পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ১২ ই ডিসেম্বর ২০২৪ ইং
শিক্ষাই জাতির মেরুদন্ড।আর এই শিক্ষা গ্রহণ করার প্রধান উপকরণ হচ্ছে বই। আমরা প্রতিনিয়ত বই পড়ার মাধ্যমে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারি।আর এই জ্ঞান আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। বই মানুষ কে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই বিষয়ে হয়তো আমরা কম বেশি সকলেই অবগত আছি। একটি বই পড়ার মাধ্যমে আরো প্রতিনিয়ত অনেক কিছু জানতে পারছি এবং বুঝতে পারছি। বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছি। বিশেষ করে মানব জাতির জ্ঞান অন্বেষণের প্রধান উপকরণ হচ্ছে বই।আর জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হলে বই পড়ার কোন বিকল্প নেই। একজন জ্ঞানী মানুষ নিশ্চয়ই বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে থাকেন।
আমরা যদি আমাদের গ্ৰাম এলাকা গুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো। যারা জীবনে কোনদিন বই পড়েননি , কিংবা বই কোনদিন ছুঁয়ে দেখেননি তারা একজন বই পড়া ব্যক্তির থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে। কেননা, যখন একজন অশিক্ষিত লোক তার যে কোন ধরনের হিসাব করতে যান, তখন তারা সেই হিসাব গুলো সঠিক ভাবে মিলাতে পারেননা। তাদের হিসাব না পারার মূল কারণ হলো, তারা কোনদিন বই পড়েননি এবং বই থেকে কোন ধরনের শিক্ষা অর্জন করতে পারেনি। আর বর্তমান সময়ে যারা জীবন চলার পথে প্রাথমিক শিক্ষা অর্জন করবে না, তাদের জীবন পরিচালনা করতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
বিশেষ করে তারা যে কোন ধরনের হিসাব নিকাশের ক্ষেত্রে ধরা খাবেন। বেশ কিছু দিন আগে আমি আমাদের গ্ৰামের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পারলাম একজন আনকেল ধান বিক্রি করছেন, কিন্তু ধানের হিসাব ঠিক ভাবে করতে পারছেন না। এরপর আমাকে ডেকে নিয়ে গিয়ে তাদের হিসাব গুলো করতে বলে।আমি তাদের কে সঠিক ভাবে হিসাব করে দেই। তাদের এমনটা দেখে আমার কাছে অনেক টা খারাপ লাগছিল। যাইহোক, যারা বর্তমান সময়ে প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারবে না, তাদের জীবন পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে পড়বে। বর্তমান সময়ে প্রতিটি জীবনের প্রতিটি স্তরেই প্রাথমিক শিক্ষার প্রয়োজন রয়েছে।
আমি সেদিন থেকেই বুঝেছিলাম বই পড়ার মাধ্যমে একজন মানুষ খুব সহজেই অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে আসতে পারে।বই পড়ার অভ্যাস আমাদের কে প্রতিনিয়ত বাড়াতে হবে।বই পড়া শুধু মাত্র আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে না, এটি আরো বিভিন্ন ধরনের কাজে লাগবে। অনেক গবেষণায় দেখা গিয়েছে, প্রতিনিয়ত বই পড়লে মন মস্তিস্ক একদম ফ্রেশ থাকে। কিন্তু আমরা বর্তমান সময়ে তেমন একটা বই পড়তে আগ্রহী না। আমরা বর্তমান বেশিরভাগ সময় মোবাইলের মধ্যে দিয়ে দেই। এটা আসলে আমাদের জন্য মোটেও কাম্য নয়। যদি আমরা বই পড়ার অভ্যাস প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের জীবন আরো বেশি সুন্দর ও সুখময় হবে বলে মনে করছি।
আমরা যদি প্রতিদিন আমাদের কাজের ফাঁকে অল্প কিছু সময় বের করে বই পড়তে পারি, আমরা প্রতিনিয়ত অনেক কিছু জিনিস জানতে এবং শিখতে পারবো। আসলে এই পৃথিবীতে জানার কোন শেষ নেই।আর এটা হয়তো সকলেই জানি, শিক্ষার কোন শেষ নেই। অনন্ত পক্ষে আমাদের মন মস্তিস্ক ফ্রেশ রাখার জন্য প্রতিদিন অল্প কিছু সময় ব্যয় করে বই পড়া উত্তম।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
X promotion
বই হচ্ছে জ্ঞানের ভান্ডার। আমরা যত বই পড়ি আমাদের জ্ঞান তত বেশি বৃদ্ধি পায়। আমরা যখন বই পড়বো তখন আমরা আলোকিত হব। আর বই না পড়লে আসলে আমরা অন্ধকার জগতে থেকে যাব। এত সুন্দর একটি টপিকস নিয়ে আলোচনা করলেন যা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই প্রশ্নটার সম্মুখীন আমি প্রায়ই হয়। অনেকেই বলে এই বই পড়ে লাভ কী এটা তোর কী কাজে লাগবে। সত্যি বলতে বই যে আমাদের কতটা উপকার করে সবদিক থেকে এটা কখনোই একটা মানুষ টা বোঝানো সম্ভব না। বই পড়লে মানুষের আত্মার উন্নতি হয়। বেশ সুন্দর লিখেছেন।
ভাইয়া আজ আপনি অনেক শিক্ষামূলক একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। বই হল জ্ঞানের ভান্ডার আর আমরা বই থেকে এই জ্ঞান অর্জন করতে পারি।আমরা যত বই পড়বো তত আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। আর বই না পড়লে জ্ঞান বৃদ্ধি করা সম্ভব না বরংচ মূর্খের পরিচয় হবে। পড়াশোনা করলে জীবন আলোকিত আর পড়াশোনা না করলে অন্ধকারে জীবন কাটানোর মত।আমাদের সবারই উচিত পড়াশুনা করে জ্ঞান বৃদ্ধি অর্জন করা। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি শিক্ষামূলক পোস্ট শেয়ার করার জন্য।