ম্যাচ জিতেও, অস্বস্তিতে রিয়াল মাদ্রিদ!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Bein sports থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
আপনার দল যখন জিতবে একজন কোচ হিসেবে আপনি খুশি থাকবেন এটাই স্বাভাবিক। কিন্তু কখনও কখনও সেই খুশি থাকে না। ঠিক যেমন গতকাল রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলওির ক্ষেএে হয়েছে। ঘরের মাঠে দল জিতেছে। কিন্তু ইঞ্জুরিতে পড়েছে তার একাদশের দুই গুরুত্বপূর্ণ খেলোয়ার ভিনিসিয়াস জুনিয়র এবং দানি কার্ভাহাল। ভিনিসিয়াসের ইঞ্জুরি টা খুব একটা মারাত্মক কিছু না। তবে রদ্রির লিগার মেন্ট ছিড়ে গেছে। ফুটবলের ভাষায় যাকে বলে ACL ইঞ্জুরি। একজন ফুটবলারের জন্য এটা সবচাইতে মারাত্মক ইঞ্জুরি। বলতে গেলে এই সিজনের জন্য দলের বাইরে চলে গিয়েছেন কার্ভাহাল। তার উপর দলে আগে থেকেই রয়েছে ইঞ্জুরি সমস্যা। এই অবস্থায় কার্লো অনচেলওি কে বেশ কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। কারণ কার্ভাহাল ডিফেন্সের পাশাপাশি আক্রমনেও দারুণ ভূমিকা রাখত।
গতকাল লা লীগার ম্যাচ খেলতে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়্যাগো বার্নাব্যুতে তাদের ম্যাচ ছিল ভিয়ারিয়ালের সাথে। ম্যাচে নিজের দলকে ৪-৪-২ ফর্মেশনে মাঠে নামায় কার্লো। অন্য দিকে ভিয়ারিয়ালের ফর্মেশনও ছিল ৪-৪-২। ম্যাচটা ছিল বাংলাদেশ সময় রাত একটাই। ঘরের মাঠে ম্যাচ থাকলেও প্রথম থেকেই কিছুটা ব্যাকফুটে ছিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ভিয়ারিয়াল একের পর এক আক্রমণ করছিল। রিয়াল মাদ্রিদের তুলনায় তাদের খেলা ছিল বেশি নান্দনিক। কিন্তু গোল করতে পারেনি তারা। ম্যাচের ১৪ মিনিটে কর্ণার কিক থেকে বলটা সরাসরি ভালভার্দে কে পাস করে লুকা মদ্রিচ। ডিবক্সের বেশ কিছুটা বাইরে থেকে অসাধারণ একটা দূরপাল্লার শর্টে দৃষ্টিনন্দন গোল করে ফেদে ভালভার্দে। এবং নিজের দলকে এগিয়ে নিয়ে যায় ১-০ গোলে।
এর কয়েক মিনিট পরেই অসাধারণ একটা ক্রস করে ভিয়ারিয়ালের খেলোয়ার। তাদের খেলোয়ার হেড দিয়ে ক্রস বারে লেগে বলটা প্রতিহত হয়। এভাবে বার বার তারা আক্রমণে যাচ্ছিল। কিন্তু কোন গোল করতে তারা সক্ষম হয়নি। অন্যদিকে এইদিন ভিনিসিয়াস ছিল অনবদ্য। বার বার প্রতিপক্ষ ডিফেন্ডারদের কে বোকা বানিয়ে বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়ছিল। কিন্তু কোনভাবেই ফিনিস করতে পারছিল না। যাইহোক ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কিছুটা গুছিয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণ করতে থাকে। তবে সেই কাঙ্ক্ষিত ফিনিস তারা কিছুতেই পাচ্ছিল না। রীতিমতো গোলের জন্য মরিয়া হয়ে উঠে। অন্যদিকে প্রতিপক্ষ ভিয়ারিয়াল বেশ কিছু পজেটিভ আক্রমণ বিল্ড আপ করছিল মাঝে মাঝে।
ম্যাচের ৭৩ মিনিটে ডিবক্সের বেশ কিছুটা বাইরে থেকে ভালভার্দে বল বাড়িয়ে দেয় ভিনিসিয়াসের দিকে। ভিনিসিয়াস দূর থেকেই শর্ট করে। এবং অসাধারণ একটা গোল করে নিজের দলকে এগিয়ে নিয়ে যায় ২-০ গোলে। ম্যাচের বাকি সময়ে রিয়াল মাদ্রিদ আরও কিছু আক্রমণ করে কিন্তু গোল করতে সক্ষম হয়নি। ম্যাচের ৭৯ মিনিটে কাঁধের ইঞ্জুরি নিয়ে ভিনিসিয়াস মাঠ ছাড়লে তার পরিবর্তে মাঠে নামে আর্দা গুলার। জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে লীগে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে ১ গোল ও ১ অ্যাসিস্ট করে সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৯ নিয়ে ম্যাচ সেরা হয় ভালভার্দে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.