বেশ কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 days ago


আসসালামু আলাইকুম





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। বেশকিছু রেন্ডম ফটোগ্রাফি নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করবো আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

InShot_20250405_143715581.jpg

photography editing by inshort app




ফটোগ্রাফি সমূহ:


প্রথম ফটোগ্রাফি টা লক্ষ্য করেছেন একটি ফুল। এটা কলমি ফুল। এ ফুলগুলো যেকোনো সময় বন জঙ্গল মাঠে পুকুরসহ নদী নালার বিভিন্ন স্থানে ফুটে থাকতে দেখা যায়। বছরের বিশেষ এক মুহূর্তে এই ফুলগুলো আমরা লক্ষ্য করে থাকি। ফুল গুলো দেখতে অনেকটা গোলাপি বর্ণের হয়। আমার কাছে অনেক ভালো লাগে যখন এই সমস্ত ফুলগুলো ফুটে থাকতে দেখি। মানুষের যত্নবিহীন কত সুন্দর ভাবে ফুটে ওঠে এগুলো।

IMG_20241208_125544_811.jpg


এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন আমার নিজের সবজি বাগানে চাষ হওয়া মূলা। আপনারা অনেকেই জানেন আমি সবজি চাষ করে থাকি। শীতকালীন সবজিসহ বিভিন্ন শাকসবজি আমার সবজি বাগানের উৎপাদন করা হয়। তারমধ্যে এগুলো অন্যতম। দেশে-বিদেশি অর্থাৎ হাইব্রিড জাতের মুলাও ছিল আমার সবজি বাগানে।

IMG_20241216_170818_251.jpg


আমরা সকলে কমবেশি ফুল পছন্দ করি। তবে বিভিন্ন ফুলের পাশাপাশি আর্টিফিসিয়াল ফুলগুলো আমাদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ব্যাপক মানুষ নিজেদের ঘরবাড়ি সুন্দরভাবে গুছানোর জন্য সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুলগুলো ব্যাপক পরিমাণ ব্যবহার করে থাকেন। বিশেষ করে স্টুডিও সাজাতে, টেবিল সাজাতে, অফিস সাজাতে এই ফুলগুলো বেশি ব্যবহার হয়। ব্যস্ততার কোন এক মুহূর্তে বাজার থেকে এ ফটো ধারণ করেছিলাম।

IMG_20250305_180739_196.jpg


এটা আমাদের বাংলা ব্লগ কমিউনিটির এক সদস্যর ব্যবহার করা চুলা। এই চুলাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। লক্ষ করে দেখেছিলাম সুমাইয়া খুব সুন্দর করে এটাতে রান্না করছে। আর তাই কোন এক সময় আমি ফটো ধারণ করে নিয়েছিলাম চুলাটার।

IMG_20250302_201724_957.jpg


নিচের ফটোগ্রাফিতে আপনারা যেই চিত্র দেখছেন এটা আমাদের গাংনী শহরের দৃশ্যপট। এখানে যে বটগাছটি দেখতে পাচ্ছেন গাংনী বাজারে মূলত একটি বটগাছ বর্তমান দণ্ডায়মান রয়েছে। বাকি বটগাছগুলো সব রাস্তা সংস্কারের কাজে অপসারণ করা হয়। হয়তো অনেকেই জানেন কুষ্টিয়া মেহেরপুরের মহাসড়ক বেশ উন্নত করা হচ্ছে যার জন্য রাস্তার পাশে অনেক গাছপালা অপসারণ হয়েছে। তাইতো একদিন এই গাছটার কথা স্মরণ করে ফটোগ্রাফি করলাম এটা মূলত ছিল গাংনী হাটবোয়ালিয়া মহাসড়কের বটগাছটি।

IMG_20250223_081021_338.jpg


ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হলে অবশ্যই আমাদের করোল্লা সবজিটা বেশি বেশি খেতে হবে। হয়তো আমরা অন্যান্য শাকসবজি বেশি পছন্দ করি কিন্তু এই সবজিটা পছন্দ করি না। তবে এই সবজির প্রতি গুরুত্ব আরোপ করতে হবে বেশি। এতে আমাদের ব্লাড সুগার ভালো থাকবে পাশাপাশি নিজেরাও সুস্থ থাকতে পারবো। বাজারে সবজি কেনার উদ্দেশ্যে উপস্থিত হয়েই এই ফটো ধারণ করেছিলাম।

IMG_20250223_074627_181.jpg


এই মুহূর্তে যে ফটোগ্রাফি টা লক্ষ্য করছেন, সেখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে সবুজ ঘাসের উপর শিশির বিন্দু জমে রয়েছে। শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালো লাগে। শীতের সময় শিশির সহ কুয়াশার জন্য ঘাস অনেক ভেজা থাকে। আমরা চাইলে ওই মুহূর্তে খুব সুন্দর করে অনেক ফটোগ্রাফি করতে পারি।

IMG_20250221_074446_397.jpg


এটা ঢাকা শহরের জ্যামের চিত্র। শহরের রাস্তাগুলোতে যে কোন মুহূর্তে লক্ষ্য করা যায় এমন ট্রাফিক জ্যাম লেগে যায়। যখন জ্যামের সম্মুখীন হওয়া হয় তখন বোঝা যায় কতটা বিরক্তিকর মুহূর্ত। প্রচন্ড গরমের দিনগুলোতে এই বিরক্ত তা যেন আরো বেশি বেড়ে যায়। ফটোগ্রাফির মুহূর্তে হয়তো আমি স্বাভাবিক মোবাইলের এক ক্লিকের মাধ্যমে ফটোটা রেকর্ড করেছি কিন্তু ওই মুহূর্তে ট্রাফিক জ্যামে আটকা থাকা মানুষের কি দুর্দশা হচ্ছিল সেটা হয়তো অনুভব করতে পারি নাই। কত না মানুষের চলাচল এই পথ ধরে, যে যার গন্তব্যে যাওয়ার জন্য গাড়ির মধ্যে।

IMG_20250214_175016_854.jpg


এটা ঢাকা শাহবাগ চত্বরের চিত্র। এখান থেকে এ দেশের শাহবাগী জনতা সংগ্রাম গড়ে তোলে। বেশ কিছুদিন অবস্থান করেছি এবং চলাচল করেছি এখানে। একটা সময় এই স্থানটা আমার কাছে বেশ অপরিচিত ছিল। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই স্থানের বিভিন্ন ঘটনা জানতে পারতাম। আরে এই তো বেশ কিছুদিন অবস্থান করার মুহূর্তে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আন্দোলন হতেও দেখেছি এখানে। তবে ফটোগ্রাফি করার মুহূর্তটা বেশ শান্তশিষ্ট্য ছিল। পুলিশ ভাইয়েরা বট বৃক্ষের ছায়ায় বসে মোবাইলে টাইম দিচ্ছে এমনটা লক্ষ্য করেছি।

IMG_20250214_092619_786.jpg




পোস্ট বিবরণ


বিষয়রেনডম ফটোগ্রাফি
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


PUSS_VILLA.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 
 4 days ago 

05-04-25

Screenshot_20250405-152155.jpg

Screenshot_20250405-152112.jpg

Screenshot_20250405-151638.jpg

 4 days ago 

বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করে নিয়েছেন। সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে ভাইয়া। কলমি ফুল এবং আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে। করলা আমার কাছেও খুব ভালো লাগে। চমৎকার ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে বিশ্লেষণ করে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 4 days ago 

আপনার ফটোগ্রাফির চুলাটা ইউনিক লাগছে। আমাদের দিকে এমন চুলা এখনো দেখি নাই। এছাড়া সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 4 days ago 

বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চমৎকার সব ফটোগ্রাফি আপনার ধারণা করেছেন। আমার বাংলা ব্লগে ফটোগ্রাফি পোস্ট করার জন্য আমরা প্রত্যেকেই এখন এরকম করে থাকি। যে যেখানেই যাই সেখান থেকে একজন একটা ছবি ঠিক তুলে নিই। চুলার ছবিটা খুব সুন্দর আমি এরকম ধরনের চুলায় আগে কখনো দেখিনি।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 77468.36
ETH 1494.03
USDT 1.00
SBD 0.67