সময় বড় অমূল্য জিনিস⏰
"হ্যালো",
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। সময় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামী জিনিস।যা কখনো কারোর জন্য অপেক্ষা করে না কিংবা থেমে থাকে না।আমাদের জীবন থেকে কত সুন্দর সময় হারিয়ে যায়।অনেক কাজই থাকে যা আমরা পরে করবো বলে ফেলে রাখি।আসলে দিনশেষে শুধু সময় চলে যায় কিন্তু সেই কাজ আর করা হয়ে উঠেনা।এজন্য সময়ের কাজ সময়েই করা উচিত। আর তার জন্য দরকার সময়ের মূল্য দেওয়া।
যারা সময়ের মূল্য দিতে যানে না তারা জীবনে সফলতা আনতে পারে না।পরে শুধু আফসোস করে।অনেক সময় আমাদের সাথে খারাপ কিছু ঘটলে খারাপ সময় গেলে মনে করি জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়।কিন্তু আসলে তা না জীবনে খারাপ সময় যেমন আসে তেমনি সব খারাপ কেটে গিয়ে ভালোরও দেখা মেলে।যেমন ধরুন আপনার একজন খুব ভালো বন্ধু আছে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়েছেন সেই সময়টায় যদি আপনার বন্ধু পাশে থাকে তাহলে বুঝবেন যে সে আসলে আপনার প্রকৃত বন্ধু। আর যদি না থাকে তাহলে বুঝবেন সে আপনার কখনোই বন্ধু ছিল না।
কথায় আছে সময় গেলে সাধন হয়না।একটা সময় খুব কষ্টে দিন কাটিয়েছি বলতে গেলে তখন আত্মীয়-স্বজনের অনেক রূপ দেখেছি। খুব কাছের লোকগুলো কত কথা শুনিয়েছে। অথচ সময়ের পরিবর্তনে আজ তারা আমার গুণগান করে। এখন তারা যতই আমার সাথে ভালো ব্যবহার করুক আমি কিন্তু সেই দিনগুলোর কথা ভুলিনি। তবে আমি তাদেরকে বুঝতেও দেইনি যে আমি তাদের কথায় তখন কষ্ট পেয়েছিলাম। আসলে যাদের নিজের মন নিয়ে বোঝার তাদেরকে কখনো বলে বোঝানো যায় না। এটা থেকে একটা শিক্ষা আমার নিতে পারি যে কখনও কাউকে ছোট করে কথা বলতে নেই যে কোনো সময়ে জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে।
পরিশেষে একটা কথাই বলবো সময়কে আমাদের কাজে লাগানো উচিত। তাহলে দেখা যাবে জীবনে অনেক কিছু পরিবর্তন আসবে। অনেক সফলতা আসবে জীবনে। যাইহোক বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সময় সত্যিই অমূল্য সম্পদ। এই সময়কে মূল্যায়ন করা আমাদের সকলের উচিত। যারা সময়কে মূল্য দেয় তারাই একদিন সফল হয়।তাই সময়কে হেলা করা আমাদের কারোই উচিত নয়।
হ্যাঁ আপু যারা সময়কে মূল্য দেয় তারাই একদিন সফল হয়। আমাদের প্রত্যেকের উচিত সময় মেনে চলা। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
সময় স্রত কারোরই জন্য অপেক্ষা করে না। আমাদের জীবনে সময়ের মূল্য অনেক।আর সময়ের কাজ সময়ের মধ্যে সম্পন্ন না করতে পারলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি আজকে আপনার জীবনের একটি বাস্তব গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন, বেশ ভালো লাগলো আপনার লেখা গুলো পড়ে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া লেখাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
ঠিক আপু কথাটার মধ্যে সত্যি যুক্তি আছে। আসলেই সময় গেলে সাধন হয় না। সময়ের কাজ সময়ে না করলে সময়ের গুরুত্ব না দিলে পরবর্তীতে সেটার ভোগান্তি হয় চরম পর্যায়ে। সুন্দর লিখেছেন আপনি।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া গঠনমূলক একটি মন্তব্য করার জন্য।
আসলেই পৃথিবীতে সময়ের চেয়ে মূল্যবান জিনিস আর নেই। তাই হেলাফেলায় কখনোই সময় নষ্ট করা ঠিক না। তাছাড়া যেদিনের কাজ সেদিনই সম্পন্ন করা উচিত। যারা সময়ের যথাযথ ব্যবহার করতে পারে, দিনশেষে তারাই সফলতা অর্জন করতে সক্ষম হয়। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।