়তো আরো সুন্দর ভাবে পরিবেশন করে কিন্তু অনেক কিছু মিক্স করে সুন্দর কালাফুল ও স্বাদ বাড়ায়। আর বাসায় নিজের হাতে তৈরি করা চিকেন স্যুপ দেখতে এতটা ভালো না হলেও খেতে খারাপ হয়নি। স্বাদের দিকে বেশ ভালো হয়েছে আর সবচেয়ে বড় কথা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়েছে।

চিকেন স্যুপ আমাদের শরীরের জন্য বেশ উপকারী একটা খাদ্য। তবে আমরা এই খাবারটি সবসময় খেয়ে অবস্থ না। মাঝে মাঝে খেলে খুবই ভালো লাগে তাই আজকে আমি আমার নিজের মতো করে মজাদার চিকেন স্যুপ তৈরি করেছি ও আপনাদের সকলের সাথে উপস্থাপন করার চেষ্টা করেছি। চিকেন স্যুপ তৈরি করতে আমি ব্যবহার করেছি - মুরগির মাংস, দুধ, ঘি , পাওয়ার রুটি, পেঁয়াজ বাটা ও আরো বেশ কয়েক রকমের মসলা উপকরণ। আপনারা যারা আমার মতো চিকেন স্যুপ খেতে পছন্দ করেন তারা এই সকল উপকরণ গুলো একসাথে করে মজাদার ভাবে চিকেন স্যুপ তৈরি করে নিতে পারেন খুব সহজেই।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে বাসায় তৈরি করেছি মজাদার চিকেন স্যুপ। মজাদার চিকেন স্যুপ তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সুন্দর ভাবে একে একে শেয়ার করেছি ও ছবির মধ্যে লিখে দিয়েছি। আপনারা খুব সহজেই আমার পোস্ট দেখে বাসায় এভাবে মজাদার চিকেন স্যুপ তৈরি করতে পারেন ও শিখে নিতে পারেন। আশাকরি আপনাদের কাছে আমার আজকের মজাদার চিকেন স্যুপ তৈরিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক...........
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

06.jpg

ধাপ-6.

6.jpg

ধাপ-7.

7.jpg

ধাপ-8.

8.jpg

ধাপ-9.

9.jpg

ধাপ-10.

10.jpg

ধাপ-11.

11.jpg

ধাপ-12.

12.jpg

ধাপ-13.

13.jpg

ধাপ-14.

14.jpg

ধাপ-15.

15.jpg

ধাপ-16.

16.jpg

ধাপ-17.

17.jpg

ধাপ-18.

18.jpg

ধাপ-19.

19.jpg

ধাপ-20.

20.jpg

ধাপ-21.

21.jpg

ধাপ-22.

22.jpg

ধাপ-23.

23.jpg

ধাপ-24.

24.jpg

আমার আজকের বাসায় মজাদার চিকেন স্যুপ তৈরিটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

এগুলো কি চিকেন স্যুপ, আচ্ছা অসুস্থ্য হওয়ার পর হসপিটালে যেগুলো খাওয়ায় সেগুলোতো না হি হি হি হি। আমার কাছে স্যুপের তুলনায় ডাল বেশী মজা লাগে, আহ কি স্বাদ!

 2 years ago 

ইসস বলেন কি! এতো মজা করে বানাইছি আমি আপনি বলেন হাসপাতালের মতো, ওখানে রান্না করে যে, না দেয় লবন আর না দেয় মাংস। হা এটা ঠিক বলেছেন ডাল ই অনেক মজা, তাই তো মাঝে মাঝে খায়, সবসময় না।হিহিহি আপনার হাসি কপি করছি 🤣

 2 years ago 

বাসায় তৈরি খাবার আমাদের শরীরের জন্য খুবই ভালো ।এবং তা স্বাস্থ্যসম্মত। চিকেন সুপ বাসায় তৈরি করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাসায় তৈরি মজাদার চিকেন স্যুপ দেখে তো আপু লোভ লাগিয়ে দিলেন। এভাবে আসলে বাসায় কখনো খাইনি। রেস্টুরেন্ট এ খেয়েছি। আমার কাছে মনে হচ্ছে আপনি চিকেন স্যুপ খেতে অনেক মজা হয়েছে। আমিও আপনার রেসিপি দেখে শিখে নিলাম। বাসায় তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর পোস্টের মাধ্যমে অবশ্যই শেয়ার করবেন অপেক্ষায় রইলাম কিন্তু।

 2 years ago 

আমি প্রতিদিন আপনার পোস্ট মিস করি না ৷ কেন জানেন ?? কারন আমি আপনার নতুন ইউনিক রেসিপি গুলোই দেখবার জন্য ৷ যা হোক আপনি সত্যি রেসিপি আপু ৷ মজাদার চিকেন স্যুপ রেসেপি দারুন ভাবে রান্না করেছেন ৷ দেখেই তো জিভে জল এনে দেয় ৷ না জানি খেতে কতটা টেস্ট হয়েছে ৷
ধন্যবাদ আপু এভাবেই নতুন ইউনিক রেসিপি গুলোই শেয়ার করবেন ৷

 2 years ago 

যা হোক আপনি সত্যি রেসিপি আপু ৷

হাহাহা মজা পেলাম, তবে রেসিপি দিতে দিতে আর রেসিপি খুজেই পাচ্ছি না, ভাবছি অফ করে দেব।কি বলেন?

 2 years ago 

না না এটা করবেন না ৷ ভাবেন হয়ে যাবে

 2 years ago 

হাহাহাহা ঠিক ঠিক।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রেস্টুরেন্টের স্যুপগুলো ডেকোরেশন এবং স্বাদের দিক থেকে একটু বেশি ভালো হলেও, অতটা স্বাস্থ্যসম্মত হয় না আপু। কিন্তু ঘরে অত মজা না হলেও ওটাই আমাদের শরীরের জন্য ভালো এবং স্বাস্থ্যসম্মত। তবে আপনি তো বলছেন খেতে বেশ ভালো হয়েছে।এইভাবে কখনো ঘরে চিকেন স্যুপ তৈরি করে খাইনি। আপনার থেকে রেসিপিটি শিখে নিয়েছি। আমি অবশ্য একবার ট্রাই করবো আপু। যেহেতু সব ঘরোয়া জিনিস দিয়ে তৈরি হয়েছে তাই ঝামেলা কম।

 2 years ago 

হা আপু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আবার সেই রেসিপি। তাও আবার চিকেন সুপ। সত্যি বলতে চাইনিজগুলোতে যদিও অনেক কিছু দিয়েই চিকেন সুপ বানানো হয় আর তাদের কালার কম্বিনেশন টা ও থাকে অন্য রকম। তবুও বাসায় বানানো চিকেন সুপ কিন্তু অনেক স্বাস্থ্য সম্মত হয়।

 2 years ago 

কথা কিন্তু ভুল বলেন নাই তবে বাসায় তৈরি করে খাওয়াটাই বেটার।

 2 years ago 

বাহিরে কোথাও বা রেস্টুরেন্টে গেলে সাধারণত আমি স্যুপ খাই।কিন্তু বাড়িতেও এমনভাবে স্যুপ রান্না করা সম্ভব তা আমার জানা ছিল না। তবে চিকেন স্যুপ আমাদের শরীরের জন্য খুব উপকারী। চিকেন স্যুপের অনেক উপকারীতা আছে। যাই হোক আপনার রান্না করার পদ্ধতিটিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে।এত মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

হা চিকেন সুপ আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তবে যদি সেটা বাসায় তৈরি করে খাওয়া যেতে পারে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য।

 2 years ago 

আমিও প্রায় সময় বাইরে গেলে চিকেন স্যুপ খেয়েছি। কিন্তু বাসায় এভাবে কখনো তৈরি করে খাওয়া হয়নি। কারণ চেষ্টাও করিনি এভাবে বাসায় তৈরি করার। কিন্তু আপনি যে সহজ ভাবে এটি তৈরি করে দেখালেন আপু এখন তো তৈরি করে খেতেই হবে। কারণ সবগুলো উপকরণ বাসায় আছে। আর এই চিকেন স্যুপ পুরি, পরোটা বা রুটি দিয়ে খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। ট্রাই করে দেখতে হবে একদিন। আর আপনার রেসিপি সবগুলোই মনে হয় যেন একবার করে খেয়ে দেখি।
এক কথায় রান্না এক্সপার্ট আপনি।

 2 years ago 

হা তাহলে আর দেরি কিসের বাসায় বানিয়ে খেয়ে নিন।দারুন মজার কিন্তু

 2 years ago 

রেস্টুরেন্টে গেলে মাঝে মাঝে খাই, এছাড়া বাসায় কখনো ট্রাই করা হয়নি।
লোভনীয় রেসিপি ছিল।সুন্দরভাবে রেসিপিটা শেয়ার করেছেন,কোনো এক সময় ট্রাই করে দেখবো অবশ্যই।শুভ কামনা রইলো 😊

 2 years ago 

শুধু রেস্টুরেন্টে খাবার খাবে?? নিজে বাসায় তৈরি করে খেয়ে দেখেন অনেক টেস্টটি

 2 years ago 

ঠিক বলেছেন আপু রেস্টুরেন্ট থেকে কিনে স্যুপ এবং বাসায় তৈরি করা স্যুপ এর মধ্যে অনেক পার্থক্য পড়েছে। চিকেন স্যুপ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বাসায় কিভাবে চিকেন স্যুপ তৈরি করতে হয় তা আমাদের শিখিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার তৈরি স্যুপ খেতে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে।

 2 years ago 

হা শিখিয়ে দিয়েছি অবশ্যই বাসায় তৈরি করবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 92027.17
ETH 2497.57
USDT 1.00
SBD 0.68