ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০৪ ই এপ্রিল ২০২৫ ইং
যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত নাগেশ্বর ফুলের ফটোগ্রাফী। আসলে এই ফুলের আমার একটি অপরিচিত ফুল ।নাগেশ্বর ফুলের সৌন্দর্য সত্যিই অপূর্ব ও মুগ্ধকর। এই ফুলের মধ্যে একধরনের আভিজাত্য ও পবিত্রতা রয়েছে যা একে অন্যান্য ফুল থেকে আলাদা করে তোলে।এই ফুলটি সাধারণত সাদা বা হালকা ক্রীম রঙের হয়, যার মাঝে থাকে উজ্জ্বল হলুদ-কমলা রঙের মিশ্রণ। এই রঙের সংমিশ্রণ একে করে তোলে অত্যন্ত মনোমুগ্ধকর। এই ফুলের ফটোগ্রাফী টি আমি রংপুর জেলার ঘাঘট বিনোদন পার্ক থেকে সংগ্রহ করেছি।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত শিমুল ফুল সহ শিমুল ফুলের গাছ। শিমুল ফুল হয়তো আপনাদের প্রত্যেকেরই বেশ পরিচিত।বসন্তের শুরুতেই যখন গাছভরা লাল শিমুল ফুটে ওঠে, তখন মনে হয় আগুন লেগেছে গাছের ডালে ডালে। পাতাহীন শিমুল গাছে শুধু লাল ফুলের রঙ যেন প্রকৃতিকে নতুন করে সাজিয়ে তোলে। নীল আকাশের নিচে শিমুলের তেজস্বী লাল রঙ এক অদ্ভুত রঙিন আবেশ সৃষ্টি করে। এর সৌন্দর্যে আছে এক ধরনের বুনো আকর্ষণ, যা মনকে টেনে নিয়ে যায়। এই ফুল শুধু চোখের নয়, মনেরও আরাম।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি।দিন শেষে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমাকাশে হারিয়ে যায়, তখন আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে সোনালি, কমলা আর লালচে রঙের এক অপূর্ব মায়াজাল। হালকা বাতাস গায়ে এসে লাগে, যেন দিনের ক্লান্তি মুছে দিয়ে প্রশান্তির ছোঁয়া এনে দেয়। গাছের ছায়া লম্বা হয়ে যায়, পাখিরা নীড়ে ফেরে, চারপাশে নেমে আসে এক রকম শান্ত, নরম আলো। নদীর পাড়ে দাঁড়িয়ে সেই আলোয় যখন জল চিকচিক করে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই এক শিল্পী, যে প্রতিদিন বিকেলে এক নতুন ছবি আঁকে।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত হাঁড়িভাঙ্গা আমের ফটোগ্রাফি। বেশ কিছু দিন আগে আমি আপনাদের সাথে হাঁড়িভাঙ্গা আমের মুকুলের ফটোগ্রাফী শেয়ার করেছিলাম। এখন সেই মুকুল থেকে আম চলে এসেছে। এবছর আমাদের এলাকার মধ্যে প্রায় প্রতিটি আম বাগানে প্রচুর পরিমাণে আম ফুটেছে। আশা করছি অন্যান্য সব বছরের তুলনায় এবছর আমের ফলন একটু বেশি হবে।আমি আজকে আমাদের আম বাগানের মধ্যে ঘুরতে গিয়েছিলাম, তখন আমি এই ফটোগ্রাফি টি সংগ্রহ করেছিলাম। ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত সবুজ শ্যামল ধান ক্ষেতের ফটোগ্রাফি।চারদিকে বিস্তীর্ণ সবুজে মোড়া ধানক্ষেতের ঢেউ খেলানো দৃশ্য যেন জীবন্ত এক সবুজ সমুদ্র। হালকা বাতাসে যখন ধানের গাছগুলো দুলে ওঠে, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের ছন্দে নাচছে। পাখির কলতান, দূরে কাজ করতে থাকা কৃষকের কণ্ঠস্বর আর গাঁয়ের নির্জনতায় এই ক্ষেত যেন এক পরিপূর্ণ গল্প বলে। আকাশ আর সবুজের মিলনবিন্দুতে দাঁড়িয়ে ধানক্ষেতের সৌন্দর্য চোখের জলে এনে দিতে পারে এক ধরনের প্রশান্তি, একরাশ স্মৃতি। এই দৃশ্য কেবল গ্রামবাংলার মধ্যে দেখতে পাওয়া যায়।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আজকে আপনি চমৎকার কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের এলোমেলো ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। হাড়িভাঙ্গা আমের ফটোগ্রাফি এবং সবুজ শ্যামলা ধান ক্ষেতের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো।। এবং সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝেও শেয়ার করেছেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
গ্রামীণ প্রকৃতির খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। নাগেশ্বর ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। এই ফুলগুলো আগে কখনো দেখা হয়নি। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। কাঁচা আমের ফটোগ্রাফি দেখে তো খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
নাগেশ্বর ফুলের ফটোগ্রাফি টা চমৎকার ভাবে ধারণ করেছেন ভাইয়া। এই ফুলটি এর আগে আমি দেখেছি কিনা মনে পড়ছে না তবে খুব চেনা চেনা লাগছে। ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার সবগুলো ফটোগ্রাফি আজকে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনি গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি করেন জেনে ভালো লাগলো। গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি করতে বেশ পছন্দ করি।আজকেও বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি শেয়ার করে নিয়েছেন। ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে ভাইয়া। নাগেশ্বর ফুলের ফটোগ্রাফি বেশ ভালো হয়েছে। এই ফুলটি নাম আজও প্রথম শুনলাম। চমৎকার বিশ্লেষণায় ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1908159297315291160?t=XfeVn_Uug4yp_GGpOP7inw&s=19
https://x.com/Riyadx2P/status/1908159297315291160?t=76cHubMd1CDfFISnU3Rb1w&s=19
Screenshot
আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনার ফটোগ্রাফি করার দক্ষতা অনেক বেশি। বিশেষ করে সাদা রঙের ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেকদিন পরে আপনার পোষ্টের মাধ্যমে শিমুল ফুল দেখতে পেলাম।
সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। এলোমেলো ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলেন।
আপনার ফটোগ্রাফি সব সময় আমার কাছে খুবই ভালো লাগে ভাই। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি দারুণ ভাবে ক্যাপচার করেন। সবুজ ধানের ক্ষেতের ফটোগ্রাফিটা অসাধারণ হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
নাগেশ্বর ফুল নামটা বেশ দারুণ। মাঠের ফটোগ্রাফি টা দারুণ করেছেন ভাই। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।