আমার পরিচয় আর আমার ভুমিকা

CutPaste_2022-07-03_20-45-11-572.jpg

আমার নাম মো: রাসেল মাহমুদ। আমার বাসা বগুড়া জেলার গাবতলী থানায় । আমি বি এ পাশ করছি 2016 সালে । ভালো কোন চাকুরী পাইনি বিধায় এখনো বেকার জিবনে আছি । তবে বেকার জিবন কি তা আমি বিবাহিত জিবনে ভালোভাবেই টের পাচ্ছি।

অভিজ্ঞতা: আসলে আমার তেমন কোন অভিজ্ঞতা নাই ।
তারপরও আমি ইলেকট্রনিক মেকানিক্যাল. আর গরিব মানুষ তাই মাঠের কাজেরও অভিজ্ঞতা আছে ।

ফ্যামিলি মেম্বার; আমরা দুই ভাই এক বোন. সবাই আলাদা
আলাদা ,আর আমার এক মেয়ে আছেন. বয়স পাঁচ বছর।
আর আমার বাবাও আমার কাছে থাকেন।

আসলে আমার আর পরিচিয় দেওয়ার আর কিছুই নাই ।
আমি steemit. Com এ নতুন। সবাই আমাকে সাপোর্ট করবেন । বিশেষ করে আমার বাংলা ব্লগ আমার খুবই ভাল লেগেছে। এই কমিউনিটি কে আমার কাছ থেকে ওনেক ওনেক ধন্যবাদ জানাই। আশাকরি আমি আমার দায়িত্ব নিয়েই এই কমিউনিটির মর্যাদা রাখতে পারি.

পরিশেষে একটা কথাই বলি এই কমিউনিটিতে আমি নতুন কোন ভুল হলে আমাকে শুধরে দেবেন. আর আমায়
একটু সবাই সাপোর্ট করবেন যেন আমি আমার লক্ষ্য পৌছেতে পারি.সবাই ভাল থাকেন সুস্থ থাকুন এটাই দূর থেকে কামনা করি।

ইতি , মো:রাসেল মাহমুদ

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দরভাবে আপনার পরিচিতিমুলক পোস্ট উপস্থাপন করেছেন।

তবে এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না, আপনি আমাদের discord server এ জয়েন করুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় জানিয়ে দেয়া হবে discord এর মাধ্যমে।
👇
Discord link: https://discord.gg/5aYe6e6nMW
আরও কিছু জানতে ফলো করুন। 👇

https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 76216.31
ETH 1482.71
USDT 1.00
SBD 0.84